মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের নবম স্টুডিও অ্যালবাম ‘দিস ইজ মি...নাউ’ মুক্তি পেয়েছে। ১০ বছরের বিরতি কাটিয়ে গত ১৬ ফেব্রুয়ারি অ্যালবামটি মুক্তি দেন তিনি। ২০২২ সালের আগস্টে শুরু হওয়া অ্যালবামটির রেকর্ড শেষ হয়েছিল গত বছরের ২৯ জুন।
অ্যালবামের নামে গায়িকার ‘দিস ইজ মি...নাউ’ কনসার্ট ট্যুর শুরু হওয়ার কথা আগামী ২৬ জুন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে শুরু হয়ে আগামী ৩১ আগস্ট কনসার্টটি শেষ হওয়ার কথা ছিল। মাঝে কানাডায় কয়েকটি শো রাখা হয়।
ভ্যারাইটির খবর অনুযায়ী, আগামী ২০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠিতব্য সাতটি কনসার্ট কোনো কারণ না দেখিয়েই বাতিল করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ১৭ আগস্ট লোপজের নিজের শহর নিউইয়র্কে শো দিয়ে শেষ হবে কনসার্টটি।
অ্যালবামটি নিয়ে লোপেজের ভক্ত-সমর্থকদের ব্যাপক প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত অ্যালবামটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। গত মাসে বিলবোর্ড হট হান্ড্রেডে অ্যালবামটি ছিল ৩৮ নম্বরে। অনেকে মনে করছেন, অ্যালবামের এমন ব্যর্থতার কারণেই সাতটি কনসার্ট বাতিল করেছেন লোপেজ।
টিকিট বিক্রির কোম্পানি টিকিটমাস্টারে ওয়েবসাইটে এই দিনগুলোর শো’র টিকিট বা কোনো খবর পাওয়া যাচ্ছে না আর। টিকিট কাটতে গেলে দেখা যাচ্ছে শো বাতিল হয়ে গেছে। যারা ইতিমধ্যে টিকিট কেটে ফেলেছিলেন, তাঁদের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত জেনিফার লোপেজের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আরেকটি সূত্র ভ্যারাইটিকে জানিয়েছে, মূলত আয়োজকদের নানা অব্যবস্থার কারণে কনসার্টগুলো বাতিল হয়ে থাকতে পারে। তবে লোপেজ বা তাঁর মুখপাত্র এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। তাই কনসার্ট বাতিল হওয়া নিয়ে ব্যাখ্যাও পাওয়া যায়নি।
মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের নবম স্টুডিও অ্যালবাম ‘দিস ইজ মি...নাউ’ মুক্তি পেয়েছে। ১০ বছরের বিরতি কাটিয়ে গত ১৬ ফেব্রুয়ারি অ্যালবামটি মুক্তি দেন তিনি। ২০২২ সালের আগস্টে শুরু হওয়া অ্যালবামটির রেকর্ড শেষ হয়েছিল গত বছরের ২৯ জুন।
অ্যালবামের নামে গায়িকার ‘দিস ইজ মি...নাউ’ কনসার্ট ট্যুর শুরু হওয়ার কথা আগামী ২৬ জুন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে শুরু হয়ে আগামী ৩১ আগস্ট কনসার্টটি শেষ হওয়ার কথা ছিল। মাঝে কানাডায় কয়েকটি শো রাখা হয়।
ভ্যারাইটির খবর অনুযায়ী, আগামী ২০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠিতব্য সাতটি কনসার্ট কোনো কারণ না দেখিয়েই বাতিল করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ১৭ আগস্ট লোপজের নিজের শহর নিউইয়র্কে শো দিয়ে শেষ হবে কনসার্টটি।
অ্যালবামটি নিয়ে লোপেজের ভক্ত-সমর্থকদের ব্যাপক প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত অ্যালবামটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। গত মাসে বিলবোর্ড হট হান্ড্রেডে অ্যালবামটি ছিল ৩৮ নম্বরে। অনেকে মনে করছেন, অ্যালবামের এমন ব্যর্থতার কারণেই সাতটি কনসার্ট বাতিল করেছেন লোপেজ।
টিকিট বিক্রির কোম্পানি টিকিটমাস্টারে ওয়েবসাইটে এই দিনগুলোর শো’র টিকিট বা কোনো খবর পাওয়া যাচ্ছে না আর। টিকিট কাটতে গেলে দেখা যাচ্ছে শো বাতিল হয়ে গেছে। যারা ইতিমধ্যে টিকিট কেটে ফেলেছিলেন, তাঁদের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত জেনিফার লোপেজের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আরেকটি সূত্র ভ্যারাইটিকে জানিয়েছে, মূলত আয়োজকদের নানা অব্যবস্থার কারণে কনসার্টগুলো বাতিল হয়ে থাকতে পারে। তবে লোপেজ বা তাঁর মুখপাত্র এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। তাই কনসার্ট বাতিল হওয়া নিয়ে ব্যাখ্যাও পাওয়া যায়নি।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১০ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে