বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রমিথিউস ব্যান্ডের বিপ্লব কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন। প্রায় পাঁচ বছর আগে বিপ্লব সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন সেখানে তিনি ট্যাক্সি চালান। নিজের পেশা নিয়ে কোনো সংকোচ নেই তাঁর। সম্প্রতি সেই খবরটি আবার নতুন করে প্রকাশ হয়েছে। আর তাতেই প্রমিথিউস ব্যান্ডের এই শিল্পীর ভক্তরা চিন্তায় পড়েছেন। অনেক শুভাকাঙ্ক্ষী তাঁকে মেসেজ করে খোঁজখবর নিচ্ছেন।
ভক্তদের এমন দুশ্চিন্তা দেখে ফেসবুক লাইভে এসে বিপ্লব জানিয়েছেন নিজের বর্তমান অবস্থা। এখন তিনি ভালো আছেন। গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ঈদ ও বৈশাখ উপলক্ষে নতুন দুটি গান প্রকাশ পাবে তাঁর।
বিপ্লব বলেন, ‘সম্প্রতি আমার অনেক আগের একটা ইন্টারভিউ নতুন করে প্রচার করা হচ্ছে। ফলে, যাঁরা আমাকে ভালোবাসেন তাঁদের অনেকেই চিন্তায় পড়েছেন। অনেকেই আমাকে মেসেজ করছেন। সবাইকে বলতে চাই, আমি ভালো আছি, আপনারা বিচলিত হবেন না। আমি বুঝি আমার প্রতি ভালোবাসা আছে বলেই এ ধরনের খবর দেখে তাঁদের মন খারাপ হয়। আমি কেমন আছি, কেন এই কাজ করছি তাঁরা জানতে চান। অনেকে আবার আমার ট্যাক্সি চালানো নিয়ে খোঁচাও দেন। এতে করে আপনারা মন খারাপ করবেন না। আমি অনেক ভালো আছি।’
দেশ থেকে দূরে থাকলেও গান থেকে দূরে নেই বিপ্লব। নিজের মতো করে চালিয়ে যাচ্ছেন সংগীতচর্চা। সময় ও সুযোগ বুঝে প্রকাশ করেন সেই সব গান। সেই ধারাবাহিকতায় চলছে বিপ্লবের নতুন গানের আয়োজন। ফেসবুক লাইভে জানালেন ঈদ ও বৈশাখ উপলক্ষে দুটি গান নিয়ে আসছেন তিনি।
বিপ্লব বলেন, ‘যাঁরা আমার নতুন গানের অপেক্ষায় আছেন, তাঁরা প্রস্তুত হোন। ঈদে নতুন গান আসছে। গান নিয়ে প্রস্তুতি চলছে। “ভালোবেসে ফেলেছি তোকে ইচ্ছের অধিক” শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীত করেছি আমি। এ ছাড়া বৈশাখ উপলক্ষে আরও একটি গান আসবে।’
প্রমিথিউস ব্যান্ডের বিপ্লব কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন। প্রায় পাঁচ বছর আগে বিপ্লব সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন সেখানে তিনি ট্যাক্সি চালান। নিজের পেশা নিয়ে কোনো সংকোচ নেই তাঁর। সম্প্রতি সেই খবরটি আবার নতুন করে প্রকাশ হয়েছে। আর তাতেই প্রমিথিউস ব্যান্ডের এই শিল্পীর ভক্তরা চিন্তায় পড়েছেন। অনেক শুভাকাঙ্ক্ষী তাঁকে মেসেজ করে খোঁজখবর নিচ্ছেন।
ভক্তদের এমন দুশ্চিন্তা দেখে ফেসবুক লাইভে এসে বিপ্লব জানিয়েছেন নিজের বর্তমান অবস্থা। এখন তিনি ভালো আছেন। গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ঈদ ও বৈশাখ উপলক্ষে নতুন দুটি গান প্রকাশ পাবে তাঁর।
বিপ্লব বলেন, ‘সম্প্রতি আমার অনেক আগের একটা ইন্টারভিউ নতুন করে প্রচার করা হচ্ছে। ফলে, যাঁরা আমাকে ভালোবাসেন তাঁদের অনেকেই চিন্তায় পড়েছেন। অনেকেই আমাকে মেসেজ করছেন। সবাইকে বলতে চাই, আমি ভালো আছি, আপনারা বিচলিত হবেন না। আমি বুঝি আমার প্রতি ভালোবাসা আছে বলেই এ ধরনের খবর দেখে তাঁদের মন খারাপ হয়। আমি কেমন আছি, কেন এই কাজ করছি তাঁরা জানতে চান। অনেকে আবার আমার ট্যাক্সি চালানো নিয়ে খোঁচাও দেন। এতে করে আপনারা মন খারাপ করবেন না। আমি অনেক ভালো আছি।’
দেশ থেকে দূরে থাকলেও গান থেকে দূরে নেই বিপ্লব। নিজের মতো করে চালিয়ে যাচ্ছেন সংগীতচর্চা। সময় ও সুযোগ বুঝে প্রকাশ করেন সেই সব গান। সেই ধারাবাহিকতায় চলছে বিপ্লবের নতুন গানের আয়োজন। ফেসবুক লাইভে জানালেন ঈদ ও বৈশাখ উপলক্ষে দুটি গান নিয়ে আসছেন তিনি।
বিপ্লব বলেন, ‘যাঁরা আমার নতুন গানের অপেক্ষায় আছেন, তাঁরা প্রস্তুত হোন। ঈদে নতুন গান আসছে। গান নিয়ে প্রস্তুতি চলছে। “ভালোবেসে ফেলেছি তোকে ইচ্ছের অধিক” শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীত করেছি আমি। এ ছাড়া বৈশাখ উপলক্ষে আরও একটি গান আসবে।’
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
৩ ঘণ্টা আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
৩ ঘণ্টা আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
৩ ঘণ্টা আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
৩ ঘণ্টা আগে