Ajker Patrika

ইমরানের নতুন গান ‘কে রাখে আমারে’

আপডেট : ০২ মার্চ ২০২২, ২১: ৪১
ইমরানের নতুন গান ‘কে রাখে আমারে’

গত এক দশকে একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন ইমরান মাহমুদুল। গান গাওয়ার পাশাপাশি তাঁর সুর ও সংগীত পরিচালনায় অনেক শিল্পীর গানও পেয়েছে শ্রোতাপ্রিয়তা। এরই ধারাবাহিকতায় এবার তিনি শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন আরো এক নতুন গান। গানটির শিরোনাম ‘কে রাখে আমারে’। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন জিসান খান শুভ। গানটি গাওয়ার পাশাপাশি সঙ্গীতায়োজনও করেছেন ইমরান। ত্রিভুজ প্রেমের গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ‘কে রাখে আমারে’ গানটিতে ইমরানের সঙ্গে ভিডিওতে জুটি বেঁধেছেন সামন্তী সৌমী। আছেন আদর আহমেদও।

‘কে রাখে আমারে’ গানের ভিডিওতে ইমরান ও সামন্তী সৌমীনতুন এই গান প্রসঙ্গে ইমরান বলেন, ‘প্রথমবার জিসানের কথা ও সুরে গান করলাম। খুবই চমৎকার কথা ও সুরের গান ‘কে রাখে আমারে’। ভিডিওটিও খুব ভালো হয়েছে। সব মিলে গানটিতে শ্রোতা-দর্শকরা ভিন্ন কিছু চমক পাবেন।’

‘কে রাখে আমারে’ গানের ভিডিওতে ইমরান ও সামন্তী সৌমীধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ১০ মার্চ বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ‘কে রাখে আমারে’ গানটির ভিডিও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত