একাধিক হলিউড ছবি ও সিরিজে অভিনয় করছেন শিল্পী প্রীতম আহমেদ। গত এক বছরে সনি পিকচার্স, স্কাই টিভি, অ্যাপল টিভি, বিবিসি প্রোডাকশন, ওয়ার্নার ব্রাদার্স, আমাজন ও নেটফ্লিক্স-এর মোট ৫টি ছবি এবং ৮টি সিরিজে কাজ করেছেন এই সংগীতশিল্পী, যার বেশির ভাগই প্রকাশ হতে থাকবে ২০২২ সাল থেকে। কিছু ছবিতে অডিও প্রোডাকশনের কাজ করেছেন, কিছু ছবিতে অভিনয় করেছেন। এরই মধ্যে ব্রিটিশ অ্যাক্টর ও পারফর্মার হিসেবে এনলিস্টেড হয়েছেন।
ব্রিটিশ রাজপরিবার নিয়ে নেটফ্লিক্সের ‘দ্য ক্রাউন’ ছবিতে অভিনয় করেছেন প্রীতম। সেই অভিজ্ঞতা নিয়ে প্রীতম বলেন, ‘এক পর্বে বাংলাদেশ হাইকমিশনারের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি আমি। ঐতিহাসিক প্রেক্ষাপটের এই সিরিজে কাজ করা অবশ্যই গর্বের বিষয়। তা ছাড়া, সনি পিকচার্সের মতো পৃথিবীর প্রথম শ্রেণির প্রযোজনা সংস্থার সঙ্গে কোনো বাংলাদেশি শিল্পীর চুক্তিবদ্ধ হয়ে অভিনয় করাটাও বড় একটি বিষয়। তবে সবচেয়ে ভালো লাগা বিষয়টি হলো, বাংলাদেশের পোশাক ও দেশের নামটি বিশ্বজুড়ে উপস্থাপন করার সুযোগ পেয়েছি।’
প্রীতম এখন ব্যস্ত সনি পিকচার্স প্রযোজিত একটি শিশুতোষ ছবির শুটিংয়ে। বাজেট ৩৬ মিলিয়ন ডলার। ছবির মূল চরিত্রগুলোয় শিশুরাই, অভিভাবক হিসেবে প্রীতমসহ অভিনয় করছেন একাডেমি অ্যাওয়ার্ড উইনার এমা স্টোন, এমা থমসনসহ অনেকে।
হলিউডের আরও কয়েকটি কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রীতম। এই সুযোগগুলো কীভাবে আসছে? এমন প্রশ্নের উত্তরে প্রীতম বলেন, ‘লন্ডনের মিডলসেক্স ইউনিভার্সিটিতে বিএ অনার্স পড়ছি এখন। আমার ইউনিভার্সিটির ফিল্ম ডিপার্টমেন্টের বন্ধুদের মাধ্যমেই ব্রিটিশ ছবির কাস্টিং ডিরেক্টরদের সঙ্গে যোগাযোগ হয়। তাঁরা আমার জন্য উপযুক্ত চরিত্রে অভিনয়ের অডিশনে ডাকেন।’
২০১৬ থেকে নিয়মিত লন্ডনে বসবাস করছেন এই সংগীতশিল্পী। সেখানে সংগীতে উচ্চশিক্ষা নিচ্ছেন। উচ্চশিক্ষা নিয়ে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সংগীতের শিক্ষক হতে চান প্রীতম।
একাধিক হলিউড ছবি ও সিরিজে অভিনয় করছেন শিল্পী প্রীতম আহমেদ। গত এক বছরে সনি পিকচার্স, স্কাই টিভি, অ্যাপল টিভি, বিবিসি প্রোডাকশন, ওয়ার্নার ব্রাদার্স, আমাজন ও নেটফ্লিক্স-এর মোট ৫টি ছবি এবং ৮টি সিরিজে কাজ করেছেন এই সংগীতশিল্পী, যার বেশির ভাগই প্রকাশ হতে থাকবে ২০২২ সাল থেকে। কিছু ছবিতে অডিও প্রোডাকশনের কাজ করেছেন, কিছু ছবিতে অভিনয় করেছেন। এরই মধ্যে ব্রিটিশ অ্যাক্টর ও পারফর্মার হিসেবে এনলিস্টেড হয়েছেন।
ব্রিটিশ রাজপরিবার নিয়ে নেটফ্লিক্সের ‘দ্য ক্রাউন’ ছবিতে অভিনয় করেছেন প্রীতম। সেই অভিজ্ঞতা নিয়ে প্রীতম বলেন, ‘এক পর্বে বাংলাদেশ হাইকমিশনারের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি আমি। ঐতিহাসিক প্রেক্ষাপটের এই সিরিজে কাজ করা অবশ্যই গর্বের বিষয়। তা ছাড়া, সনি পিকচার্সের মতো পৃথিবীর প্রথম শ্রেণির প্রযোজনা সংস্থার সঙ্গে কোনো বাংলাদেশি শিল্পীর চুক্তিবদ্ধ হয়ে অভিনয় করাটাও বড় একটি বিষয়। তবে সবচেয়ে ভালো লাগা বিষয়টি হলো, বাংলাদেশের পোশাক ও দেশের নামটি বিশ্বজুড়ে উপস্থাপন করার সুযোগ পেয়েছি।’
প্রীতম এখন ব্যস্ত সনি পিকচার্স প্রযোজিত একটি শিশুতোষ ছবির শুটিংয়ে। বাজেট ৩৬ মিলিয়ন ডলার। ছবির মূল চরিত্রগুলোয় শিশুরাই, অভিভাবক হিসেবে প্রীতমসহ অভিনয় করছেন একাডেমি অ্যাওয়ার্ড উইনার এমা স্টোন, এমা থমসনসহ অনেকে।
হলিউডের আরও কয়েকটি কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রীতম। এই সুযোগগুলো কীভাবে আসছে? এমন প্রশ্নের উত্তরে প্রীতম বলেন, ‘লন্ডনের মিডলসেক্স ইউনিভার্সিটিতে বিএ অনার্স পড়ছি এখন। আমার ইউনিভার্সিটির ফিল্ম ডিপার্টমেন্টের বন্ধুদের মাধ্যমেই ব্রিটিশ ছবির কাস্টিং ডিরেক্টরদের সঙ্গে যোগাযোগ হয়। তাঁরা আমার জন্য উপযুক্ত চরিত্রে অভিনয়ের অডিশনে ডাকেন।’
২০১৬ থেকে নিয়মিত লন্ডনে বসবাস করছেন এই সংগীতশিল্পী। সেখানে সংগীতে উচ্চশিক্ষা নিচ্ছেন। উচ্চশিক্ষা নিয়ে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সংগীতের শিক্ষক হতে চান প্রীতম।
তিন বছর পর ওয়েব সিরিজ নিয়ে ওটিটিতে ফিরছেন আফরান নিশো। অভিনয় করেছেন ভিকি জাহেদের পরিচালনায় ‘আকা’ সিরিজে। এতে নিশোর সঙ্গী হয়েছেন মাসুমা রহমান নাবিলা।
৮ ঘণ্টা আগে২০১২ সালে অপূর্ব ও পড়শীর সঙ্গে ‘রিদম’ নামের নাটকে অভিনয় করেছিলেন প্রত্যয়। এরপর বিজ্ঞাপন ও গানের মডেল হলেও কোনো নাটকে দেখা যায়নি তাঁকে।
৮ ঘণ্টা আগেইত্যাদির নতুন পর্ব ধারণ করা হয়েছে দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী জনপদ চরফ্যাশনে। মঞ্চ নির্মাণ করা হয়েছে ব্রিটিশ আমলে তৈরি প্রায় শত বছরের প্রাচীন ঐতিহাসিক ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে।
১৩ ঘণ্টা আগেসোমবার দুপুরে ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করে পরিণীতি ও রাঘব জানিয়েছেন, শিগগিরই তাঁদের সংসারে আসছে নতুন অতিথি। এই ঘোষণার পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন হবু মা-বাবা।
১৪ ঘণ্টা আগে