বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলা গান গাইলেন পাকিস্তানের শিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। গানের শিরেনাম ‘তুমি আমার প্রেম পিয়াসা’। গানটিতে তাঁর সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। গানের কথা লিখেছেন গীতিকার কবির বকুল। সুর ও সংগীত আয়োজন করেছেন রাজা কাশেফ।
সম্প্রতি দুবাইয়ের প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিওতে কণ্ঠ দিয়েছেন রাহাত ফাতেহ আলী খান ও রুবাইয়াত জাহান। বিষয়টি নিশ্চিত করেছেন সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ। গানটি প্রকাশ করছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে দ্বৈত গান গাইতে পেরে উচ্ছ্বসিত রুবাইয়াত জাহান। টেলিফোনে তিনি জানান, ‘লন্ডনে রাহাত ফতেহ আলী খানের সঙ্গে দেখা হলে তিনি জানান বাংলা গানের প্রতি তাঁর ভালোবাসার কথা। রাহাত ফতেহ আলী খান নিজেই জানালেন, তিনি বাংলা গান গাইতে চান। তখন রাজা কাশেফ তাঁকে এই গান গাওয়ার প্রস্তাব দিলে তিনি সম্মতি জানান। খুবই আন্তরিকতার সঙ্গে গানটি গেয়েছেন তিনি। ভয়েস রেকর্ডিংয়ের সময় তিনি জানিয়েছেন গানটির কথা, সুর ও সংগীত তাঁর খুব ভালো লেগেছে। তাঁর মতো একজন কিংবদন্তি শিল্পীর সঙ্গে গাইতে পারাটা আমার জীবনের অন্যতম এক অর্জন। আমি আমার গায়কীর সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।’
গানটির আয়োজক, সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ জানিয়েছেন, কিছু দিনের মধ্যেই লন্ডনে গানটির ভিডিও শুটিং করা হবে। এরপর প্রকাশ করা হবে পুরো গানের মিউজিক ভিডিও।
বাংলা গান গাইলেন পাকিস্তানের শিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। গানের শিরেনাম ‘তুমি আমার প্রেম পিয়াসা’। গানটিতে তাঁর সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। গানের কথা লিখেছেন গীতিকার কবির বকুল। সুর ও সংগীত আয়োজন করেছেন রাজা কাশেফ।
সম্প্রতি দুবাইয়ের প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিওতে কণ্ঠ দিয়েছেন রাহাত ফাতেহ আলী খান ও রুবাইয়াত জাহান। বিষয়টি নিশ্চিত করেছেন সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ। গানটি প্রকাশ করছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে দ্বৈত গান গাইতে পেরে উচ্ছ্বসিত রুবাইয়াত জাহান। টেলিফোনে তিনি জানান, ‘লন্ডনে রাহাত ফতেহ আলী খানের সঙ্গে দেখা হলে তিনি জানান বাংলা গানের প্রতি তাঁর ভালোবাসার কথা। রাহাত ফতেহ আলী খান নিজেই জানালেন, তিনি বাংলা গান গাইতে চান। তখন রাজা কাশেফ তাঁকে এই গান গাওয়ার প্রস্তাব দিলে তিনি সম্মতি জানান। খুবই আন্তরিকতার সঙ্গে গানটি গেয়েছেন তিনি। ভয়েস রেকর্ডিংয়ের সময় তিনি জানিয়েছেন গানটির কথা, সুর ও সংগীত তাঁর খুব ভালো লেগেছে। তাঁর মতো একজন কিংবদন্তি শিল্পীর সঙ্গে গাইতে পারাটা আমার জীবনের অন্যতম এক অর্জন। আমি আমার গায়কীর সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।’
গানটির আয়োজক, সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ জানিয়েছেন, কিছু দিনের মধ্যেই লন্ডনে গানটির ভিডিও শুটিং করা হবে। এরপর প্রকাশ করা হবে পুরো গানের মিউজিক ভিডিও।
দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে...
২ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
১১ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
১১ ঘণ্টা আগেসংগীতজীবনের ২৫ বছরে এসে বিদায়ের ঘোষণা দিয়েছেন তাহসান। গত ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান জানান, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। তাহসানের হঠাৎ এমন ঘোষণায় ব্যাপক হইচই পড়ে যায়।
১১ ঘণ্টা আগে