‘মেলোডি কিং’ হিসেবে পরিচিতি কুমার শানু। বলিউডের বহু হিট গানের গায়ক। হিন্দি ছাড়াও গান গেয়েছেন বিভিন্ন ভাষায়। কেদারনাথ ভট্টাচার্য নাম বদলে হয়েছিলেন কুমার শানু। সালটা ১৯৮৭। তারও আগে ১৯৮৫ সালে শিল্পী প্রথম প্লে-ব্যাক করেছিলেন বাংলাদেশে। এত বছর পর কুমার শানু আবারও বাংলাদেশে গান প্রকাশ করছেন।
বাংলাদেশে শিবলি সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ সিনেমার গান ‘তিন কন্যা এক ছবি’ গেয়েছিলেন তিনি। গানটি গাওয়ার কথা ছিল অ্যান্ড্রু কিশোরের। বিশেষ কারণে তাঁকে পাওয়া যায়নি। তখন শিল্পী ঊষা উত্থুপ সংগীত পরিচালক আলম খানকে শানুর কথা বলেন। শানুর গাওয়া গানটি বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়।
বাংলাদেশের প্রতি তাই আলাদা ভালোবাসা কুমার শানুর। কিন্তু ব্যস্ততার কারণেই পরে আর বাংলাদেশের সিনেমায় খুব একটা গান গাইতে পারেননি। শেষ গেয়েছিলেন ২০১৬ সালে, ‘বলছে আকাশ মুখ লুকিয়ে’। সম্প্রতি মুক্তি পাওয়া ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার গানটি এখন মন জয় করেছে সবার। কোভিডসহ নানা কারণে ছবিটি মুক্তি পেতে দেরি হয়েছে।
বাংলাদেশের জন্য আবারও গাইলেন কুমার শানু। তবে সিনেমার গান নয়। এ বার তাঁর গাওয়া একটি গানের ভিডিও অ্যালবাম তৈরি হচ্ছে। তাতে শানু গেয়েছেন ‘চলো আরো এক বার’। গানের কথা ও সুর পল্লব গৌতমের। এম এইচ রিজভির পরিচালনায় গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা মুখার্জি ও রিজভি। কুমার শানুও থাকবেন এই গানের ভিডিওতে। সঙ্গে আছেন শিল্পী স্বয়ং। কোরিওগ্রাফির দায়িত্বে শুভাশীষ। বাংলাদেশের ভিডিও গানটির শুটিং হয়েছে ভারতের মানালিতে।
রিজভী বলেন, ‘শানু দাদা আমার প্রিয় শিল্পী। চেষ্টা করেছি দাদার গলার জাদুকে ভিডিওতে প্রকাশ করার।’ অনুপম মিউজিক থেকে ভিডিও অ্যালবামটি প্রকাশিত হবে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে।
‘মেলোডি কিং’ হিসেবে পরিচিতি কুমার শানু। বলিউডের বহু হিট গানের গায়ক। হিন্দি ছাড়াও গান গেয়েছেন বিভিন্ন ভাষায়। কেদারনাথ ভট্টাচার্য নাম বদলে হয়েছিলেন কুমার শানু। সালটা ১৯৮৭। তারও আগে ১৯৮৫ সালে শিল্পী প্রথম প্লে-ব্যাক করেছিলেন বাংলাদেশে। এত বছর পর কুমার শানু আবারও বাংলাদেশে গান প্রকাশ করছেন।
বাংলাদেশে শিবলি সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ সিনেমার গান ‘তিন কন্যা এক ছবি’ গেয়েছিলেন তিনি। গানটি গাওয়ার কথা ছিল অ্যান্ড্রু কিশোরের। বিশেষ কারণে তাঁকে পাওয়া যায়নি। তখন শিল্পী ঊষা উত্থুপ সংগীত পরিচালক আলম খানকে শানুর কথা বলেন। শানুর গাওয়া গানটি বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়।
বাংলাদেশের প্রতি তাই আলাদা ভালোবাসা কুমার শানুর। কিন্তু ব্যস্ততার কারণেই পরে আর বাংলাদেশের সিনেমায় খুব একটা গান গাইতে পারেননি। শেষ গেয়েছিলেন ২০১৬ সালে, ‘বলছে আকাশ মুখ লুকিয়ে’। সম্প্রতি মুক্তি পাওয়া ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার গানটি এখন মন জয় করেছে সবার। কোভিডসহ নানা কারণে ছবিটি মুক্তি পেতে দেরি হয়েছে।
বাংলাদেশের জন্য আবারও গাইলেন কুমার শানু। তবে সিনেমার গান নয়। এ বার তাঁর গাওয়া একটি গানের ভিডিও অ্যালবাম তৈরি হচ্ছে। তাতে শানু গেয়েছেন ‘চলো আরো এক বার’। গানের কথা ও সুর পল্লব গৌতমের। এম এইচ রিজভির পরিচালনায় গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা মুখার্জি ও রিজভি। কুমার শানুও থাকবেন এই গানের ভিডিওতে। সঙ্গে আছেন শিল্পী স্বয়ং। কোরিওগ্রাফির দায়িত্বে শুভাশীষ। বাংলাদেশের ভিডিও গানটির শুটিং হয়েছে ভারতের মানালিতে।
রিজভী বলেন, ‘শানু দাদা আমার প্রিয় শিল্পী। চেষ্টা করেছি দাদার গলার জাদুকে ভিডিওতে প্রকাশ করার।’ অনুপম মিউজিক থেকে ভিডিও অ্যালবামটি প্রকাশিত হবে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
৩ ঘণ্টা আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
৩ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
৩ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
৩ ঘণ্টা আগে