Ajker Patrika

সুস্থ হয়ে উঠছেন সুমন

সুস্থ হয়ে উঠছেন সুমন

পাঁচ মাস পর দেশে ফিরেছেন অর্থহীন ব্যান্ডের ভোকাল সুমন। ‘বেজবাবা সুমন’ নামেই বেশি পরিচিত তিনি। ক্যানসার আক্রান্ত সুমন চিকিৎসার জন্য ছিলেন ব্যাংককের সামিতিভেজ হাসপাতাল এবং পরে দুবাইয়ের মেডিক্লিনিক হাসপাতালে। গত শুক্রবার ঢাকায় ফিরেছেন বাংলা ব্যান্ডসংগীতের এই তারকা। জানিয়েছেন, এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ তিনি।

সুমন বলেন, ‘পাঁচ মাস পর দেশে ফিরলাম। এত দীর্ঘ সময় আমি কখনো দেশের বাইরে থাকিনি। আমি এখন আগের চেয়ে অনেক সুস্থ। স্পাইনের ব্যথা অনেক কম। আগে দু-তিন মিনিটের বেশি বসে থাকতে পারতাম না। এখন প্রতিদিন দু-তিন কিলোমিটার হাঁটাহাঁটি করতে পারি।’

কয়েক বছর আগে চিকিৎসকেরা তাঁর শরীরে দুটি টিউমারের অস্তিত্ব পান। পরে জানা যায়, ক্যানসারে আক্রান্ত তিনি। চিকিৎসা নিয়ে তখন সুস্থ হয়ে উঠেছিলেন সুমন। ২০০৭ সালে ঘটে যায় আরেক দুর্ঘটনা। ব্যাংককের একটি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। ওই সময় স্পাইনাল কর্ডের ক্ষতি হয় তাঁর।

চিকিৎসকেরা পরামর্শ দেন জার্মানিতে চিকিৎসা নেওয়ার। কিন্তু লকডাউনের কারণে যেতে পারেননি। সুমন জানান, এখনো তাঁর স্পাইনের সার্জারি লাগবে, কিন্তু সেটা আগামী এক বছরের মধ্যে করলেও চলবে। তাই দুবাইয়ের হাসপাতাল থেকে দেশে ফেরার ছাড়পত্র পেয়েছেন।

সুমন বলেন, ‘এবার শুধু ওষুধ  এবং ফিজিওথেরাপি নিতে হয়েছে। আবারও একবার ফুসফুসের সংক্রমণ হয়েছিল। সব মিলে পরিস্থিতি জটিল ছিল। এখন ভালো বোধ করায় চলে এসেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার দুঃসময়ে পাশে থাকার জন্য, আমার ওপর বিশ্বাস রাখার জন্য। পুরো পৃথিবী এখন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সবাই নিজের দিকে খেয়াল রাখুন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত