বিনোদন প্রতিবেদক
শিল্পী আসিফ আকবরের নতুন গান মুক্তি পেল। শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ‘তুমি ছাড়া আমি একা’ শিরোনামে গানটি রিলিজ করা হয়। গানটির কথা ও সুর ইথুন বাবুর। এ গানে আসিফের সহশিল্পী শাহরিয়া লিপি। নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক।
রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় গানটির মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
গানটির গীতিকার ও সুরকার ইথুন বাবু বলেন, ‘আসিফ বাংলা গানের জগতে একটি বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধি অথচ তাঁর সঙ্গে আমার খুব বেশি কাজ করা হয়নি। শাহরিয়া লিপিও একজন চমৎকার শিল্পী। আমার বিশ্বাস, তুমি ছাড়া আমি একা গানটিতে শ্রোতারা বিমোহিত হবেন।’
সহশিল্পী শাহরিয়া লিপির ভূয়সী প্রশংসা করে আসিফ আকবর বলেন, ‘শাহরিয়া লিপি একজন চমৎকার শিল্পী। তাঁর কণ্ঠের কারুকাজে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। তাঁর মতো শিল্পী এতোদিন গান থেকে দূরে ছিলেন, বিষয়টি আমি মেলাতে পারিনি। গানটি শ্রোতাপ্রিয়তা পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
নতুন কুঁড়ি বিজয়ী শিল্পী শাহরিয়া লিপি। এতো দিন পর হঠাৎ গানের জগতে আসার কারণ জানতে চাইলে শাহরিয়া লিপি বলেন, ‘আসিফের সঙ্গে ডুয়েট গাওয়ার স্বপ্ন আমার দীর্ঘ দিনের। সেটি ইথুন বাবু পূরণ করে দিয়েছেন। রোম্যান্টিক ও মেলোডি ধারার গানের প্রতি টান মানুষের চিরকালের। তুমি ছাড়া আমি একা গানটি তেমনই।’
শিল্পী আসিফ আকবরের নতুন গান মুক্তি পেল। শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ‘তুমি ছাড়া আমি একা’ শিরোনামে গানটি রিলিজ করা হয়। গানটির কথা ও সুর ইথুন বাবুর। এ গানে আসিফের সহশিল্পী শাহরিয়া লিপি। নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক।
রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় গানটির মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
গানটির গীতিকার ও সুরকার ইথুন বাবু বলেন, ‘আসিফ বাংলা গানের জগতে একটি বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধি অথচ তাঁর সঙ্গে আমার খুব বেশি কাজ করা হয়নি। শাহরিয়া লিপিও একজন চমৎকার শিল্পী। আমার বিশ্বাস, তুমি ছাড়া আমি একা গানটিতে শ্রোতারা বিমোহিত হবেন।’
সহশিল্পী শাহরিয়া লিপির ভূয়সী প্রশংসা করে আসিফ আকবর বলেন, ‘শাহরিয়া লিপি একজন চমৎকার শিল্পী। তাঁর কণ্ঠের কারুকাজে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। তাঁর মতো শিল্পী এতোদিন গান থেকে দূরে ছিলেন, বিষয়টি আমি মেলাতে পারিনি। গানটি শ্রোতাপ্রিয়তা পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
নতুন কুঁড়ি বিজয়ী শিল্পী শাহরিয়া লিপি। এতো দিন পর হঠাৎ গানের জগতে আসার কারণ জানতে চাইলে শাহরিয়া লিপি বলেন, ‘আসিফের সঙ্গে ডুয়েট গাওয়ার স্বপ্ন আমার দীর্ঘ দিনের। সেটি ইথুন বাবু পূরণ করে দিয়েছেন। রোম্যান্টিক ও মেলোডি ধারার গানের প্রতি টান মানুষের চিরকালের। তুমি ছাড়া আমি একা গানটি তেমনই।’
প্রখ্যাত বলিউড প্লেব্যাক শিল্পী ও অসমিয়া গায়ক জুবিন গার্গ মারা গেছেন। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। ৫২ বছর বয়সী এই শিল্পী নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানে তাঁর ২০ ও ২১ সেপ্টেম্বর সংগীত পরিবেশনার কথা ছিল।
২ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার একটি আদালত একটি ভার্চুয়াল কে-পপ বয়ব্যান্ডের সদস্যদের মানহানি করার জন্য এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে ৩৬০ মার্কিন ডলার (৫ লাখ ওয়ান) জরিমানা করেছেন।
৭ ঘণ্টা আগেকয়েক বছর ধরে নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন মেহজাবীন চৌধুরী। মনোযোগ দিয়েছেন ওটিটি ও সিনেমায়। ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে গত বছর ডিসেম্বরে বড় পর্দায় অভিষেক হয়েছে তাঁর। প্রিয় মালতী মেহজাবীনের মুক্তি পাওয়া প্রথম সিনেমা হলেও তিনি প্রথম অভিনয় করেছিলেন ‘সাবা’ সিনেমায়।
৯ ঘণ্টা আগেনির্মাণের পর থেকে বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘ফেরেশতে’ ও ‘বাড়ির নাম শাহানা’। এবার দেশের দর্শকদের দেখার পালা। আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা দুটি। এ ছাড়া গত মঙ্গলবার থেকে সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে জাপানি অ্যানিমে ‘ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল’।
১১ ঘণ্টা আগে