Ajker Patrika

মুক্তি পেল আসিফের নতুন গান ‘তুমি ছাড়া আমি একা’

বিনোদন প্রতিবেদক
আপডেট : ০১ মে ২০২২, ০২: ৩৪
মুক্তি পেল আসিফের নতুন গান ‘তুমি ছাড়া আমি একা’

শিল্পী আসিফ আকবরের নতুন গান মুক্তি পেল। শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ‘তুমি ছাড়া আমি একা’ শিরোনামে গানটি রিলিজ করা হয়। গানটির কথা ও সুর ইথুন বাবুর। এ গানে আসিফের সহশিল্পী শাহরিয়া লিপি। নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক। 

রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় গানটির মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। 

গানটির গীতিকার ও সুরকার ইথুন বাবু বলেন, ‘আসিফ বাংলা গানের জগতে একটি বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধি অথচ তাঁর সঙ্গে আমার খুব বেশি কাজ করা হয়নি। শাহরিয়া লিপিও একজন চমৎকার শিল্পী। আমার বিশ্বাস, তুমি ছাড়া আমি একা গানটিতে শ্রোতারা বিমোহিত হবেন।’ 

সহশিল্পী শাহরিয়া লিপির ভূয়সী প্রশংসা করে আসিফ আকবর বলেন, ‘শাহরিয়া লিপি একজন চমৎকার শিল্পী। তাঁর কণ্ঠের কারুকাজে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। তাঁর মতো শিল্পী এতোদিন গান থেকে দূরে ছিলেন, বিষয়টি আমি মেলাতে পারিনি। গানটি শ্রোতাপ্রিয়তা পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’ 

নতুন কুঁড়ি বিজয়ী শিল্পী শাহরিয়া লিপি। এতো দিন পর হঠাৎ গানের জগতে আসার কারণ জানতে চাইলে শাহরিয়া লিপি বলেন,  ‘আসিফের সঙ্গে ডুয়েট গাওয়ার স্বপ্ন আমার দীর্ঘ দিনের। সেটি ইথুন বাবু পূরণ করে দিয়েছেন। রোম্যান্টিক ও মেলোডি ধারার গানের প্রতি টান মানুষের চিরকালের। তুমি ছাড়া আমি একা গানটি তেমনই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফেরত চান ট্রাম্প, লক্ষ্য চীনের পারমাণবিক স্থাপনা

সেনা আশ্রয় ছেড়ে ভাড়া বাড়িতে নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী

স্ত্রী পুরুষ নন—আদালতে প্রমাণ করতে হবে মাখোঁকে

দায়িত্বে অবহেলায় নির্বাচন কর্মকর্তাদের শাস্তি বাড়ছে

জুলাই সনদ বাস্তবায়ন: গণভোটের সময়-প্রশ্ন নিয়ে দলগুলোর মধ্যে মতভেদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত