বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রথমবারের মতো উর্দু গান গাইলেন সংগীতশিল্পী সিঁথি সাহা। ‘দো পিয়াসি দিল’ শিরোনামের গানটিতে সিঁথির সঙ্গে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানের শাফকাত আমানত আলী। আসিফ মাহমুদের নির্দেশনায় গানের ভিডিওতেও দেখা গেছে শাফকাত ও সিঁথিকে। গানটি উৎসর্গ করা হয়েছে পাকিস্তানি গজলশিল্পী মেহেদি হাসান, সংগীত পরিচালক রবিন ঘোষ ও সংগীতশিল্পী মেহনাজকে।
সোশ্যাল মিডিয়ায় নতুন এই গান শেয়ার করে সিঁথি সাহা লেখেন, ‘শাফকাত আমানত আলীর সঙ্গে আমার প্রথম উর্দু গান। এই গানের অংশ হতে পেরে আমি অত্যন্ত ভাগ্যবান এবং সম্মানিত বোধ করছি। শাফকাতজির একজন ভক্ত হিসেবে এটি আমার জন্য একটি বিরাট সুযোগ। গানটি উৎসর্গ করা হয়েছে পাকিস্তানের মিউজিক ইন্ডাস্ট্রির তিন কিংবদন্তিকে।’
বলিউডেও অনেক গান করেছেন পাকিস্তানের শাফকাত আমানত আলী। গেয়েছেন ‘কাভি আলবিদা না কেহেনা’, ‘রাজ থ্রি’, ‘জান্নাত টু’, ‘রাওয়ান’, ‘মার্ডার থ্রি’সহ অনেক জনপ্রিয় সিনেমায়।
উর্দু গানে প্রথম হলেও এর আগে শাফকাত আমানত আলীর সঙ্গে বাংলা গানে কণ্ঠ দিয়েছিলেন সিঁথি সাহা। ২০২১ সালে প্রকাশ হয়েছিল ‘রাতজাগা পাখি’ শিরোনামে তাঁদের দ্বৈতকণ্ঠের গানটি। সেই গানের ভিডিওতে সিঁথির সঙ্গে মডেল হয়েছিলেন এ বি এম সুমন। শাফকাত আমানত আলীর সঙ্গে সিঁথির পরিচয় তারও দুই বছর আগে। সে সময় সিঁথি জানান, ২০১৯ সালে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টে গায়ক শাফকাত আমানত আলীর পারফরম্যান্সের সময় মঞ্চের সামনে দর্শক আসনে বসে কণ্ঠ মেলাচ্ছিলেন তিনি। একপর্যায়ে শাফকাতের নজরে আসেন সিঁথি। তাঁকে মঞ্চে ডেকে নেন শিল্পী। দুজন মিলে একসঙ্গে গান ধরেন। এরপরেই গান নিয়ে আলোচনা হয় দুজনের। পরিকল্পনা করেন একসঙ্গে গান করার।
চলতি বছর শুরুর দিকে বলিউডের সেলিম মার্চেন্টের সঙ্গে গান গেয়েছেন সিঁথি। গত ফেব্রুয়ারিতে প্রকাশ পেয়েছিল ‘বৃষ্টি বিলাস’ শিরোনামের গানটি। এটি ছিল সেলিম মার্চেন্টের গাওয়া প্রথম বাংলা গান। সোমেশ্বর অলির লেখা ও সাজিদ সরকারের সুর-সংগীতায়োজনে তৈরি হয়েছিল বৃষ্টি বিলাস।
প্রথমবারের মতো উর্দু গান গাইলেন সংগীতশিল্পী সিঁথি সাহা। ‘দো পিয়াসি দিল’ শিরোনামের গানটিতে সিঁথির সঙ্গে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানের শাফকাত আমানত আলী। আসিফ মাহমুদের নির্দেশনায় গানের ভিডিওতেও দেখা গেছে শাফকাত ও সিঁথিকে। গানটি উৎসর্গ করা হয়েছে পাকিস্তানি গজলশিল্পী মেহেদি হাসান, সংগীত পরিচালক রবিন ঘোষ ও সংগীতশিল্পী মেহনাজকে।
সোশ্যাল মিডিয়ায় নতুন এই গান শেয়ার করে সিঁথি সাহা লেখেন, ‘শাফকাত আমানত আলীর সঙ্গে আমার প্রথম উর্দু গান। এই গানের অংশ হতে পেরে আমি অত্যন্ত ভাগ্যবান এবং সম্মানিত বোধ করছি। শাফকাতজির একজন ভক্ত হিসেবে এটি আমার জন্য একটি বিরাট সুযোগ। গানটি উৎসর্গ করা হয়েছে পাকিস্তানের মিউজিক ইন্ডাস্ট্রির তিন কিংবদন্তিকে।’
বলিউডেও অনেক গান করেছেন পাকিস্তানের শাফকাত আমানত আলী। গেয়েছেন ‘কাভি আলবিদা না কেহেনা’, ‘রাজ থ্রি’, ‘জান্নাত টু’, ‘রাওয়ান’, ‘মার্ডার থ্রি’সহ অনেক জনপ্রিয় সিনেমায়।
উর্দু গানে প্রথম হলেও এর আগে শাফকাত আমানত আলীর সঙ্গে বাংলা গানে কণ্ঠ দিয়েছিলেন সিঁথি সাহা। ২০২১ সালে প্রকাশ হয়েছিল ‘রাতজাগা পাখি’ শিরোনামে তাঁদের দ্বৈতকণ্ঠের গানটি। সেই গানের ভিডিওতে সিঁথির সঙ্গে মডেল হয়েছিলেন এ বি এম সুমন। শাফকাত আমানত আলীর সঙ্গে সিঁথির পরিচয় তারও দুই বছর আগে। সে সময় সিঁথি জানান, ২০১৯ সালে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টে গায়ক শাফকাত আমানত আলীর পারফরম্যান্সের সময় মঞ্চের সামনে দর্শক আসনে বসে কণ্ঠ মেলাচ্ছিলেন তিনি। একপর্যায়ে শাফকাতের নজরে আসেন সিঁথি। তাঁকে মঞ্চে ডেকে নেন শিল্পী। দুজন মিলে একসঙ্গে গান ধরেন। এরপরেই গান নিয়ে আলোচনা হয় দুজনের। পরিকল্পনা করেন একসঙ্গে গান করার।
চলতি বছর শুরুর দিকে বলিউডের সেলিম মার্চেন্টের সঙ্গে গান গেয়েছেন সিঁথি। গত ফেব্রুয়ারিতে প্রকাশ পেয়েছিল ‘বৃষ্টি বিলাস’ শিরোনামের গানটি। এটি ছিল সেলিম মার্চেন্টের গাওয়া প্রথম বাংলা গান। সোমেশ্বর অলির লেখা ও সাজিদ সরকারের সুর-সংগীতায়োজনে তৈরি হয়েছিল বৃষ্টি বিলাস।
দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে...
২ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
১১ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
১১ ঘণ্টা আগেসংগীতজীবনের ২৫ বছরে এসে বিদায়ের ঘোষণা দিয়েছেন তাহসান। গত ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান জানান, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। তাহসানের হঠাৎ এমন ঘোষণায় ব্যাপক হইচই পড়ে যায়।
১১ ঘণ্টা আগে