ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলের ১৪ নম্বর সিজনের ট্রফি উঠেছে কানপুরের বৈভব গুপ্তের হাতে। তিন মাসের বেশি দীর্ঘ সফর শেষে গতকাল রোববার চ্যাম্পিয়নের নাম ঘোষণা করা হয়। ইন্ডিয়ান আইডলের ট্রফির সঙ্গে ২৫ লাখ টাকা ও একটি মারুতি সুজুকি ব্রেজা গাড়ি উপহার হিসেবে পেয়েছেন বৈভব।
গতকাল রোববার গ্র্যান্ড ফিনালেতে টপ সিক্সকে নিয়ে শুরু হয় অনুষ্ঠান। টপ সিক্সে ছিলেন ফরিদাবাদের আদ্য মিশ্র, কলকাতার অনন্যা পাল ও শুভদীপ দাস চৌধুরী, বেঙ্গালুরুর অঞ্জনা পদ্মনাভন, কানপুরের বৈভব গুপ্ত, রাজস্থানের পীযুশ পানওয়ার-এর। সবাইকে হারিয়ে শিরোপা জেতেন কানপুরের বৈভব।
ট্রফি জেতার পর বৈভব জানান, এ ট্রফি জেতা তাঁর কাছে স্বপ্নের চেয়েও বেশি। প্রয়াত মা-কে স্মরণ করেন তিনি। তিনি বলেন, ‘আসলে আমি এত দূর আসতে পারব ভাবিনি। তবে যখন এসেছি একদিন আমার সেই স্বপ্নও পূরণ হবে বলে আসা রাখি।’
এবারের সিজনে বিচারকের দায়িত্বে ছিলেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি ও কুমার শানু। অনুষ্ঠানে ‘পরম সুন্দরী’, ‘ঘর মোরে পরদেশিয়া’ গেয়েছেন শ্রেয়া। সোনু নিগামের সঙ্গে ডুয়েটে শ্রেয়া গেয়েছেন ‘পিয়া বোলে’, ‘তু বাস দে দে মেরা সাথ’। কুমার শানু গেয়েছেন ‘পাগল মজনু দিওয়ানা, ’ ‘দেখা তেরে মাস্ত নিগাহে’র মতো গান।
ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলের ১৪ নম্বর সিজনের ট্রফি উঠেছে কানপুরের বৈভব গুপ্তের হাতে। তিন মাসের বেশি দীর্ঘ সফর শেষে গতকাল রোববার চ্যাম্পিয়নের নাম ঘোষণা করা হয়। ইন্ডিয়ান আইডলের ট্রফির সঙ্গে ২৫ লাখ টাকা ও একটি মারুতি সুজুকি ব্রেজা গাড়ি উপহার হিসেবে পেয়েছেন বৈভব।
গতকাল রোববার গ্র্যান্ড ফিনালেতে টপ সিক্সকে নিয়ে শুরু হয় অনুষ্ঠান। টপ সিক্সে ছিলেন ফরিদাবাদের আদ্য মিশ্র, কলকাতার অনন্যা পাল ও শুভদীপ দাস চৌধুরী, বেঙ্গালুরুর অঞ্জনা পদ্মনাভন, কানপুরের বৈভব গুপ্ত, রাজস্থানের পীযুশ পানওয়ার-এর। সবাইকে হারিয়ে শিরোপা জেতেন কানপুরের বৈভব।
ট্রফি জেতার পর বৈভব জানান, এ ট্রফি জেতা তাঁর কাছে স্বপ্নের চেয়েও বেশি। প্রয়াত মা-কে স্মরণ করেন তিনি। তিনি বলেন, ‘আসলে আমি এত দূর আসতে পারব ভাবিনি। তবে যখন এসেছি একদিন আমার সেই স্বপ্নও পূরণ হবে বলে আসা রাখি।’
এবারের সিজনে বিচারকের দায়িত্বে ছিলেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি ও কুমার শানু। অনুষ্ঠানে ‘পরম সুন্দরী’, ‘ঘর মোরে পরদেশিয়া’ গেয়েছেন শ্রেয়া। সোনু নিগামের সঙ্গে ডুয়েটে শ্রেয়া গেয়েছেন ‘পিয়া বোলে’, ‘তু বাস দে দে মেরা সাথ’। কুমার শানু গেয়েছেন ‘পাগল মজনু দিওয়ানা, ’ ‘দেখা তেরে মাস্ত নিগাহে’র মতো গান।
স্বপ্নের নায়ককে কাছে পেয়ে দিব্য আমির খানের সঙ্গে কথা বলেছেন, পরিচয় দিয়েছেন বাংলাদেশি অভিনেতা হিসেবে। আরও জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তাঁর কাজের কথা।
৩ ঘণ্টা আগেবলিউড সুপারস্টার আমির খানের কাছে ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি বিশ্বাস করেন, সব ধর্মই মানুষকে একই গন্তব্যের দিকে ধাবিত করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘জয় জওয়ান’-এ এ কথা বলেছেন আমির খান।
৪ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া ছোট দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’। বানিয়েছেন সোহেল রহমান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্র।
৮ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে