বিনোদন প্রতিবেদক, ঢাকা
দুই বছর পর নতুন গান উপহার দিলেন সংগীতশিল্পী সাব্বির নাসির। গানের শিরোনাম ‘আমি যারে ভালোবাসি’। জিসান খান শুভর কথা ও কম্পোজিশনে নতুন এ গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন বিবেক মজুমদার। গানের রেকর্ড ও মিক্সিং করেছেন সালমান জাইম। এআই ভার্সনে গানের ভিডিও বানিয়েছেন আজম বাবু ও রিপন নাগ। সাব্বির নাসিরের ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে নতুন এই গান।
নতুন গান নিয়ে সাব্বির নাসির বলেন, ‘দুই বছর পর নতুন গান প্রকাশ পেল। জিসান খান শুভর লেখা ও কম্পোজিশনে বিবেক মজুমদার মিউজিক অ্যারেজমেন্ট করেছেন। তাঁদের সঙ্গে দারুণ কাজ করেছেন সালমান জাইম। প্রকাশের পর থেকে শ্রোতারা খুব ভালোভাবে গ্রহণ করেছেন। অনেক প্রশংসা পাচ্ছি।’
মাঝে দুই বছর বিরতির প্রসঙ্গে সাব্বির নাসির বলেন, ‘দুই বছর পর নতুন গান প্রকাশ হয়েছে; কারণ, মিউজিক ভিডিও করার টাকা ছিল না। আজম বাবু গানটি শোনার পর মুগ্ধ হয়ে এআই মিউজিক ভিডিও করে দেন। সেটা সবাই পছন্দ করছেন।’
জিসান খান শুভ বলেন, ‘গানটি আমার ভীষণ প্রিয়। সুরটা আগে করা ছিল। ২০-২৫ দিন সময় নিয়ে পুরো গানটি শেষ করি। সাব্বির নাসির ভাইকে গানের সুরটি শোনানোর পর উনি পছন্দ করেন। অনেক দিন পর গানটি রিলিজ হওয়ায় আমি ভীষণ আনন্দিত। আশা করছি সবার ভালো লাগবে।’
মিউজিক ভিডিও নির্মাতা আজম বাবু বলেন, ‘১৯৯৮-২০০০ সালের পর নতুন কোনো গানের ভিডিও নির্মাণ করলাম। অনেক সময় নিয়ে গ্রাফিকস অ্যানিমেশনের মাধ্যমে গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। এ গানের ভিডিওটির জন্য তিন হাজারের মতো ছবি বানানো হয়। সেখান থেকে বাছাই করে ছবি নিয়ে তৈরি হয়েছে ভিডিও।’
দুই বছর পর নতুন গান উপহার দিলেন সংগীতশিল্পী সাব্বির নাসির। গানের শিরোনাম ‘আমি যারে ভালোবাসি’। জিসান খান শুভর কথা ও কম্পোজিশনে নতুন এ গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন বিবেক মজুমদার। গানের রেকর্ড ও মিক্সিং করেছেন সালমান জাইম। এআই ভার্সনে গানের ভিডিও বানিয়েছেন আজম বাবু ও রিপন নাগ। সাব্বির নাসিরের ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে নতুন এই গান।
নতুন গান নিয়ে সাব্বির নাসির বলেন, ‘দুই বছর পর নতুন গান প্রকাশ পেল। জিসান খান শুভর লেখা ও কম্পোজিশনে বিবেক মজুমদার মিউজিক অ্যারেজমেন্ট করেছেন। তাঁদের সঙ্গে দারুণ কাজ করেছেন সালমান জাইম। প্রকাশের পর থেকে শ্রোতারা খুব ভালোভাবে গ্রহণ করেছেন। অনেক প্রশংসা পাচ্ছি।’
মাঝে দুই বছর বিরতির প্রসঙ্গে সাব্বির নাসির বলেন, ‘দুই বছর পর নতুন গান প্রকাশ হয়েছে; কারণ, মিউজিক ভিডিও করার টাকা ছিল না। আজম বাবু গানটি শোনার পর মুগ্ধ হয়ে এআই মিউজিক ভিডিও করে দেন। সেটা সবাই পছন্দ করছেন।’
জিসান খান শুভ বলেন, ‘গানটি আমার ভীষণ প্রিয়। সুরটা আগে করা ছিল। ২০-২৫ দিন সময় নিয়ে পুরো গানটি শেষ করি। সাব্বির নাসির ভাইকে গানের সুরটি শোনানোর পর উনি পছন্দ করেন। অনেক দিন পর গানটি রিলিজ হওয়ায় আমি ভীষণ আনন্দিত। আশা করছি সবার ভালো লাগবে।’
মিউজিক ভিডিও নির্মাতা আজম বাবু বলেন, ‘১৯৯৮-২০০০ সালের পর নতুন কোনো গানের ভিডিও নির্মাণ করলাম। অনেক সময় নিয়ে গ্রাফিকস অ্যানিমেশনের মাধ্যমে গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। এ গানের ভিডিওটির জন্য তিন হাজারের মতো ছবি বানানো হয়। সেখান থেকে বাছাই করে ছবি নিয়ে তৈরি হয়েছে ভিডিও।’
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১০ ঘণ্টা আগে