দেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়ের বিশেষ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হলো কলকাতায়। কলকাতার লেক ক্লাবে গত ১৪ এপ্রিল চৈত্র সংক্রান্তির রাতে কলকাতার লেক ক্লাব ও প্রাইম এন্টারটেইনমেন্টের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূলশিল্পী হিসেবে সংগীত পরিবেশনা করেন সংগীতশিল্পী অণিমা রায়।
অনুষ্ঠানে অণিমা রায়ের পরিবেশনায় ছিল চোখের আলোয় দেখেছিলেম, দাঁড়িয়ে আছ তুমি আমার, চোক্ষে আমার তৃষ্ণা, তুমি রবে নীরবে, মাঝে মাঝে তব দেখা পাই’সহ পঞ্চ গীতিকবির একাধিক গান।
কলকাতায় এই বিশেষ সংগীতানুষ্ঠান প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘পাশের দেশ, রবীন্দ্রনাথের দেশ আর সবচেয়ে বড় কথা দুই-বাংলার ভাষা সংস্কৃতি একেবারেই এক। এর আগে এখানকার তারা মিউজিক চ্যানেলসহ একাধিক চ্যানেলে পারফর্ম করা হয়েছে। কিন্তু করোনাসহ নানান কারণেই কলকাতার দর্শকদের খুব মিস করেছি দীর্ঘদিন। অবশেষে আয়োজকেরা যখন এই অনুষ্ঠানের প্রস্তাব দেয়, তখনই রাজি হয়। আয়োজক ও কলকাতার সকল দর্শক শ্রোতাদের প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা।’
অনুষ্ঠানের আয়োজনে ছিলেন তন্ময় কর ও সুরঞ্জনা বিড়লা। অনুষ্ঠান প্রসঙ্গে কলকাতার বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুরঞ্জনা বিড়লা বলেন, ‘অণিমার গানের ভক্ত কলকাতায় অনেক। কিন্তু সরাসরি অনুষ্ঠানের কোনো আয়োজন হয়নি বলে তা বোঝা যেত না। লেক ক্লাবে প্রাইমের আয়োজনে এই অনুষ্ঠানটিতে একাধিক দর্শক অণিমার গান শুনে মুগ্ধতা প্রকাশ করলেন। আমরা নিয়মিত একাধিক অনুষ্ঠানে অণিমার গান নিয়ে কিছু পরিকল্পনা করছি।’
অনুষ্ঠানের অণিমার গান পরিবেশনার পরে সারেগামাপা’র প্রতিযোগী শিল্পী আরিফিন রানা পারফর্ম করেন।
এদিকে পয়লা বৈশাখ ও ঈদ উপলক্ষে অণিমা তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নতুন একটি গান প্রকাশ করেন। গানটি রবীন্দ্রনাথের বিখ্যাত একটি গান ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’। গানটি প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘গত কয়েক বছর ধরে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করেই নতুন গান প্রকাশ করছি। সেই ধারাবাহিকতায় এবারেও এমন নিবেদন রইল। আশা করি গানটি সকলের ভালো লাগবে।’
দেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়ের বিশেষ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হলো কলকাতায়। কলকাতার লেক ক্লাবে গত ১৪ এপ্রিল চৈত্র সংক্রান্তির রাতে কলকাতার লেক ক্লাব ও প্রাইম এন্টারটেইনমেন্টের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূলশিল্পী হিসেবে সংগীত পরিবেশনা করেন সংগীতশিল্পী অণিমা রায়।
অনুষ্ঠানে অণিমা রায়ের পরিবেশনায় ছিল চোখের আলোয় দেখেছিলেম, দাঁড়িয়ে আছ তুমি আমার, চোক্ষে আমার তৃষ্ণা, তুমি রবে নীরবে, মাঝে মাঝে তব দেখা পাই’সহ পঞ্চ গীতিকবির একাধিক গান।
কলকাতায় এই বিশেষ সংগীতানুষ্ঠান প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘পাশের দেশ, রবীন্দ্রনাথের দেশ আর সবচেয়ে বড় কথা দুই-বাংলার ভাষা সংস্কৃতি একেবারেই এক। এর আগে এখানকার তারা মিউজিক চ্যানেলসহ একাধিক চ্যানেলে পারফর্ম করা হয়েছে। কিন্তু করোনাসহ নানান কারণেই কলকাতার দর্শকদের খুব মিস করেছি দীর্ঘদিন। অবশেষে আয়োজকেরা যখন এই অনুষ্ঠানের প্রস্তাব দেয়, তখনই রাজি হয়। আয়োজক ও কলকাতার সকল দর্শক শ্রোতাদের প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা।’
অনুষ্ঠানের আয়োজনে ছিলেন তন্ময় কর ও সুরঞ্জনা বিড়লা। অনুষ্ঠান প্রসঙ্গে কলকাতার বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুরঞ্জনা বিড়লা বলেন, ‘অণিমার গানের ভক্ত কলকাতায় অনেক। কিন্তু সরাসরি অনুষ্ঠানের কোনো আয়োজন হয়নি বলে তা বোঝা যেত না। লেক ক্লাবে প্রাইমের আয়োজনে এই অনুষ্ঠানটিতে একাধিক দর্শক অণিমার গান শুনে মুগ্ধতা প্রকাশ করলেন। আমরা নিয়মিত একাধিক অনুষ্ঠানে অণিমার গান নিয়ে কিছু পরিকল্পনা করছি।’
অনুষ্ঠানের অণিমার গান পরিবেশনার পরে সারেগামাপা’র প্রতিযোগী শিল্পী আরিফিন রানা পারফর্ম করেন।
এদিকে পয়লা বৈশাখ ও ঈদ উপলক্ষে অণিমা তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নতুন একটি গান প্রকাশ করেন। গানটি রবীন্দ্রনাথের বিখ্যাত একটি গান ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’। গানটি প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘গত কয়েক বছর ধরে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করেই নতুন গান প্রকাশ করছি। সেই ধারাবাহিকতায় এবারেও এমন নিবেদন রইল। আশা করি গানটি সকলের ভালো লাগবে।’
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১০ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে