যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বাজিমাত করেছে ভারত। আবারও গ্র্যামি জিতলেন উপমহাদেশের প্রখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন, তাঁর সঙ্গে গ্র্যামি জিতেছেন শঙ্কর মহাদেবন ও রাকেশ চৌরাসিয়া। ওস্তাদ জাকির হোসেন এবার তিনটি গ্র্যামি জিতেছেন, আর দুটি গ্র্যামি জিতেছেন ভারতীয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়া।
গ্র্যামির মঞ্চে ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ বিভাগে পুরস্কার জিতেছে ভারতীয় ব্যান্ড শক্তির অ্যালবাম ‘দিস মোমেন্ট’। এই ব্যান্ডের সঙ্গে যুক্ত আছেন ভারতের চার সংগীতশিল্পী। শঙ্কর মহাদেবন থেকে ওস্তাদ জাকির হোসেন এই ব্যান্ডের সদস্য। ‘শক্তি’ ব্যান্ডের কণ্ঠশিল্পী হলেন শঙ্কর মহাদেবন। তবলাবাদক হিসেবে রয়েছেন ওস্তাদ জাকির হোসেন। বেহালায় গণেশ রাজাগোপালন এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ।
২০২৩ সালের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি গান রয়েছে এই অ্যালবামে। মনোনয়নের তালিকায় ছিলেন সুজানা বাকা, বোকান্তে, ডেভিডো এবং বার্না বয়ের মতো সংগীতশিল্পীরাও।
গ্র্যামি জেতার পর মঞ্চে দাঁড়িয়েই শঙ্কর জানান, এই পুরস্কার তিনি তাঁর স্ত্রীকে উৎসর্গ করলেন। পরিবার এবং বন্ধুবান্ধবদের ধন্যবাদ জানিয়ে গ্র্যামির মঞ্চে তিনি বলেন, ‘সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। আমার সহকারী সংগীতশিল্পী পরিবার, বন্ধুবান্ধব সকলকে ধন্যবাদ। ভারতের জন্য আমরা গর্ববোধ করি। সব শেষে আমি একটা কথাই বলব। এই পুরস্কার আমার স্ত্রীর প্রাপ্য। আমার সংগীতের, আমার সৃষ্টির প্রতিটি সুর ওকে অর্পণ করি।’
‘শক্তি’ ব্যান্ডের সদস্য হিসেবে বিজয়ী হওয়ার পাশাপাশি ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগেও পুরস্কার জিতেছেন ওস্তাদ জাকির হোসেন ও বংশীবাদক রাকেশ চৌরাসিয়া। তাঁদের সৃষ্টি ‘পশতো’ এই বিভাগে পুরস্কৃত হয়েছে। এতে তাঁদের সঙ্গে আরও রয়েছেন বেলা ফ্লেক ও এডগার মেয়ার।
এ ছাড়া বেস্ট কনটেমপোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম বিভাগে পুরস্কার জিতেছে ওস্তাদ জাকির হোসেনের অ্যালবাম ‘এজ উই স্পিক’। তাতে তাঁর সঙ্গে আরও ছিলেন রাকেশ চৌরাসিয়া, বেলা ফ্লেক ও এডগার মেয়ার।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বাজিমাত করেছে ভারত। আবারও গ্র্যামি জিতলেন উপমহাদেশের প্রখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন, তাঁর সঙ্গে গ্র্যামি জিতেছেন শঙ্কর মহাদেবন ও রাকেশ চৌরাসিয়া। ওস্তাদ জাকির হোসেন এবার তিনটি গ্র্যামি জিতেছেন, আর দুটি গ্র্যামি জিতেছেন ভারতীয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়া।
গ্র্যামির মঞ্চে ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ বিভাগে পুরস্কার জিতেছে ভারতীয় ব্যান্ড শক্তির অ্যালবাম ‘দিস মোমেন্ট’। এই ব্যান্ডের সঙ্গে যুক্ত আছেন ভারতের চার সংগীতশিল্পী। শঙ্কর মহাদেবন থেকে ওস্তাদ জাকির হোসেন এই ব্যান্ডের সদস্য। ‘শক্তি’ ব্যান্ডের কণ্ঠশিল্পী হলেন শঙ্কর মহাদেবন। তবলাবাদক হিসেবে রয়েছেন ওস্তাদ জাকির হোসেন। বেহালায় গণেশ রাজাগোপালন এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ।
২০২৩ সালের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি গান রয়েছে এই অ্যালবামে। মনোনয়নের তালিকায় ছিলেন সুজানা বাকা, বোকান্তে, ডেভিডো এবং বার্না বয়ের মতো সংগীতশিল্পীরাও।
গ্র্যামি জেতার পর মঞ্চে দাঁড়িয়েই শঙ্কর জানান, এই পুরস্কার তিনি তাঁর স্ত্রীকে উৎসর্গ করলেন। পরিবার এবং বন্ধুবান্ধবদের ধন্যবাদ জানিয়ে গ্র্যামির মঞ্চে তিনি বলেন, ‘সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। আমার সহকারী সংগীতশিল্পী পরিবার, বন্ধুবান্ধব সকলকে ধন্যবাদ। ভারতের জন্য আমরা গর্ববোধ করি। সব শেষে আমি একটা কথাই বলব। এই পুরস্কার আমার স্ত্রীর প্রাপ্য। আমার সংগীতের, আমার সৃষ্টির প্রতিটি সুর ওকে অর্পণ করি।’
‘শক্তি’ ব্যান্ডের সদস্য হিসেবে বিজয়ী হওয়ার পাশাপাশি ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগেও পুরস্কার জিতেছেন ওস্তাদ জাকির হোসেন ও বংশীবাদক রাকেশ চৌরাসিয়া। তাঁদের সৃষ্টি ‘পশতো’ এই বিভাগে পুরস্কৃত হয়েছে। এতে তাঁদের সঙ্গে আরও রয়েছেন বেলা ফ্লেক ও এডগার মেয়ার।
এ ছাড়া বেস্ট কনটেমপোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম বিভাগে পুরস্কার জিতেছে ওস্তাদ জাকির হোসেনের অ্যালবাম ‘এজ উই স্পিক’। তাতে তাঁর সঙ্গে আরও ছিলেন রাকেশ চৌরাসিয়া, বেলা ফ্লেক ও এডগার মেয়ার।
সিনেমা এক ধরনের পরিষেবা—যেটির ওপর শুল্ক বসানো অনেক জটিল ব্যাপার। ট্রাম্প বলেছিলেন, বিদেশে বানানো সব সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক বসানো হবে। কিন্তু এটি কেবল সিনেমার ওপর হবে, নাকি সিরিজ, ভিজ্যুয়াল ইফেক্টস, বা যৌথ প্রযোজনার ওপরও আরোপ করা হবে—তা কেউ জানে না। ফলে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১৮ ঘণ্টা আগেগত বছর সৌদি আরবে রিয়াদ সিজনের পর সৌদি সরকারের আমন্ত্রণে এ বছর ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের অনুষ্ঠানে পারফর্ম করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। ২ মে দাম্মামের আল খোবার আল ইসকান পার্কে গান শোনান তিনি।
১ দিন আগেভাষাসৈনিক, শিক্ষাবিদ ও পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মদিন উপলক্ষে পদাতিক নাট্য সংসদ ২০১০ সাল থেকে আয়োজন করছে বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা।
১ দিন আগেঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রে আমির খানের ‘সিতারে জমিন পার’। গত মাসেই জানা গিয়েছিল আগামী ২০ জুন মুক্তি পাবে সিনেমাটি। এবার প্রকাশ করা হলো সিনেমার ফার্স্ট লুক পোস্টার। এতে ১০ জন নতুন মুখ নিয়ে হাজির হয়েছেন আমির খান; যাঁদের প্রত্যেকেই অপেক্ষায় আছেন বড় পর্দায় অভিষেকের।
১ দিন আগে