যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বাজিমাত করেছে ভারত। আবারও গ্র্যামি জিতলেন উপমহাদেশের প্রখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন, তাঁর সঙ্গে গ্র্যামি জিতেছেন শঙ্কর মহাদেবন ও রাকেশ চৌরাসিয়া। ওস্তাদ জাকির হোসেন এবার তিনটি গ্র্যামি জিতেছেন, আর দুটি গ্র্যামি জিতেছেন ভারতীয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়া।
গ্র্যামির মঞ্চে ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ বিভাগে পুরস্কার জিতেছে ভারতীয় ব্যান্ড শক্তির অ্যালবাম ‘দিস মোমেন্ট’। এই ব্যান্ডের সঙ্গে যুক্ত আছেন ভারতের চার সংগীতশিল্পী। শঙ্কর মহাদেবন থেকে ওস্তাদ জাকির হোসেন এই ব্যান্ডের সদস্য। ‘শক্তি’ ব্যান্ডের কণ্ঠশিল্পী হলেন শঙ্কর মহাদেবন। তবলাবাদক হিসেবে রয়েছেন ওস্তাদ জাকির হোসেন। বেহালায় গণেশ রাজাগোপালন এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ।
২০২৩ সালের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি গান রয়েছে এই অ্যালবামে। মনোনয়নের তালিকায় ছিলেন সুজানা বাকা, বোকান্তে, ডেভিডো এবং বার্না বয়ের মতো সংগীতশিল্পীরাও।
গ্র্যামি জেতার পর মঞ্চে দাঁড়িয়েই শঙ্কর জানান, এই পুরস্কার তিনি তাঁর স্ত্রীকে উৎসর্গ করলেন। পরিবার এবং বন্ধুবান্ধবদের ধন্যবাদ জানিয়ে গ্র্যামির মঞ্চে তিনি বলেন, ‘সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। আমার সহকারী সংগীতশিল্পী পরিবার, বন্ধুবান্ধব সকলকে ধন্যবাদ। ভারতের জন্য আমরা গর্ববোধ করি। সব শেষে আমি একটা কথাই বলব। এই পুরস্কার আমার স্ত্রীর প্রাপ্য। আমার সংগীতের, আমার সৃষ্টির প্রতিটি সুর ওকে অর্পণ করি।’
‘শক্তি’ ব্যান্ডের সদস্য হিসেবে বিজয়ী হওয়ার পাশাপাশি ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগেও পুরস্কার জিতেছেন ওস্তাদ জাকির হোসেন ও বংশীবাদক রাকেশ চৌরাসিয়া। তাঁদের সৃষ্টি ‘পশতো’ এই বিভাগে পুরস্কৃত হয়েছে। এতে তাঁদের সঙ্গে আরও রয়েছেন বেলা ফ্লেক ও এডগার মেয়ার।
এ ছাড়া বেস্ট কনটেমপোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম বিভাগে পুরস্কার জিতেছে ওস্তাদ জাকির হোসেনের অ্যালবাম ‘এজ উই স্পিক’। তাতে তাঁর সঙ্গে আরও ছিলেন রাকেশ চৌরাসিয়া, বেলা ফ্লেক ও এডগার মেয়ার।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বাজিমাত করেছে ভারত। আবারও গ্র্যামি জিতলেন উপমহাদেশের প্রখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন, তাঁর সঙ্গে গ্র্যামি জিতেছেন শঙ্কর মহাদেবন ও রাকেশ চৌরাসিয়া। ওস্তাদ জাকির হোসেন এবার তিনটি গ্র্যামি জিতেছেন, আর দুটি গ্র্যামি জিতেছেন ভারতীয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়া।
গ্র্যামির মঞ্চে ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ বিভাগে পুরস্কার জিতেছে ভারতীয় ব্যান্ড শক্তির অ্যালবাম ‘দিস মোমেন্ট’। এই ব্যান্ডের সঙ্গে যুক্ত আছেন ভারতের চার সংগীতশিল্পী। শঙ্কর মহাদেবন থেকে ওস্তাদ জাকির হোসেন এই ব্যান্ডের সদস্য। ‘শক্তি’ ব্যান্ডের কণ্ঠশিল্পী হলেন শঙ্কর মহাদেবন। তবলাবাদক হিসেবে রয়েছেন ওস্তাদ জাকির হোসেন। বেহালায় গণেশ রাজাগোপালন এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ।
২০২৩ সালের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি গান রয়েছে এই অ্যালবামে। মনোনয়নের তালিকায় ছিলেন সুজানা বাকা, বোকান্তে, ডেভিডো এবং বার্না বয়ের মতো সংগীতশিল্পীরাও।
গ্র্যামি জেতার পর মঞ্চে দাঁড়িয়েই শঙ্কর জানান, এই পুরস্কার তিনি তাঁর স্ত্রীকে উৎসর্গ করলেন। পরিবার এবং বন্ধুবান্ধবদের ধন্যবাদ জানিয়ে গ্র্যামির মঞ্চে তিনি বলেন, ‘সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। আমার সহকারী সংগীতশিল্পী পরিবার, বন্ধুবান্ধব সকলকে ধন্যবাদ। ভারতের জন্য আমরা গর্ববোধ করি। সব শেষে আমি একটা কথাই বলব। এই পুরস্কার আমার স্ত্রীর প্রাপ্য। আমার সংগীতের, আমার সৃষ্টির প্রতিটি সুর ওকে অর্পণ করি।’
‘শক্তি’ ব্যান্ডের সদস্য হিসেবে বিজয়ী হওয়ার পাশাপাশি ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগেও পুরস্কার জিতেছেন ওস্তাদ জাকির হোসেন ও বংশীবাদক রাকেশ চৌরাসিয়া। তাঁদের সৃষ্টি ‘পশতো’ এই বিভাগে পুরস্কৃত হয়েছে। এতে তাঁদের সঙ্গে আরও রয়েছেন বেলা ফ্লেক ও এডগার মেয়ার।
এ ছাড়া বেস্ট কনটেমপোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম বিভাগে পুরস্কার জিতেছে ওস্তাদ জাকির হোসেনের অ্যালবাম ‘এজ উই স্পিক’। তাতে তাঁর সঙ্গে আরও ছিলেন রাকেশ চৌরাসিয়া, বেলা ফ্লেক ও এডগার মেয়ার।
স্বপ্নের নায়ককে কাছে পেয়ে দিব্য আমির খানের সঙ্গে কথা বলেছেন, পরিচয় দিয়েছেন বাংলাদেশি অভিনেতা হিসেবে। আরও জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তাঁর কাজের কথা।
৮ ঘণ্টা আগেবলিউড সুপারস্টার আমির খানের কাছে ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি বিশ্বাস করেন, সব ধর্মই মানুষকে একই গন্তব্যের দিকে ধাবিত করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘জয় জওয়ান’-এ এ কথা বলেছেন আমির খান।
৯ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া ছোট দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’। বানিয়েছেন সোহেল রহমান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্র।
১৩ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৩ ঘণ্টা আগে