মঞ্চে গান গাওয়ার সময় নারী ভক্তের ঠোঁটে চুমু দিয়ে সমালোচনার কেন্দ্রে প্রবীণ গায়ক উদিত নারায়ণ। এই রেশ না কাটতেই নতুন করে সামনে এসেছে গায়কের পুরোনো সব চুমু কাণ্ড। এর আগেও তিনি মঞ্চে চুমু দিয়েছেন। তাঁর এহেন কাণ্ড থেকে বাদ পড়েননি অলকা যাজ্ঞিক ও শ্রেয়া ঘোষালও। নতুন করে সেসব ছবিতে ছয়লাব নেট দুনিয়া।
গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী ভক্তদের চুমু দেওয়ার ভিডিও বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়। এরপর থেকে প্রবীণ এই গায়কের পুরোনো সব ভিডিও খুঁজে বের করছেন নেটিজেনরা। তাঁর একটি ভিডিওতে দেখা গেছে, এক রিয়েলিটি শো–এর মঞ্চে অলকা যাজ্ঞিকের সঙ্গে গান গাইছেন তিনি। হঠাৎ অলকার কানের কাছে এসে গান গাইতে গাইতে তাঁর গালে চুমু দেন উদিত। অপ্রস্তুত হয়ে পড়েন অলকা, সরে যান তিনি।
অন্য আরেকটি ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে অলকাকে চুমু দেন উদিত। ওই ভিডিওতে স্পষ্ট দেখা যায় গায়িকা বিরক্ত। এদিকে কয়েক বছর আগে পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন শ্রেয়া ঘোষাল। তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন উদিত এবং মালাইকা অরোরা। কিন্তু শ্রেয়া মঞ্চে উঠতেই তাঁকে জড়িয়ে ধরে চুমু দেন উদিত। ভিডিও দেখে বোঝা যায়, অনেকটা অপ্রস্তুত হয়ে পড়েন শ্রেয়া। যদিও খানিকটা হেসে বিষয়টি সামাল দেন গায়িকা।
ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ‘ভারতীয় সভ্য়’ সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন। গায়কের বন্ধু অভিজিৎ ভট্টাচার্য রসিকতা করে তাঁকে ‘খেলোয়াড়’ তকমাও দিয়েছেন!
মঞ্চে গান গাওয়ার সময় নারী ভক্তের ঠোঁটে চুমু দিয়ে সমালোচনার কেন্দ্রে প্রবীণ গায়ক উদিত নারায়ণ। এই রেশ না কাটতেই নতুন করে সামনে এসেছে গায়কের পুরোনো সব চুমু কাণ্ড। এর আগেও তিনি মঞ্চে চুমু দিয়েছেন। তাঁর এহেন কাণ্ড থেকে বাদ পড়েননি অলকা যাজ্ঞিক ও শ্রেয়া ঘোষালও। নতুন করে সেসব ছবিতে ছয়লাব নেট দুনিয়া।
গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী ভক্তদের চুমু দেওয়ার ভিডিও বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়। এরপর থেকে প্রবীণ এই গায়কের পুরোনো সব ভিডিও খুঁজে বের করছেন নেটিজেনরা। তাঁর একটি ভিডিওতে দেখা গেছে, এক রিয়েলিটি শো–এর মঞ্চে অলকা যাজ্ঞিকের সঙ্গে গান গাইছেন তিনি। হঠাৎ অলকার কানের কাছে এসে গান গাইতে গাইতে তাঁর গালে চুমু দেন উদিত। অপ্রস্তুত হয়ে পড়েন অলকা, সরে যান তিনি।
অন্য আরেকটি ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে অলকাকে চুমু দেন উদিত। ওই ভিডিওতে স্পষ্ট দেখা যায় গায়িকা বিরক্ত। এদিকে কয়েক বছর আগে পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন শ্রেয়া ঘোষাল। তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন উদিত এবং মালাইকা অরোরা। কিন্তু শ্রেয়া মঞ্চে উঠতেই তাঁকে জড়িয়ে ধরে চুমু দেন উদিত। ভিডিও দেখে বোঝা যায়, অনেকটা অপ্রস্তুত হয়ে পড়েন শ্রেয়া। যদিও খানিকটা হেসে বিষয়টি সামাল দেন গায়িকা।
ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ‘ভারতীয় সভ্য়’ সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন। গায়কের বন্ধু অভিজিৎ ভট্টাচার্য রসিকতা করে তাঁকে ‘খেলোয়াড়’ তকমাও দিয়েছেন!
স্কুলপড়ুয়া ছোট্ট মেয়ে দিলশাদ ইয়াসমীন তখন গান গাইতেন স্কুলের ফাংশন আর ছোটদের বিভিন্ন অনুষ্ঠানে। ওই সময় পাশের বাড়িতে উঠলেন সুরকার আলতাফ মাহমুদ। দিলশাদের মা গিয়ে আবদার করলেন, যে করেই হোক তাঁর মেয়েকে সিনেমার গানে একটা সুযোগ দিতে হবে। কথা শুনে তো আলতাফ মাহমুদ অবাক! বললেন, ওইটুকুন একটা মেয়ে...
৩ ঘণ্টা আগেগান গেয়ে আর বায়োপিকে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। অথচ সেগুলো থেকে এখন নিজেকে সরিয়ে নিতে চাইছেন তিনি। এ দুটি কাজ আর কখনো করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন চঞ্চল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন অভিনেতা...
৩ ঘণ্টা আগেবাংলা চলচ্চিত্র যাঁদের হাতে অনেকখানি আন্তর্জাতিকতা পেয়েছে, তাঁদের অন্যতম পথিকৃৎ তারেক মাসুদ। নিজের শিক্ষা, চিন্তাভাবনা, দর্শন তিনি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন তাঁর চলচ্চিত্রের মাধ্যমে। বাংলা সিনেমার এই ফেরিওয়ালার মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের এই দিনে ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের লোকেশন দেখে ফেরার...
৩ ঘণ্টা আগেঅনেক জল্পনার পর অবশেষে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন টেইলর সুইফট। এই মুহূর্তে বিশ্বসংগীতের সবচেয়ে জনপ্রিয় নাম সুইফট। তাঁর নতুন গান ও কনসার্টের অপেক্ষায় থাকেন সমগ্র বিশ্বের অনুরাগীরা। ভক্তদের চমকে দিয়ে গতকাল নতুন অ্যালবামের ঘোষণা দিলেন সুইফট। তাঁর ১২তম অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’।
৪ ঘণ্টা আগে