বিনোদন প্রতিবেদক, ঢাকা
যেকোনো আন্দোলনের সময় প্রতিবাদের হাতিয়ার হয়ে ওঠে গান। গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনেও শিল্পীদের ছিল উল্লেখযোগ্য ভূমিকা। ৩০টির বেশি নতুন গান প্রকাশিত হয় ছাত্রদের এ আন্দোলনকে ঘিরে। আলোচনার কেন্দ্রে ছিল হান্নান হোসাইন শিমুলের ‘আওয়াজ উডা’ ও মুহাম্মদ সেজানের ‘কথা ক’, পারসার ‘ভুলে যাই আমি’সহ বেশ কয়েকটি গান।
অভ্যুত্থানের সময়ের গান নিয়ে এবার আয়োজিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। র্যাপার হান্নানের গানের সঙ্গে মিল রেখে অনুষ্ঠানের নাম রাখা হয়েছে গণ-অভ্যুত্থানের গান ‘আওয়াজ উডা’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় ৮ নভেম্বর একাডেমির নন্দন মঞ্চে সন্ধ্যা ৬টায় শুরু হবে এই আয়োজন।
উদ্বোধন করবেন মোহাম্মদ আশরাফুল (বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি), বিশেষ অতিথি সামসি আরা জামান (বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তাহির জামান প্রিয়র মা)।
সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। স্বাগত বক্তব্য দেবেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহ্জাবীন রহমান।
আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই সমবেত সংগীত ‘চল চল চল’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা। ‘আমরা করব জয়’ ও ‘নীল নির্বাস’ পরিবেশন করবে ডেমোক্রেসি ক্লাউন। এরপর শিল্পী লুম্বিনী চাকমা ‘চাকমা ভাষার গান’, ধর্মচন্দ্রা তঞ্চঙ্গ্যা সন্তোষ ‘তঞ্চঙ্গ্যা ভাষার গান’, ডিউক মুরমু ‘সাঁওতাল ভাষার গান’, সমাপন স্মাল ‘গারো ভাষার গান’ পরিবেশন করবেন।
একক সংগীত পরিবেশন করবেন আহমেদ হাসান সানি এবং পাহাড়ি গান পরিবেশন করবে এফ মাইনর। র্যাপ সংগীত পরিবেশন করবে যিন ব্রাদার্স এবং হান্নান হোসাইন শিমুল ও তাঁর দল। সবশেষে সমবেত সংগীত ‘মোরা ঝঞ্ঝার মতো’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
যেকোনো আন্দোলনের সময় প্রতিবাদের হাতিয়ার হয়ে ওঠে গান। গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনেও শিল্পীদের ছিল উল্লেখযোগ্য ভূমিকা। ৩০টির বেশি নতুন গান প্রকাশিত হয় ছাত্রদের এ আন্দোলনকে ঘিরে। আলোচনার কেন্দ্রে ছিল হান্নান হোসাইন শিমুলের ‘আওয়াজ উডা’ ও মুহাম্মদ সেজানের ‘কথা ক’, পারসার ‘ভুলে যাই আমি’সহ বেশ কয়েকটি গান।
অভ্যুত্থানের সময়ের গান নিয়ে এবার আয়োজিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। র্যাপার হান্নানের গানের সঙ্গে মিল রেখে অনুষ্ঠানের নাম রাখা হয়েছে গণ-অভ্যুত্থানের গান ‘আওয়াজ উডা’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় ৮ নভেম্বর একাডেমির নন্দন মঞ্চে সন্ধ্যা ৬টায় শুরু হবে এই আয়োজন।
উদ্বোধন করবেন মোহাম্মদ আশরাফুল (বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি), বিশেষ অতিথি সামসি আরা জামান (বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তাহির জামান প্রিয়র মা)।
সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। স্বাগত বক্তব্য দেবেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহ্জাবীন রহমান।
আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই সমবেত সংগীত ‘চল চল চল’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা। ‘আমরা করব জয়’ ও ‘নীল নির্বাস’ পরিবেশন করবে ডেমোক্রেসি ক্লাউন। এরপর শিল্পী লুম্বিনী চাকমা ‘চাকমা ভাষার গান’, ধর্মচন্দ্রা তঞ্চঙ্গ্যা সন্তোষ ‘তঞ্চঙ্গ্যা ভাষার গান’, ডিউক মুরমু ‘সাঁওতাল ভাষার গান’, সমাপন স্মাল ‘গারো ভাষার গান’ পরিবেশন করবেন।
একক সংগীত পরিবেশন করবেন আহমেদ হাসান সানি এবং পাহাড়ি গান পরিবেশন করবে এফ মাইনর। র্যাপ সংগীত পরিবেশন করবে যিন ব্রাদার্স এবং হান্নান হোসাইন শিমুল ও তাঁর দল। সবশেষে সমবেত সংগীত ‘মোরা ঝঞ্ঝার মতো’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
৪২ মিনিট আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
১ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
১ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
১ ঘণ্টা আগে