Ajker Patrika

হামাসের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে চাকরি ছাড়লেন টেলর সুইফটের নিরাপত্তারক্ষী

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৭: ৪২
হামাসের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে চাকরি ছাড়লেন টেলর সুইফটের নিরাপত্তারক্ষী

ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে চলমান যুদ্ধে যোগ দিতে চাকরি ছাড়লেন সংগীতশিল্পী টেলর সুইফটের এক ইসরায়েলি নিরাপত্তারক্ষী। হামাসের বিরুদ্ধে দেশের জন্য লড়াই করার জন্য যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে ফিরেছেন তিনি।

ইসরায়েল টুডের সাংবাদিক ইরান সুইসার বরাত দিয়ে ভ্যারাইটি জানিয়েছে, টেলর সুইফটের ইরাস ট্যুরের দায়িত্বে থাকা ওই নিরাপত্তারক্ষী ইসরায়েলি নাগরিকদের ওপর হামাসের হামলা দেখে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে আসার সিদ্ধান্ত নেন। যদিও নিরাপত্তারক্ষীর নাম গোপন রেখেছে ভ্যারাইটি।

সুইসাকে পাঠানো বিবৃতিতে ওই নিরাপত্তারক্ষী হামাসের নিন্দা এবং সবাইকে ইসরায়েলের সঙ্গে দাঁড়ানোর এবং নীরবতা ভাঙার আহ্বান জানান।

তাঁর কথায়, ‘এক পক্ষ যেখানে শিশু ও বয়স্কদের রক্ষা করছে, অপর পক্ষ তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে! প্রাণীদের ‘‘পশু’’ বলাটা অপমান হবে, কিন্তু তারা মানুষ নয়।’

টেলর সুইফট। ছবি: সংগৃহিত‘তারা পরিবারের সদস্যদের পাশাপাশি পোষা প্রাণীদের জবাই করে হত্যা করছে এবং তারপর তারা ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। কল্পনা করুন, আপনার প্রতিবেশী বা আপনার পরিচিত কোনো পরিবারের সঙ্গে এমন ঘটনা ঘটছে।’ যুক্ত করেন ওই নিরাপত্তারক্ষী।

প্রসঙ্গত, টেলর সুইফট এখন পর্যন্ত ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। পপ তারকা বর্তমানে তাঁর সিনেমা ‘ইরাস ট্যুর কনসার্ট ফিল্ম’-এর প্রচারণায় ব্যস্ত রয়েছেন, যা এই সপ্তাহান্তে বক্স অফিসের শীর্ষে রয়েছে।

ইরাস ট্যুর দিয়ে বর্তমানে বিশ্ব মাতাচ্ছেন পপসংগীতশিল্পী টেলর সুইফট। গত ১৭ মার্চ থেকে শুরু হওয়া এই ট্যুর চলবে আগামী বছরের ১৭ আগস্ট পর্যন্ত। টেলরের ইরাস ট্যুর নিয়েই তৈরি হয়েছে এই ডকুমেন্টারি সিনেমা, যা ১৩ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার নির্দিষ্ট কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

সিনেমাটি নিয়ে ভক্ত ও অনুরাগীদের মাঝে উচ্ছ্বাসের শেষ নেই। মুক্তির আগেই ২৬ মিলিয়ন ডলারের অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম। টেলরের ইরাস ট্যুরের জনপ্রিয় কনসার্টগুলো, ট্যুরের প্রভাব ও অর্থনৈতিক ইতিহাস গড়ার চিত্র নিয়েই তৈরি হয়েছে এ সিনেমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত