আলোচিত সংগীত তারকা আসিফ আকবরের জীবনী লেখা হচ্ছে। এ মাসের শেষদিকে প্রকাশ পাবে ‘আকবর ফিফটি নট আউট’ নামের এ বই। লিখছেন সোহেল অটল।
সম্প্রতি আসিফের বায়োগ্রাফি বই ‘আকবর ফিফটি নট আউট-এর চুক্তি স্বাক্ষরিত হল। লেখক সোহেল অটল, কণ্ঠশিল্পী আসিফ আকবর ও প্রকাশনা সংস্থা সাহস পাবলিকেশনসের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। লেখক ও শিল্পীর সঙ্গে বইটি প্রকাশনা সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন সাহস পাবলিকেশনসের কর্ণধার নাজমুল হুদা রতন।
আসিফ আকবর বলেন, ‘আমার জীবনের প্রকাশিত-অপ্রকাশিত সকল বিষয় নিয়েই এই বায়োগ্রাফি বুক। নানান বিতর্কিত বিষয় এই বইতে সংযুক্ত থাকছে। বইটি লেখার জন্য লেখক সোহেল অটল ৯ মাস ধরে প্রায় ২ শ মানুষের সাক্ষাৎকার নিয়েছেন। নানা জায়গায় গিয়েছেন। আশা করছি, এই বইয়ে তিনি আমার পঞ্চাশ বছর জীবনের পরিপূর্ণ চিত্র তুলে ধরতে পারবেন।’
আকবর ফিফটি নট আউট-এর লেখক সোহেল অটল বলেন, ‘আসিফ আকবরের জীবন নানান শাখা-প্রশাখায় বিস্তৃত। এ কারণেই তাঁর জীবনের গল্পের উপাদান তুলে আনতে কিছুটা সময় লেগেছে। আসিফ আকবর সম্পর্কে যাদের আগ্রহ আছে, ‘‘আকবর ফিফটি নট আউট’’ তাঁদের আগ্রহ মেটাতে পারবে।’
প্রায় ২০ ফর্মার ‘আকবর ফিফটি নট আউট’ বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। ৩১ মার্চ বর্ণাঢ্য প্রকাশনা উৎসবের মধ্য দিয়ে বইটি প্রকাশনের পরিকল্পনা করছে সাহস পাবলিকেশনস। বইটি একই সঙ্গে কলকাতা থেকেও প্রকাশের পরিকল্পনা রয়েছে তাদের। পরবর্তী সময়ে প্রকাশিত হবে বইটির ইংরেজি সংস্করণ। পাশাপাশি বইটির অডিও সংস্করণও শিগগিরই মুক্তি দেওয়া হবে।
আলোচিত সংগীত তারকা আসিফ আকবরের জীবনী লেখা হচ্ছে। এ মাসের শেষদিকে প্রকাশ পাবে ‘আকবর ফিফটি নট আউট’ নামের এ বই। লিখছেন সোহেল অটল।
সম্প্রতি আসিফের বায়োগ্রাফি বই ‘আকবর ফিফটি নট আউট-এর চুক্তি স্বাক্ষরিত হল। লেখক সোহেল অটল, কণ্ঠশিল্পী আসিফ আকবর ও প্রকাশনা সংস্থা সাহস পাবলিকেশনসের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। লেখক ও শিল্পীর সঙ্গে বইটি প্রকাশনা সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন সাহস পাবলিকেশনসের কর্ণধার নাজমুল হুদা রতন।
আসিফ আকবর বলেন, ‘আমার জীবনের প্রকাশিত-অপ্রকাশিত সকল বিষয় নিয়েই এই বায়োগ্রাফি বুক। নানান বিতর্কিত বিষয় এই বইতে সংযুক্ত থাকছে। বইটি লেখার জন্য লেখক সোহেল অটল ৯ মাস ধরে প্রায় ২ শ মানুষের সাক্ষাৎকার নিয়েছেন। নানা জায়গায় গিয়েছেন। আশা করছি, এই বইয়ে তিনি আমার পঞ্চাশ বছর জীবনের পরিপূর্ণ চিত্র তুলে ধরতে পারবেন।’
আকবর ফিফটি নট আউট-এর লেখক সোহেল অটল বলেন, ‘আসিফ আকবরের জীবন নানান শাখা-প্রশাখায় বিস্তৃত। এ কারণেই তাঁর জীবনের গল্পের উপাদান তুলে আনতে কিছুটা সময় লেগেছে। আসিফ আকবর সম্পর্কে যাদের আগ্রহ আছে, ‘‘আকবর ফিফটি নট আউট’’ তাঁদের আগ্রহ মেটাতে পারবে।’
প্রায় ২০ ফর্মার ‘আকবর ফিফটি নট আউট’ বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। ৩১ মার্চ বর্ণাঢ্য প্রকাশনা উৎসবের মধ্য দিয়ে বইটি প্রকাশনের পরিকল্পনা করছে সাহস পাবলিকেশনস। বইটি একই সঙ্গে কলকাতা থেকেও প্রকাশের পরিকল্পনা রয়েছে তাদের। পরবর্তী সময়ে প্রকাশিত হবে বইটির ইংরেজি সংস্করণ। পাশাপাশি বইটির অডিও সংস্করণও শিগগিরই মুক্তি দেওয়া হবে।
২০২৪ সালের মে মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান অড সিগনেচারের ভোকাল আহাসান তানভীর পিয়াল। সেই ঘটনার পর প্রায় এক বছর গান থেকে দূরে ছিল ব্যান্ডটি। গত মে মাসে ‘জগৎ মঞ্চ’ নামে একটি নতুন গান প্রকাশের মাধ্যমে আবার নতুন করে গানে ফেরে অড সিগনেচার।
৮ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়ায় ছেলেকে নিয়ে নিয়মিত হাজির হন চিত্রনায়িকা পরীমনি। তবে তাঁর মেয়েকে তেমন একটা দেখা যায় না। নেটিজেনদের অনেকের ধারণা, দত্তক নিয়েছেন বলেই কন্যাকে সবার সামনে আনতে চান না নায়িকা। অবশেষ গতকাল রোববার ফেসবুকে এক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমনি।
৮ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মূকাভিনয়ের দল মাইম আর্ট। থাকবে জুলাইয়ের কবিতা আবৃত্তি, মুক্ত আলোচনা ও ‘রক্তে আগুন লেগেছে’ মূকনাট্যের প্রদর্শনী।
৮ ঘণ্টা আগেএক যুগ পর রানঝানা নতুনভাবে মুক্তি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইরোস ইন্টারন্যাশনাল। তবে রি-রিলিজে শেষ দৃশ্যে বদল আনা হয়েছে। এআই প্রযুক্তি ব্যবহার করে শেষ দৃশ্যে কুন্দন চরিত্রটিকে আবার জীবিত করে তোলা হয়েছে।
১০ ঘণ্টা আগে