আলোচিত সংগীত তারকা আসিফ আকবরের জীবনী লেখা হচ্ছে। এ মাসের শেষদিকে প্রকাশ পাবে ‘আকবর ফিফটি নট আউট’ নামের এ বই। লিখছেন সোহেল অটল।
সম্প্রতি আসিফের বায়োগ্রাফি বই ‘আকবর ফিফটি নট আউট-এর চুক্তি স্বাক্ষরিত হল। লেখক সোহেল অটল, কণ্ঠশিল্পী আসিফ আকবর ও প্রকাশনা সংস্থা সাহস পাবলিকেশনসের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। লেখক ও শিল্পীর সঙ্গে বইটি প্রকাশনা সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন সাহস পাবলিকেশনসের কর্ণধার নাজমুল হুদা রতন।
আসিফ আকবর বলেন, ‘আমার জীবনের প্রকাশিত-অপ্রকাশিত সকল বিষয় নিয়েই এই বায়োগ্রাফি বুক। নানান বিতর্কিত বিষয় এই বইতে সংযুক্ত থাকছে। বইটি লেখার জন্য লেখক সোহেল অটল ৯ মাস ধরে প্রায় ২ শ মানুষের সাক্ষাৎকার নিয়েছেন। নানা জায়গায় গিয়েছেন। আশা করছি, এই বইয়ে তিনি আমার পঞ্চাশ বছর জীবনের পরিপূর্ণ চিত্র তুলে ধরতে পারবেন।’
আকবর ফিফটি নট আউট-এর লেখক সোহেল অটল বলেন, ‘আসিফ আকবরের জীবন নানান শাখা-প্রশাখায় বিস্তৃত। এ কারণেই তাঁর জীবনের গল্পের উপাদান তুলে আনতে কিছুটা সময় লেগেছে। আসিফ আকবর সম্পর্কে যাদের আগ্রহ আছে, ‘‘আকবর ফিফটি নট আউট’’ তাঁদের আগ্রহ মেটাতে পারবে।’
প্রায় ২০ ফর্মার ‘আকবর ফিফটি নট আউট’ বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। ৩১ মার্চ বর্ণাঢ্য প্রকাশনা উৎসবের মধ্য দিয়ে বইটি প্রকাশনের পরিকল্পনা করছে সাহস পাবলিকেশনস। বইটি একই সঙ্গে কলকাতা থেকেও প্রকাশের পরিকল্পনা রয়েছে তাদের। পরবর্তী সময়ে প্রকাশিত হবে বইটির ইংরেজি সংস্করণ। পাশাপাশি বইটির অডিও সংস্করণও শিগগিরই মুক্তি দেওয়া হবে।
আলোচিত সংগীত তারকা আসিফ আকবরের জীবনী লেখা হচ্ছে। এ মাসের শেষদিকে প্রকাশ পাবে ‘আকবর ফিফটি নট আউট’ নামের এ বই। লিখছেন সোহেল অটল।
সম্প্রতি আসিফের বায়োগ্রাফি বই ‘আকবর ফিফটি নট আউট-এর চুক্তি স্বাক্ষরিত হল। লেখক সোহেল অটল, কণ্ঠশিল্পী আসিফ আকবর ও প্রকাশনা সংস্থা সাহস পাবলিকেশনসের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। লেখক ও শিল্পীর সঙ্গে বইটি প্রকাশনা সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন সাহস পাবলিকেশনসের কর্ণধার নাজমুল হুদা রতন।
আসিফ আকবর বলেন, ‘আমার জীবনের প্রকাশিত-অপ্রকাশিত সকল বিষয় নিয়েই এই বায়োগ্রাফি বুক। নানান বিতর্কিত বিষয় এই বইতে সংযুক্ত থাকছে। বইটি লেখার জন্য লেখক সোহেল অটল ৯ মাস ধরে প্রায় ২ শ মানুষের সাক্ষাৎকার নিয়েছেন। নানা জায়গায় গিয়েছেন। আশা করছি, এই বইয়ে তিনি আমার পঞ্চাশ বছর জীবনের পরিপূর্ণ চিত্র তুলে ধরতে পারবেন।’
আকবর ফিফটি নট আউট-এর লেখক সোহেল অটল বলেন, ‘আসিফ আকবরের জীবন নানান শাখা-প্রশাখায় বিস্তৃত। এ কারণেই তাঁর জীবনের গল্পের উপাদান তুলে আনতে কিছুটা সময় লেগেছে। আসিফ আকবর সম্পর্কে যাদের আগ্রহ আছে, ‘‘আকবর ফিফটি নট আউট’’ তাঁদের আগ্রহ মেটাতে পারবে।’
প্রায় ২০ ফর্মার ‘আকবর ফিফটি নট আউট’ বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। ৩১ মার্চ বর্ণাঢ্য প্রকাশনা উৎসবের মধ্য দিয়ে বইটি প্রকাশনের পরিকল্পনা করছে সাহস পাবলিকেশনস। বইটি একই সঙ্গে কলকাতা থেকেও প্রকাশের পরিকল্পনা রয়েছে তাদের। পরবর্তী সময়ে প্রকাশিত হবে বইটির ইংরেজি সংস্করণ। পাশাপাশি বইটির অডিও সংস্করণও শিগগিরই মুক্তি দেওয়া হবে।
প্রখ্যাত বলিউড প্লেব্যাক শিল্পী ও অসমিয়া গায়ক জুবিন গার্গ মারা গেছেন। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। ৫২ বছর বয়সী এই শিল্পী নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানে তাঁর ২০ ও ২১ সেপ্টেম্বর সংগীত পরিবেশনার কথা ছিল।
২ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার একটি আদালত একটি ভার্চুয়াল কে-পপ বয়ব্যান্ডের সদস্যদের মানহানি করার জন্য এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে ৩৬০ মার্কিন ডলার (৫ লাখ ওয়ান) জরিমানা করেছেন।
৭ ঘণ্টা আগেকয়েক বছর ধরে নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন মেহজাবীন চৌধুরী। মনোযোগ দিয়েছেন ওটিটি ও সিনেমায়। ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে গত বছর ডিসেম্বরে বড় পর্দায় অভিষেক হয়েছে তাঁর। প্রিয় মালতী মেহজাবীনের মুক্তি পাওয়া প্রথম সিনেমা হলেও তিনি প্রথম অভিনয় করেছিলেন ‘সাবা’ সিনেমায়।
৯ ঘণ্টা আগেনির্মাণের পর থেকে বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘ফেরেশতে’ ও ‘বাড়ির নাম শাহানা’। এবার দেশের দর্শকদের দেখার পালা। আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা দুটি। এ ছাড়া গত মঙ্গলবার থেকে সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে জাপানি অ্যানিমে ‘ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল’।
১১ ঘণ্টা আগে