বিনোদন প্রতিবেদক, ঢাকা
কিছুদিন আগে কানাডা মাতিয়ে এসেছেন। এবার প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্র সফরের। এ বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে দলছুট নিয়ে যুক্তরাষ্ট্র সফরে বের হতে চান বাপ্পা মজুমদার। অনেক বছর পর গানে গানে মার্কিনমুলুক মাতাবেন এই গায়ক। জানা গেছে, দেশটির ১০টির বেশি শহরে গান করবেন তিনি। যার মধ্যে রয়েছে নিউইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, শিকাগো প্রভৃতি শহর।
দলছুটের এই সংগীত সফরের আয়োজন করছে যুক্তরাষ্ট্রভিত্তিক আয়োজক প্রতিষ্ঠান আয়রন ক্লাউড। প্রতিষ্ঠানটির কর্ণধার ফয়সাল জাহেদ বলেন, ‘বাপ্পা মজুমদার বাংলাদেশের অত্যন্ত গুণী এবং জনপ্রিয় একজন সংগীতশিল্পী। সংগীতে তাঁর এখন গোল্ডেন এজ চলছে। সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের কাছে তাঁর আলাদা মর্যাদা রয়েছে। অনেক বছর তিনি যুক্তরাষ্ট্রে আসেননি। কিন্তু এখানকার শ্রোতারা তাঁর গান শুনতে চান, তাঁর পারফরম্যান্স দেখতে উদ্গ্রীব হয়ে আছেন। সেই বিবেচনায় আমরা এই সফরের আয়োজন করতে যাচ্ছি। এই আয়োজনকে সফল করার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।’
এ প্রসঙ্গে মজুমদার বলেন, ‘এই সংগীত সফরের বিষয়ে আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে চূড়ান্ত কথা হয়ে আছে। এখন চলছে সফর সূচি তৈরির কাজ। আমরা বেশ কয়েকটি শহরে গান করার পরিকল্পনা করছি। আশা করছি, সব ঠিকঠাক মতো করা গেলে এটা একটি স্মরণীয় সংগীত সফর হবে আমাদের জন্য।’
দলছুটের বর্তমান লাইন আপে রয়েছেন বাপ্পা মজুমদার (ভোকাল), মাসুম ওয়াহিদুর রহমান (গিটার), জন শার্টন (বেজ গিটার), ডানো শেখ (ড্রামস), সোহেল আজিজ (কি-বোর্ড) ও শাহান কবন্ধ (ম্যানেজার)।
কিছুদিন আগে কানাডা মাতিয়ে এসেছেন। এবার প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্র সফরের। এ বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে দলছুট নিয়ে যুক্তরাষ্ট্র সফরে বের হতে চান বাপ্পা মজুমদার। অনেক বছর পর গানে গানে মার্কিনমুলুক মাতাবেন এই গায়ক। জানা গেছে, দেশটির ১০টির বেশি শহরে গান করবেন তিনি। যার মধ্যে রয়েছে নিউইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, শিকাগো প্রভৃতি শহর।
দলছুটের এই সংগীত সফরের আয়োজন করছে যুক্তরাষ্ট্রভিত্তিক আয়োজক প্রতিষ্ঠান আয়রন ক্লাউড। প্রতিষ্ঠানটির কর্ণধার ফয়সাল জাহেদ বলেন, ‘বাপ্পা মজুমদার বাংলাদেশের অত্যন্ত গুণী এবং জনপ্রিয় একজন সংগীতশিল্পী। সংগীতে তাঁর এখন গোল্ডেন এজ চলছে। সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের কাছে তাঁর আলাদা মর্যাদা রয়েছে। অনেক বছর তিনি যুক্তরাষ্ট্রে আসেননি। কিন্তু এখানকার শ্রোতারা তাঁর গান শুনতে চান, তাঁর পারফরম্যান্স দেখতে উদ্গ্রীব হয়ে আছেন। সেই বিবেচনায় আমরা এই সফরের আয়োজন করতে যাচ্ছি। এই আয়োজনকে সফল করার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।’
এ প্রসঙ্গে মজুমদার বলেন, ‘এই সংগীত সফরের বিষয়ে আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে চূড়ান্ত কথা হয়ে আছে। এখন চলছে সফর সূচি তৈরির কাজ। আমরা বেশ কয়েকটি শহরে গান করার পরিকল্পনা করছি। আশা করছি, সব ঠিকঠাক মতো করা গেলে এটা একটি স্মরণীয় সংগীত সফর হবে আমাদের জন্য।’
দলছুটের বর্তমান লাইন আপে রয়েছেন বাপ্পা মজুমদার (ভোকাল), মাসুম ওয়াহিদুর রহমান (গিটার), জন শার্টন (বেজ গিটার), ডানো শেখ (ড্রামস), সোহেল আজিজ (কি-বোর্ড) ও শাহান কবন্ধ (ম্যানেজার)।
দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে...
৪ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
১৩ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
১৩ ঘণ্টা আগেসংগীতজীবনের ২৫ বছরে এসে বিদায়ের ঘোষণা দিয়েছেন তাহসান। গত ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান জানান, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। তাহসানের হঠাৎ এমন ঘোষণায় ব্যাপক হইচই পড়ে যায়।
১৩ ঘণ্টা আগে