মারা গেছেন আমেরিকান কিংবদন্তি প্রযোজক ও নির্মাতা নরম্যান লিয়ার। ভ্যারাইটি জানিয়েছে, গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে ১০১ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর পরিবারের পক্ষ থেকে গতকাল বুধবার ভ্যারাইটিকে তথ্যটি নিশ্চিত করা হয়।
এক বিবৃতিতে লিয়ারের পরিবার জানিয়েছে, ‘নরম্যান লিয়ার সৃজনশীলতা, দৃঢ়তা এবং সহানুভূতির জীবনযাপন করেছিলেন। তিনি আমাদের দেশকে গভীরভাবে ভালোবাসতেন এবং সকলের জন্য ন্যায়বিচার ও সাম্যের আদর্শ রক্ষায় আজীবন কাটিয়েছেন। তাকে জানা এবং ভালোবাসা আমাদের জন্য সবচেয়ে বড় উপহার। আমরা এই অসাধারণ মানুষটির মৃত্যুতে শোক প্রকাশ করছি।’
রেডিও এবং টেলিভিশনের লেখক হিসেবে ক্যারিয়ার শুরু হয় লিয়ারের। ১৯৭০ এর দশকের জনপ্রিয় টেলিভিশন শো দিয়ে সবার দৃষ্টি কাড়েন। শোটির নাম ‘অল ইন দ্য ফ্যামিলি’। একটি প্রজন্মের জন্য তাঁর সেই নির্মাণ ছিল আশীর্বাদ। সামাজিক নানা সমস্যা নিয়ে আলোচনা হত তার শোয়ে। বর্ণবাদ, ধর্ষণ এবং গর্ভপাত থেকে মেনোপজ, সমকামিতা এবং ধর্ম; এসব বিষয় উঠে আসে তার শোতে। যা নিয়ে কখনোই এর আগে টিভিতে আলোচনা করা হত না।
শোটির ৯টি সিজন সম্প্রচারিত হয়েছিল। এর মধ্যে ২২টি এমি অ্যাওয়ার্ড জিতেছিল শোটি। টানা পাঁচ বছর রেটিংয়ে নম্বর ১ এ ছিল বিখ্যাত এই অনুষ্ঠানটি।
এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লিয়ারকে আমেরিকান সংস্কৃতিতে একটি রূপান্তরকারী শক্তি বলে অভিহিত করেছেন। বাইডেন বলেন, ‘লিয়ারের পথচলা সাহস, বিবেক এবং হাস্যরসের সঙ্গে টেলিভিশনকে নতুনভাবে সংজ্ঞায়িত করে।’
শুধু ‘অল ইন দ্য ফ্যামিলি’, নয়, ‘মউড’, ‘দ্য জেফারসনস’ এবং ‘ওয়ান ডে অ্যাট এ টাইম’ এর মতো যুগান্তকারী সিরিজের কারিগর কিংবদন্তি টেলিভিশন প্রযোজক ও লেখক নরম্যান।
মারা গেছেন আমেরিকান কিংবদন্তি প্রযোজক ও নির্মাতা নরম্যান লিয়ার। ভ্যারাইটি জানিয়েছে, গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে ১০১ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর পরিবারের পক্ষ থেকে গতকাল বুধবার ভ্যারাইটিকে তথ্যটি নিশ্চিত করা হয়।
এক বিবৃতিতে লিয়ারের পরিবার জানিয়েছে, ‘নরম্যান লিয়ার সৃজনশীলতা, দৃঢ়তা এবং সহানুভূতির জীবনযাপন করেছিলেন। তিনি আমাদের দেশকে গভীরভাবে ভালোবাসতেন এবং সকলের জন্য ন্যায়বিচার ও সাম্যের আদর্শ রক্ষায় আজীবন কাটিয়েছেন। তাকে জানা এবং ভালোবাসা আমাদের জন্য সবচেয়ে বড় উপহার। আমরা এই অসাধারণ মানুষটির মৃত্যুতে শোক প্রকাশ করছি।’
রেডিও এবং টেলিভিশনের লেখক হিসেবে ক্যারিয়ার শুরু হয় লিয়ারের। ১৯৭০ এর দশকের জনপ্রিয় টেলিভিশন শো দিয়ে সবার দৃষ্টি কাড়েন। শোটির নাম ‘অল ইন দ্য ফ্যামিলি’। একটি প্রজন্মের জন্য তাঁর সেই নির্মাণ ছিল আশীর্বাদ। সামাজিক নানা সমস্যা নিয়ে আলোচনা হত তার শোয়ে। বর্ণবাদ, ধর্ষণ এবং গর্ভপাত থেকে মেনোপজ, সমকামিতা এবং ধর্ম; এসব বিষয় উঠে আসে তার শোতে। যা নিয়ে কখনোই এর আগে টিভিতে আলোচনা করা হত না।
শোটির ৯টি সিজন সম্প্রচারিত হয়েছিল। এর মধ্যে ২২টি এমি অ্যাওয়ার্ড জিতেছিল শোটি। টানা পাঁচ বছর রেটিংয়ে নম্বর ১ এ ছিল বিখ্যাত এই অনুষ্ঠানটি।
এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লিয়ারকে আমেরিকান সংস্কৃতিতে একটি রূপান্তরকারী শক্তি বলে অভিহিত করেছেন। বাইডেন বলেন, ‘লিয়ারের পথচলা সাহস, বিবেক এবং হাস্যরসের সঙ্গে টেলিভিশনকে নতুনভাবে সংজ্ঞায়িত করে।’
শুধু ‘অল ইন দ্য ফ্যামিলি’, নয়, ‘মউড’, ‘দ্য জেফারসনস’ এবং ‘ওয়ান ডে অ্যাট এ টাইম’ এর মতো যুগান্তকারী সিরিজের কারিগর কিংবদন্তি টেলিভিশন প্রযোজক ও লেখক নরম্যান।
দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে...
৪ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
১২ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
১৩ ঘণ্টা আগেসংগীতজীবনের ২৫ বছরে এসে বিদায়ের ঘোষণা দিয়েছেন তাহসান। গত ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান জানান, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। তাহসানের হঠাৎ এমন ঘোষণায় ব্যাপক হইচই পড়ে যায়।
১৩ ঘণ্টা আগে