মারা গেছেন আমেরিকান কিংবদন্তি প্রযোজক ও নির্মাতা নরম্যান লিয়ার। ভ্যারাইটি জানিয়েছে, গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে ১০১ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর পরিবারের পক্ষ থেকে গতকাল বুধবার ভ্যারাইটিকে তথ্যটি নিশ্চিত করা হয়।
এক বিবৃতিতে লিয়ারের পরিবার জানিয়েছে, ‘নরম্যান লিয়ার সৃজনশীলতা, দৃঢ়তা এবং সহানুভূতির জীবনযাপন করেছিলেন। তিনি আমাদের দেশকে গভীরভাবে ভালোবাসতেন এবং সকলের জন্য ন্যায়বিচার ও সাম্যের আদর্শ রক্ষায় আজীবন কাটিয়েছেন। তাকে জানা এবং ভালোবাসা আমাদের জন্য সবচেয়ে বড় উপহার। আমরা এই অসাধারণ মানুষটির মৃত্যুতে শোক প্রকাশ করছি।’
রেডিও এবং টেলিভিশনের লেখক হিসেবে ক্যারিয়ার শুরু হয় লিয়ারের। ১৯৭০ এর দশকের জনপ্রিয় টেলিভিশন শো দিয়ে সবার দৃষ্টি কাড়েন। শোটির নাম ‘অল ইন দ্য ফ্যামিলি’। একটি প্রজন্মের জন্য তাঁর সেই নির্মাণ ছিল আশীর্বাদ। সামাজিক নানা সমস্যা নিয়ে আলোচনা হত তার শোয়ে। বর্ণবাদ, ধর্ষণ এবং গর্ভপাত থেকে মেনোপজ, সমকামিতা এবং ধর্ম; এসব বিষয় উঠে আসে তার শোতে। যা নিয়ে কখনোই এর আগে টিভিতে আলোচনা করা হত না।
শোটির ৯টি সিজন সম্প্রচারিত হয়েছিল। এর মধ্যে ২২টি এমি অ্যাওয়ার্ড জিতেছিল শোটি। টানা পাঁচ বছর রেটিংয়ে নম্বর ১ এ ছিল বিখ্যাত এই অনুষ্ঠানটি।
এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লিয়ারকে আমেরিকান সংস্কৃতিতে একটি রূপান্তরকারী শক্তি বলে অভিহিত করেছেন। বাইডেন বলেন, ‘লিয়ারের পথচলা সাহস, বিবেক এবং হাস্যরসের সঙ্গে টেলিভিশনকে নতুনভাবে সংজ্ঞায়িত করে।’
শুধু ‘অল ইন দ্য ফ্যামিলি’, নয়, ‘মউড’, ‘দ্য জেফারসনস’ এবং ‘ওয়ান ডে অ্যাট এ টাইম’ এর মতো যুগান্তকারী সিরিজের কারিগর কিংবদন্তি টেলিভিশন প্রযোজক ও লেখক নরম্যান।
মারা গেছেন আমেরিকান কিংবদন্তি প্রযোজক ও নির্মাতা নরম্যান লিয়ার। ভ্যারাইটি জানিয়েছে, গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে ১০১ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর পরিবারের পক্ষ থেকে গতকাল বুধবার ভ্যারাইটিকে তথ্যটি নিশ্চিত করা হয়।
এক বিবৃতিতে লিয়ারের পরিবার জানিয়েছে, ‘নরম্যান লিয়ার সৃজনশীলতা, দৃঢ়তা এবং সহানুভূতির জীবনযাপন করেছিলেন। তিনি আমাদের দেশকে গভীরভাবে ভালোবাসতেন এবং সকলের জন্য ন্যায়বিচার ও সাম্যের আদর্শ রক্ষায় আজীবন কাটিয়েছেন। তাকে জানা এবং ভালোবাসা আমাদের জন্য সবচেয়ে বড় উপহার। আমরা এই অসাধারণ মানুষটির মৃত্যুতে শোক প্রকাশ করছি।’
রেডিও এবং টেলিভিশনের লেখক হিসেবে ক্যারিয়ার শুরু হয় লিয়ারের। ১৯৭০ এর দশকের জনপ্রিয় টেলিভিশন শো দিয়ে সবার দৃষ্টি কাড়েন। শোটির নাম ‘অল ইন দ্য ফ্যামিলি’। একটি প্রজন্মের জন্য তাঁর সেই নির্মাণ ছিল আশীর্বাদ। সামাজিক নানা সমস্যা নিয়ে আলোচনা হত তার শোয়ে। বর্ণবাদ, ধর্ষণ এবং গর্ভপাত থেকে মেনোপজ, সমকামিতা এবং ধর্ম; এসব বিষয় উঠে আসে তার শোতে। যা নিয়ে কখনোই এর আগে টিভিতে আলোচনা করা হত না।
শোটির ৯টি সিজন সম্প্রচারিত হয়েছিল। এর মধ্যে ২২টি এমি অ্যাওয়ার্ড জিতেছিল শোটি। টানা পাঁচ বছর রেটিংয়ে নম্বর ১ এ ছিল বিখ্যাত এই অনুষ্ঠানটি।
এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লিয়ারকে আমেরিকান সংস্কৃতিতে একটি রূপান্তরকারী শক্তি বলে অভিহিত করেছেন। বাইডেন বলেন, ‘লিয়ারের পথচলা সাহস, বিবেক এবং হাস্যরসের সঙ্গে টেলিভিশনকে নতুনভাবে সংজ্ঞায়িত করে।’
শুধু ‘অল ইন দ্য ফ্যামিলি’, নয়, ‘মউড’, ‘দ্য জেফারসনস’ এবং ‘ওয়ান ডে অ্যাট এ টাইম’ এর মতো যুগান্তকারী সিরিজের কারিগর কিংবদন্তি টেলিভিশন প্রযোজক ও লেখক নরম্যান।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৭ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৭ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
১১ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১৩ ঘণ্টা আগে