‘আমি আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি’—এমনটা জানান হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। প্রাক্তন স্বামী ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ খ্যাত অভিনেতা জনি ডেপের করা মামলার সাক্ষ্য দিতে এসে কাঁদতে কাঁদতে হার্ড বলছিলেন তাঁর সঙ্গে হওয়া নির্যাতনের ঘটনার কথা।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, স্থানীয় সময় বুধবার প্রথমবারের মতো আদালতে সাক্ষ্য দেন ‘অ্যাকুয়াম্যান’ অভিনেত্রী অ্যাম্বার হার্ড। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আদালতে জুরিদের সামনে বলেন, কীভাবে নির্যাতনের শিকার হতে হয় প্রাক্তন স্বামী জনি ডেপের হাতে।
সাক্ষ্য দিতে এসে অ্যাম্বার হার্ড আদালতকে বলেন, জনি ডেপের সঙ্গে তাঁর প্রেম ছিল ‘জাদুর’ মতো, কিন্তু হঠাৎই সহিংস হয়ে ওঠে সবকিছু। জনি ডেপের শরীরে আঁকা একটি ট্যাটু নিয়ে প্রশ্ন করে প্রথমবার নির্যাতনের শিকার হন বলে জানান তিনি। অভিনেত্রী বলেন, তিনি জানতে চেয়েছিলেন, ট্যাটুতে কী লেখা আছে। উত্তরে ডেপ বলেছিলেন-‘উইনো’। উত্তর শুনে হেসে ফেলেছিলেন হার্ড, ভেবেছিলেন এটা হয়তো কোনো কৌতুক। এরপরই জনি তাঁর গালে চড় মারে বলে অভিযোগ হার্ডের। হার্ড তাঁর সাক্ষ্যে বলেন, এরপর তাঁকে আরও দুবার চড় মারেন জনি ডেপ।
২০১৭ সালে বিয়ের মাত্র দুই বছরের মাথায় জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ হয় ডেপ ও হার্ডের। ২০১৮ সালে হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা করেন ডেপ। এরই মধ্যে আদালত জনি ডেপের জবানবন্দি শুনেছে। এখন চলছে প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের সাক্ষ্যগ্রহণ।
এদিকে জনি ডেপ এর আগে আদালতে দেওয়া সাক্ষ্যে দাবি করেন, তিনি কখনো অ্যাম্বার হার্ড বা কোনো নারীকে আঘাত করেননি বরং তাঁর প্রাক্তন স্ত্রী হার্ডই অনৈতিক সুযোগ নিয়েছে। অ্যাম্বার হার্ডের সঙ্গে সম্পর্ক নিয়ে ডেপ বলেন, তিনি নিজেই পারিবারিক সহিংসতার শিকার হয়েছিলেন। এমনকি তাঁদের বিচ্ছেদের পর মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন তিনি।
ডেপ দাবি করেন, মতের অমিল হলেই তাঁকে চড় কিংবা ধাক্কা দিতেন হার্ড। এমনকি একদিন মদের বোতল ছুড়ে মারেন, এতে ডেপের ডান হাতের মধ্যমা আঙুলের ওপরের অংশ কেটে যায়। যদিও এসব ঘটনা অস্বীকার করেন হার্ডের পক্ষের আইনজীবীরা।
অভিনেতা জনি ডেপের করা এ মানহানির মামলায় অ্যাম্বার হার্ডের কাছে ৫ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ডেপের অভিযোগ, তাঁর বিরুদ্ধে নির্যাতনের ‘মিথ্যা অভিযোগ’ তুলে সম্মানহানি করেছেন তাঁর সাবেক স্ত্রী হার্ড।
এর জবাবে ডেপের বিরুদ্ধে ১০ কোটি ডলারের পাল্টা মানহানির মামলা করেছেন অ্যাম্বার হার্ড। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি আদালতে এ মামলার শুনানি চলছে।
‘আমি আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি’—এমনটা জানান হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। প্রাক্তন স্বামী ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ খ্যাত অভিনেতা জনি ডেপের করা মামলার সাক্ষ্য দিতে এসে কাঁদতে কাঁদতে হার্ড বলছিলেন তাঁর সঙ্গে হওয়া নির্যাতনের ঘটনার কথা।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, স্থানীয় সময় বুধবার প্রথমবারের মতো আদালতে সাক্ষ্য দেন ‘অ্যাকুয়াম্যান’ অভিনেত্রী অ্যাম্বার হার্ড। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আদালতে জুরিদের সামনে বলেন, কীভাবে নির্যাতনের শিকার হতে হয় প্রাক্তন স্বামী জনি ডেপের হাতে।
সাক্ষ্য দিতে এসে অ্যাম্বার হার্ড আদালতকে বলেন, জনি ডেপের সঙ্গে তাঁর প্রেম ছিল ‘জাদুর’ মতো, কিন্তু হঠাৎই সহিংস হয়ে ওঠে সবকিছু। জনি ডেপের শরীরে আঁকা একটি ট্যাটু নিয়ে প্রশ্ন করে প্রথমবার নির্যাতনের শিকার হন বলে জানান তিনি। অভিনেত্রী বলেন, তিনি জানতে চেয়েছিলেন, ট্যাটুতে কী লেখা আছে। উত্তরে ডেপ বলেছিলেন-‘উইনো’। উত্তর শুনে হেসে ফেলেছিলেন হার্ড, ভেবেছিলেন এটা হয়তো কোনো কৌতুক। এরপরই জনি তাঁর গালে চড় মারে বলে অভিযোগ হার্ডের। হার্ড তাঁর সাক্ষ্যে বলেন, এরপর তাঁকে আরও দুবার চড় মারেন জনি ডেপ।
২০১৭ সালে বিয়ের মাত্র দুই বছরের মাথায় জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ হয় ডেপ ও হার্ডের। ২০১৮ সালে হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা করেন ডেপ। এরই মধ্যে আদালত জনি ডেপের জবানবন্দি শুনেছে। এখন চলছে প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের সাক্ষ্যগ্রহণ।
এদিকে জনি ডেপ এর আগে আদালতে দেওয়া সাক্ষ্যে দাবি করেন, তিনি কখনো অ্যাম্বার হার্ড বা কোনো নারীকে আঘাত করেননি বরং তাঁর প্রাক্তন স্ত্রী হার্ডই অনৈতিক সুযোগ নিয়েছে। অ্যাম্বার হার্ডের সঙ্গে সম্পর্ক নিয়ে ডেপ বলেন, তিনি নিজেই পারিবারিক সহিংসতার শিকার হয়েছিলেন। এমনকি তাঁদের বিচ্ছেদের পর মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন তিনি।
ডেপ দাবি করেন, মতের অমিল হলেই তাঁকে চড় কিংবা ধাক্কা দিতেন হার্ড। এমনকি একদিন মদের বোতল ছুড়ে মারেন, এতে ডেপের ডান হাতের মধ্যমা আঙুলের ওপরের অংশ কেটে যায়। যদিও এসব ঘটনা অস্বীকার করেন হার্ডের পক্ষের আইনজীবীরা।
অভিনেতা জনি ডেপের করা এ মানহানির মামলায় অ্যাম্বার হার্ডের কাছে ৫ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ডেপের অভিযোগ, তাঁর বিরুদ্ধে নির্যাতনের ‘মিথ্যা অভিযোগ’ তুলে সম্মানহানি করেছেন তাঁর সাবেক স্ত্রী হার্ড।
এর জবাবে ডেপের বিরুদ্ধে ১০ কোটি ডলারের পাল্টা মানহানির মামলা করেছেন অ্যাম্বার হার্ড। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি আদালতে এ মামলার শুনানি চলছে।
স্বপ্নের নায়ককে কাছে পেয়ে দিব্য আমির খানের সঙ্গে কথা বলেছেন, পরিচয় দিয়েছেন বাংলাদেশি অভিনেতা হিসেবে। আরও জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তাঁর কাজের কথা।
১৩ ঘণ্টা আগেবলিউড সুপারস্টার আমির খানের কাছে ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি বিশ্বাস করেন, সব ধর্মই মানুষকে একই গন্তব্যের দিকে ধাবিত করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘জয় জওয়ান’-এ এ কথা বলেছেন আমির খান।
১৪ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া ছোট দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’। বানিয়েছেন সোহেল রহমান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্র।
১৮ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৮ ঘণ্টা আগে