Ajker Patrika

‘রকি’ অভিনেতা কার্ল ওয়েদার্সের মৃত্যু

‘রকি’ অভিনেতা কার্ল ওয়েদার্সের মৃত্যু

সত্তরের দশকের জনপ্রিয় ‘রকি’ ফ্র্যাঞ্চাইজি তারকা কার্ল ওয়েদার্স মারা গেছেন। গত বৃহস্পতিবার ৭৬ বছর বয়সী জনপ্রিয় এই আমেরিকান অভিনেতা, নির্মাতার মৃত্যুর হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

এদিকে অভিনেতার পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে ‘রকি’, ‘প্রিডাটর’খ্যাত এই অভিনেতা নিজ বাড়িতে ঘুমের মাঝেই মারা গেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে ‘দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে কার্ল ওয়েদার্স মারা গেছেন। মানুষ হিসেবে তিনি ছিলেন বেশ আলাদা, অসাধারণ জীবন কাটিয়েছেন তিনি। সিনেমা, টেলিভিশন, শিল্প এবং খেলায় তাঁর অবদানের মাধ্যমে পুরো বিশ্ব তাকে চেনে। তিনি একজন স্নেহশীল ভাই, বাবা, দাদা, সঙ্গী এবং বন্ধু ছিলেন।’

রকি ফ্র্যাঞ্চাইজির সিনেমায় অ্যাপোলো ক্রিড চরিত্রে অভিনয় করে নজর কাড়েন এই অভিনেতা। আশির দশকে প্রেডেটর ফ্র্যাঞ্চাইজির সিনেমায় অভিনয় করে হলিউডে নিজের অবস্থান আরও পোক্ত করেন তিনি। পাঁচ দশকের ক্যারিয়ারে ‘অ্যাকশন জ্যাকসন’, ‘হ্যাপি গিলমোর’সহ বেশ কিছু সিনেমায়ও পাওয়া গেছে তাঁকে।

কার্ল ওয়েদার্স। ছবি: এএফপিসম্প্রতি স্টার ওয়ার্স সিরিজে গ্রিফ কারগা চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় ছিলেন তিনি। ‘দ্য ম্যানডালোরিয়ান’-এর জন্য এমি-তে মনোনয়নও পেয়েছেন অভিনেতা। গুণী এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করছেন ভক্তরা।

তিনি যুক্তরাষ্ট্রের একজন পেশাদার ফুটবলার ছিলেন। অভিনয়ে ক্যারিয়ার গড়তে ১৯৭৪ সালে ফুটবল থেকে অবসর নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত