আমেরিকান ফ্যান্টাসি ড্রামা ‘গেম অব থ্রোনস’ সম্প্রচার শুরু হয় ২০১১ সালে, শেষ হয় ২০১৯ সালে। বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায় এই টেলিভিশন সিরিজ। সম্প্রতি ‘গেম অব থ্রোনস’ নিয়ে এবার সিনেমা নির্মাণে কাজ শুরু হয়েছে। প্রযোজনা করছে ওয়ার্নার ব্রো’স। এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে।
ডেডলাইন হলিউড ও দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, ‘গেম অব থ্রোনস’ সিনেমাটির কাজ ‘খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে’ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে প্রকল্পটির সঙ্গে কোনো পরিচালক, অভিনেতা বা চিত্রনাট্যকার যুক্ত হননি।
অবশ্য এটিই প্রথম নয়, ২০১৪ সালেও ‘গেম অব থ্রোনস’ সিনেমা নির্মাণ নিয়ে আলোচনা হয়েছিল। ওই সময়, ফ্র্যাঞ্চাইজিটির লেখক জর্জ আর আর মার্টিন বলেছিলেন, তিনি এটি নিয়ে কয়েকটি সিনেমা নির্মাণে আগ্রহী। যদিও টিভি চ্যানেল এইচবিও প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিল।
এখন পর্যন্ত ‘গেম অব থ্রোনস’ সিরিজ শেষ হওয়ার পর শুধু একটি প্রিক্যুয়েল প্রকল্প ‘হাউস অব দ্য ড্রাগন’ সম্প্রচার হয়েছে। এই ফ্যান্টাসি ড্রামার দ্বিতীয় সিজন গত আগস্টে শেষ হয়েছে। সিরিজটির জন্য তৃতীয় সিজনও নিশ্চিত করা হয়েছে, যা চলতি বছরের শুরুতে ঘোষণা করা হয়।
‘গেম অব থ্রোনস’–এর অন্য প্রকল্পগুলোর মধ্যে বর্তমানে চলমান ‘টেন থাউজেন্ড শিপস’ স্পিন–অফ এবং প্রিক্যুয়েল সিরিজ ‘অ্যা নাইট অব দ্য সেভেন কিংডমস’। তবে সিরিজটি শেষ হওয়ার পর মোট পাঁচটি প্রকল্প ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে একটি হলো ‘হাউস অব দ্য ড্রাগন’। এর মধ্যে দুটি প্রকল্প বাতিল হয়েছে।
জর্জ আর আর মার্টিন গত জুনে বলেছেন, ‘এ নাইট অব দ্য সেভেন কিংডমস’–এর শুটিং শুরু হয়েছে। এটি ২০২৫ সালের শুরুতে সম্প্রচারিত হবে। যদিও এইচবিও ম্যাক্স এখনো মুক্তির তারিখ নিশ্চিত করেনি। সিরিজটির কাহিনি মার্টিনের উপন্যাস ‘দ্য হেজ নাইট’ থেকে নেওয়া হয়েছে। যেটি গেম অব থ্রোনসের ঘটনাগুলোর প্রায় ১০০ বছর আগে এবং ‘হাউস অব দ্য ড্রাগন’–এর ঘটনাগুলোর ১০০ বছর পরের।
‘গেম অব থ্রোনস’–এর জনপ্রিয় চরিত্র জন স্নো–এর অভিনয় করা কিট হ্যারিংটন সম্প্রতি সিরিজের শেষ পর্ব নিয়ে মন্তব্য করেছেন। অভিনেতা বলেছেন, ‘শেষের দিকে কিছু ভুল হয়েছে, গল্পের দিক থেকে। আমার মনে হয়, কিছু আকর্ষণীয় বিকল্প ছিল যা গল্পে আসতে পারত।’
আমেরিকান ফ্যান্টাসি ড্রামা ‘গেম অব থ্রোনস’ সম্প্রচার শুরু হয় ২০১১ সালে, শেষ হয় ২০১৯ সালে। বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায় এই টেলিভিশন সিরিজ। সম্প্রতি ‘গেম অব থ্রোনস’ নিয়ে এবার সিনেমা নির্মাণে কাজ শুরু হয়েছে। প্রযোজনা করছে ওয়ার্নার ব্রো’স। এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে।
ডেডলাইন হলিউড ও দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, ‘গেম অব থ্রোনস’ সিনেমাটির কাজ ‘খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে’ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে প্রকল্পটির সঙ্গে কোনো পরিচালক, অভিনেতা বা চিত্রনাট্যকার যুক্ত হননি।
অবশ্য এটিই প্রথম নয়, ২০১৪ সালেও ‘গেম অব থ্রোনস’ সিনেমা নির্মাণ নিয়ে আলোচনা হয়েছিল। ওই সময়, ফ্র্যাঞ্চাইজিটির লেখক জর্জ আর আর মার্টিন বলেছিলেন, তিনি এটি নিয়ে কয়েকটি সিনেমা নির্মাণে আগ্রহী। যদিও টিভি চ্যানেল এইচবিও প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিল।
এখন পর্যন্ত ‘গেম অব থ্রোনস’ সিরিজ শেষ হওয়ার পর শুধু একটি প্রিক্যুয়েল প্রকল্প ‘হাউস অব দ্য ড্রাগন’ সম্প্রচার হয়েছে। এই ফ্যান্টাসি ড্রামার দ্বিতীয় সিজন গত আগস্টে শেষ হয়েছে। সিরিজটির জন্য তৃতীয় সিজনও নিশ্চিত করা হয়েছে, যা চলতি বছরের শুরুতে ঘোষণা করা হয়।
‘গেম অব থ্রোনস’–এর অন্য প্রকল্পগুলোর মধ্যে বর্তমানে চলমান ‘টেন থাউজেন্ড শিপস’ স্পিন–অফ এবং প্রিক্যুয়েল সিরিজ ‘অ্যা নাইট অব দ্য সেভেন কিংডমস’। তবে সিরিজটি শেষ হওয়ার পর মোট পাঁচটি প্রকল্প ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে একটি হলো ‘হাউস অব দ্য ড্রাগন’। এর মধ্যে দুটি প্রকল্প বাতিল হয়েছে।
জর্জ আর আর মার্টিন গত জুনে বলেছেন, ‘এ নাইট অব দ্য সেভেন কিংডমস’–এর শুটিং শুরু হয়েছে। এটি ২০২৫ সালের শুরুতে সম্প্রচারিত হবে। যদিও এইচবিও ম্যাক্স এখনো মুক্তির তারিখ নিশ্চিত করেনি। সিরিজটির কাহিনি মার্টিনের উপন্যাস ‘দ্য হেজ নাইট’ থেকে নেওয়া হয়েছে। যেটি গেম অব থ্রোনসের ঘটনাগুলোর প্রায় ১০০ বছর আগে এবং ‘হাউস অব দ্য ড্রাগন’–এর ঘটনাগুলোর ১০০ বছর পরের।
‘গেম অব থ্রোনস’–এর জনপ্রিয় চরিত্র জন স্নো–এর অভিনয় করা কিট হ্যারিংটন সম্প্রতি সিরিজের শেষ পর্ব নিয়ে মন্তব্য করেছেন। অভিনেতা বলেছেন, ‘শেষের দিকে কিছু ভুল হয়েছে, গল্পের দিক থেকে। আমার মনে হয়, কিছু আকর্ষণীয় বিকল্প ছিল যা গল্পে আসতে পারত।’
দাবাঘর ওয়েব ফিল্মের গল্পের কেন্দ্রে রয়েছে এক প্রভাবশালী ব্যবসায়ীর মেয়ে রামিসা রহমান। তার হাতে আসে একটি পেনড্রাইভ, যাতে লুকিয়ে আছে দেশের একটি শক্তিশালী সিন্ডিকেটের হাজার হাজার কোটি টাকা পাচারের প্রমাণ।
৩ ঘণ্টা আগেসুমন কল্যাণের সংগীত আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইলেন সংগীতশিল্পী আফরোজা রূপা। ‘শ্রাবণের ধারার মতো’ শিরোনামের গানটির ভিডিও পরিচালনা করেছেন শুভব্রত সরকার। সুমন কল্যাণ বলেন, ‘এক আড্ডায় গানটা আফরোজা রূপার কণ্ঠে রেকর্ড করি। আড্ডার বিষয়টা ছিল মূলত বেহাগ রাগ নিয়ে।
৩ ঘণ্টা আগেসম্প্রতি তিন মাসের অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। দেশে ফিরেই তিনি শুরু করেছেন বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমার শুটিং। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ববি। একটি চরিত্র সহজ-সরল ও অন্যটি প্রতিবাদী তরুণীর।
৪ ঘণ্টা আগে১৯৯০ সালে প্রকাশিত টমাস পিঞ্চনের উপন্যাস ভিনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার নির্মাণ করেছেন পল টমাস অ্যান্ডারসন। সিনেমার গল্পে নিজেদের দলের একটি মেয়েকে উদ্ধারের জন্য ১৬ বছর পরে আবার একত্র হয় সাবেক একটি বিপ্লবী দলের সদস্যরা।
৮ ঘণ্টা আগে