Ajker Patrika

ভারতে উইল স্মিথ

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৬: ২১
ভারতে উইল স্মিথ

অস্কারের মঞ্চে চড়কাণ্ড ঘটানোর পর এতদিন জনসম্মুখে দেখা যায়নি উইল স্মিথকে। সম্প্রতি তাঁর দেখা মিলল। শনিবার সকালে মুম্বাই এয়ারপোর্টে ক্যামেরাবন্দী হয়েছেন স্মিথ। উইল স্মিথের ভারত সফরের কারণ জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগে এয়ারপোর্টে অভিনেতার সঙ্গে একজন ধর্মীয় নেতাকে দেখা গেছে। একে-অপরের সাথে কথা বলছিলেন আর হাসছিলেন।

মুম্বাই বিমানবন্দরে পাপারাৎজিদের দিকে তাকিয়ে হাত নাড়লেন, ভক্তদের সাথে ছবিও তুললেন উইল স্মিথ। এর আগেও অনেকবার ভারতে এসেছিলেন স্মিথ। বেনারসের গঙ্গা আরতির ধর্মীয় নেতা সাধগুরুর সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন তিনি।

অস্কার মঞ্চে স্ত্রীর সঙ্গে উইল স্মিথউইল স্মিথ বিতর্কিত হন যখন তিনি অস্কারের মঞ্চে থাপ্পড় মারেন কমেডিয়ান ক্রিস রককে। স্ত্রীকে নিয়ে মঞ্চে ইয়ার্কি সহ্য করতে পারেননি তিনি। এই একই মঞ্চে ‘সেরা অভিনেতা’ হিসেবে অ্যাওয়ার্ডও পান তিনি। যদিও পরে অস্কারের মঞ্চে এমন কাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন। তাতে থামেনি এই বিতর্ক। এরপর অস্কারের পক্ষ থেকে স্মিথকে শাস্তি দেওয়া হয়। শাস্তি হিসেবে উইল অস্কারের কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না, অস্কারেও না। যদিও নমিনেশন পাবেন, পুরস্কারও জিততে পারবেন। তবে অংশ নিতে পারবেন না। উইল তাঁকে দেওয়া এই শাস্তি মেনেও নিয়েছেন।

হলিউড সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত