পরনে জরাজীর্ণ কোট-টাই, ঢিলেঢালা মলিন প্যান্টের সঙ্গে মাথায় কালো রঙের ডার্বি হ্যাট, হাতে ছড়ি, পায়ে পুরোনো এক জোড়া বুট আর ঠোঁটের ওপর খাটো অথচ প্রশস্ত একটুখানি টুথব্রাশ গোঁফ–এই লোকটা আর কেউ নন, সকলের প্রিয় মূকাভিনেতা চার্লি চ্যাপলিন। এক শতাব্দী পূর্বে তাঁর অমর কাজগুলো আজকের দিনেও আমাদের বিনোদনের খোরাক জোগায়। আজ ইতিহাসের জনপ্রিয় চলচ্চিত্র ব্যক্তিত্ব চার্লি চ্যাপলিনের ৫৬তম মৃত্যুদিন।
চার্লি চ্যাপলিনের শৈশব কেটেছে চরম অভাব-অনটন ও নিদারুণ কষ্টের মাঝে। ১২ বছর বয়স পূর্ণ হওয়ার পূর্বেই তিনি যেসব অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন, অনেক মানুষকে পুরো জীবদ্দশাতেও সেসব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় না। তাই তাঁর জীবনদর্শনে উঠে এসেছে বেশ কিছু উক্তি। চ্যাপলিনের জীবন বদলে দেওয়া কিছু কথা—
আয়না হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু, কারণ যখন আমি কাঁদি সে তখন হাসে না।
হাসি হলো ওষুধ, যা দুঃখ থেকে মুক্তি দেয়।
হাসি ছাড়া একটি দিন মানে সেই দিনটা নষ্ট।
এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, এমনকি আমাদের সমস্যাগুলোও না।
আমি বৃষ্টিতে হাঁটি যাতে কেউ আমার অশ্রু দেখতে না পায়।
কাছ থেকে দেখলে জীবন হচ্ছে ট্র্যাজেডি, কিন্তু দূর থেকে দেখলে সেটা কমেডি।
তুমি কিসের অর্থ খোঁজো? জীবন হলো একটা আকাঙ্ক্ষা, কোনো অর্থ নয়।
যেদিন আমি ভালো কোনো কাজ করি সেটাই আমার সবচেয়ে সুখের দিন।
সব সত্যের মধ্যেই মিথ্যার একটা বীজ রয়েছে।
চার্লি চ্যাপলিনের জীবনী থেকে আমরা একাগ্রতা, নিষ্ঠা ও অধ্যবসায়ের শিক্ষা পাই। প্রাচুর্য ও সফলতার শীর্ষে আরোহণ করেও তিনি তাঁর শৈশবের স্মৃতিকে ভুলে যাননি। এ জন্য প্রচুর অর্থবিত্তের মাঝে থেকেও তিনি বিলাসিতায় গা ভাসিয়ে দেননি। হাজার প্রতিকূলতার মধ্যেও তিনি হাল ছেড়ে দেননি, জীবনকে তিনি ইতিবাচকভাবে নিয়েছেন, বেঁচে থাকার স্বপ্ন দেখেছেন।
পরনে জরাজীর্ণ কোট-টাই, ঢিলেঢালা মলিন প্যান্টের সঙ্গে মাথায় কালো রঙের ডার্বি হ্যাট, হাতে ছড়ি, পায়ে পুরোনো এক জোড়া বুট আর ঠোঁটের ওপর খাটো অথচ প্রশস্ত একটুখানি টুথব্রাশ গোঁফ–এই লোকটা আর কেউ নন, সকলের প্রিয় মূকাভিনেতা চার্লি চ্যাপলিন। এক শতাব্দী পূর্বে তাঁর অমর কাজগুলো আজকের দিনেও আমাদের বিনোদনের খোরাক জোগায়। আজ ইতিহাসের জনপ্রিয় চলচ্চিত্র ব্যক্তিত্ব চার্লি চ্যাপলিনের ৫৬তম মৃত্যুদিন।
চার্লি চ্যাপলিনের শৈশব কেটেছে চরম অভাব-অনটন ও নিদারুণ কষ্টের মাঝে। ১২ বছর বয়স পূর্ণ হওয়ার পূর্বেই তিনি যেসব অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন, অনেক মানুষকে পুরো জীবদ্দশাতেও সেসব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় না। তাই তাঁর জীবনদর্শনে উঠে এসেছে বেশ কিছু উক্তি। চ্যাপলিনের জীবন বদলে দেওয়া কিছু কথা—
আয়না হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু, কারণ যখন আমি কাঁদি সে তখন হাসে না।
হাসি হলো ওষুধ, যা দুঃখ থেকে মুক্তি দেয়।
হাসি ছাড়া একটি দিন মানে সেই দিনটা নষ্ট।
এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, এমনকি আমাদের সমস্যাগুলোও না।
আমি বৃষ্টিতে হাঁটি যাতে কেউ আমার অশ্রু দেখতে না পায়।
কাছ থেকে দেখলে জীবন হচ্ছে ট্র্যাজেডি, কিন্তু দূর থেকে দেখলে সেটা কমেডি।
তুমি কিসের অর্থ খোঁজো? জীবন হলো একটা আকাঙ্ক্ষা, কোনো অর্থ নয়।
যেদিন আমি ভালো কোনো কাজ করি সেটাই আমার সবচেয়ে সুখের দিন।
সব সত্যের মধ্যেই মিথ্যার একটা বীজ রয়েছে।
চার্লি চ্যাপলিনের জীবনী থেকে আমরা একাগ্রতা, নিষ্ঠা ও অধ্যবসায়ের শিক্ষা পাই। প্রাচুর্য ও সফলতার শীর্ষে আরোহণ করেও তিনি তাঁর শৈশবের স্মৃতিকে ভুলে যাননি। এ জন্য প্রচুর অর্থবিত্তের মাঝে থেকেও তিনি বিলাসিতায় গা ভাসিয়ে দেননি। হাজার প্রতিকূলতার মধ্যেও তিনি হাল ছেড়ে দেননি, জীবনকে তিনি ইতিবাচকভাবে নিয়েছেন, বেঁচে থাকার স্বপ্ন দেখেছেন।
দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে...
৪ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
১২ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
১৩ ঘণ্টা আগেসংগীতজীবনের ২৫ বছরে এসে বিদায়ের ঘোষণা দিয়েছেন তাহসান। গত ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান জানান, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। তাহসানের হঠাৎ এমন ঘোষণায় ব্যাপক হইচই পড়ে যায়।
১৩ ঘণ্টা আগে