সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকেই এখন প্লাস্টিক সার্জারির আশ্রয় নেন। চেহারায় বয়সের ছাপ ঠেকাতেও অনেকে শল্যচিকিৎসকের দ্বারস্থ হন। কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন ছিল, ‘দ্য হাঙ্গার গেমস’খ্যাত হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সও এ পথে হেঁটেছেন। অস্ত্রোপচার করে বদলেছেন মুখের আদল। বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন লরেন্স। প্লাস্টিক সার্জারির গুঞ্জন উড়িয়ে দিয়ে অভিনেত্রী জানিয়েছেন, এভাবে সৌন্দর্য বৃদ্ধি বা বয়স ধরে রাখার পক্ষে নন তিনি। সাধারণ মেকআপই তাঁর জন্য যথেষ্ট।
গত সেপ্টেম্বরে ডিওর ফ্যাশন শোতে যোগ দেন জেনিফার লরেন্স। সেখানে তাঁকে দেখে অনেকের মনে হয়, বদল এসেছে লরেন্সের চেহারায়। বিশেষ করে তাঁর চোখ, ঠোঁট ও নাকের পরিবর্তন নিয়ে সমালোচনা করেন নেটিজেনরা। সেই থেকে চলছে লরেন্সকে নিয়ে প্লাস্টিক সার্জারির গুঞ্জন। সম্প্রতি দ্য ইন্টারভিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন লরেন্স। কাইলি জেনারের সঙ্গে ওই আলাপে অভিনেত্রী জানান, তাঁর চেহারার এই বদল অস্বাভাবিক কিছু নয়।
লরেন্স বলেন, ‘১৯ বছর বয়সে আমি কাজ শুরু করেছিলাম। সেই বয়সে আমি দেখতে কেমন ছিলাম, আর এখন কেমন—সেটা নিয়ে সব সময় তুলনা চলে। যাঁরা তুলনা করেন, তাঁদের বলতে চাই, আমি এখন বড় হয়েছি। বাচ্চাসুলভ ব্যাপারটা আমার চেহারা থেকে চলে গেছে। সবাই ভাবছে, আমি প্লাস্টিক সার্জারি করে নাকের গঠন বদলে ফেলেছি। সেটা একেবারেই সত্যি নয়।’
জেনিফার লরেন্স জানান, অস্ত্রোপচার করে কোনো অঙ্গপ্রত্যঙ্গ বদলের ইচ্ছা তাঁর কখনো ছিল না। এখনো নেই।
সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকেই এখন প্লাস্টিক সার্জারির আশ্রয় নেন। চেহারায় বয়সের ছাপ ঠেকাতেও অনেকে শল্যচিকিৎসকের দ্বারস্থ হন। কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন ছিল, ‘দ্য হাঙ্গার গেমস’খ্যাত হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সও এ পথে হেঁটেছেন। অস্ত্রোপচার করে বদলেছেন মুখের আদল। বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন লরেন্স। প্লাস্টিক সার্জারির গুঞ্জন উড়িয়ে দিয়ে অভিনেত্রী জানিয়েছেন, এভাবে সৌন্দর্য বৃদ্ধি বা বয়স ধরে রাখার পক্ষে নন তিনি। সাধারণ মেকআপই তাঁর জন্য যথেষ্ট।
গত সেপ্টেম্বরে ডিওর ফ্যাশন শোতে যোগ দেন জেনিফার লরেন্স। সেখানে তাঁকে দেখে অনেকের মনে হয়, বদল এসেছে লরেন্সের চেহারায়। বিশেষ করে তাঁর চোখ, ঠোঁট ও নাকের পরিবর্তন নিয়ে সমালোচনা করেন নেটিজেনরা। সেই থেকে চলছে লরেন্সকে নিয়ে প্লাস্টিক সার্জারির গুঞ্জন। সম্প্রতি দ্য ইন্টারভিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন লরেন্স। কাইলি জেনারের সঙ্গে ওই আলাপে অভিনেত্রী জানান, তাঁর চেহারার এই বদল অস্বাভাবিক কিছু নয়।
লরেন্স বলেন, ‘১৯ বছর বয়সে আমি কাজ শুরু করেছিলাম। সেই বয়সে আমি দেখতে কেমন ছিলাম, আর এখন কেমন—সেটা নিয়ে সব সময় তুলনা চলে। যাঁরা তুলনা করেন, তাঁদের বলতে চাই, আমি এখন বড় হয়েছি। বাচ্চাসুলভ ব্যাপারটা আমার চেহারা থেকে চলে গেছে। সবাই ভাবছে, আমি প্লাস্টিক সার্জারি করে নাকের গঠন বদলে ফেলেছি। সেটা একেবারেই সত্যি নয়।’
জেনিফার লরেন্স জানান, অস্ত্রোপচার করে কোনো অঙ্গপ্রত্যঙ্গ বদলের ইচ্ছা তাঁর কখনো ছিল না। এখনো নেই।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৭ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৭ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
১১ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১৩ ঘণ্টা আগে