এমি পুরস্কারজয়ী অভিনেতা আন্দ্রে ব্রাওর মারা গেছেন। দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত ১১ ডিসেম্বর সোমবার ৬১ বছর বয়সে আন্দ্রের মৃত্যু হয়। অভিনেতার ম্যানেজার জেনিফার অ্যালেন সংবাদমাধ্যমকে জানান, কিছুদিনের অসুস্থতার পর অভিনেতার মৃত্যু হয়েছে।
আন্দ্রে ব্রাওরের স্ত্রী অভিনেত্রী অ্যামি ব্র্যাবসন। তিনও ব্রাওরের সঙ্গে ‘হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট’-এও অভিনয় করেন। এ সিরিজটির জন্যই তিনি দর্শকপ্রিয়তা লাভ করেন।
২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত বানানো কমেডি সিরিজ ‘ব্রুকলিন নাইন-নাইন’-এ ক্যাপ্টেন রেমন্ড হল্টের ভূমিকা অভিনয় করে পরিচিতি পান ব্রাওর। পরে এনবিসির ‘হোমিসাইড: লাইফ অন দ্য লাইফ অন দ্য এনবিসি’-তে গোয়েন্দা ফ্র্যাঙ্ক পেম্বলটনের চরিত্রে অভিনয়ের জন্যও পরিচিত ছিলেন। এ চরিত্রের জন্য তিনি প্রথমবারের মতো এমি জেতেন। ২০০৬ সালে, এফএক্স মিনি-সিরিজ ‘থিফ’-এ হেস্ট ক্রু লিডার নিক অ্যাটওয়াটারের চরিত্রে অভিনয় করে তিনি দ্বিতীয়বার এমি জিতেছিলেন।
১৯৮৯-সালে গ্লোরিতে, ম্যাথিউ ব্রডরিক এবং ডেনজেল ওয়াশিংটনের বিপরীতে প্রথমবার সিনেমায় অভিনয় করেন আন্দ্রে ব্রাওর। তিনি টমাস সিয়ারলেস চরিত্রে অভিনয় করেছিলেন। ‘সিটি অব অ্যাঞ্জেলস’, ‘ফ্রিকোয়েন্সি’, ‘পোসেইডন’, ‘প্রাইমাল ফিয়ার’, ‘ডুয়েটস’, ‘দ্য মিস্ট’, ‘ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অব দ্য সিলভার সার্ফার’, ‘সল্ট’ এর মতো সিনেমায় অভিনয় করেছেন।
এমি পুরস্কারজয়ী অভিনেতা আন্দ্রে ব্রাওর মারা গেছেন। দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত ১১ ডিসেম্বর সোমবার ৬১ বছর বয়সে আন্দ্রের মৃত্যু হয়। অভিনেতার ম্যানেজার জেনিফার অ্যালেন সংবাদমাধ্যমকে জানান, কিছুদিনের অসুস্থতার পর অভিনেতার মৃত্যু হয়েছে।
আন্দ্রে ব্রাওরের স্ত্রী অভিনেত্রী অ্যামি ব্র্যাবসন। তিনও ব্রাওরের সঙ্গে ‘হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট’-এও অভিনয় করেন। এ সিরিজটির জন্যই তিনি দর্শকপ্রিয়তা লাভ করেন।
২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত বানানো কমেডি সিরিজ ‘ব্রুকলিন নাইন-নাইন’-এ ক্যাপ্টেন রেমন্ড হল্টের ভূমিকা অভিনয় করে পরিচিতি পান ব্রাওর। পরে এনবিসির ‘হোমিসাইড: লাইফ অন দ্য লাইফ অন দ্য এনবিসি’-তে গোয়েন্দা ফ্র্যাঙ্ক পেম্বলটনের চরিত্রে অভিনয়ের জন্যও পরিচিত ছিলেন। এ চরিত্রের জন্য তিনি প্রথমবারের মতো এমি জেতেন। ২০০৬ সালে, এফএক্স মিনি-সিরিজ ‘থিফ’-এ হেস্ট ক্রু লিডার নিক অ্যাটওয়াটারের চরিত্রে অভিনয় করে তিনি দ্বিতীয়বার এমি জিতেছিলেন।
১৯৮৯-সালে গ্লোরিতে, ম্যাথিউ ব্রডরিক এবং ডেনজেল ওয়াশিংটনের বিপরীতে প্রথমবার সিনেমায় অভিনয় করেন আন্দ্রে ব্রাওর। তিনি টমাস সিয়ারলেস চরিত্রে অভিনয় করেছিলেন। ‘সিটি অব অ্যাঞ্জেলস’, ‘ফ্রিকোয়েন্সি’, ‘পোসেইডন’, ‘প্রাইমাল ফিয়ার’, ‘ডুয়েটস’, ‘দ্য মিস্ট’, ‘ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অব দ্য সিলভার সার্ফার’, ‘সল্ট’ এর মতো সিনেমায় অভিনয় করেছেন।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে