Ajker Patrika

স্বর্ণপাম জিতল ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’

আপডেট : ২৯ মে ২০২২, ১৫: ৫০
স্বর্ণপাম জিতল ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’

৭৫তম কান চলচ্চিত্র উৎসবে সম্মানজনক পুরস্কার পাম ডি’ অর বা স্বর্ণপাম জিতল ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’। বিবিসি জানায়, শনিবার পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এবারের উৎসবের সমাপনী আয়োজনে সেরা চলচ্চিত্রের পুরস্কার উঠেছে সুইডিশ নির্মাতা রুবেন ওস্টলুন্দের হাতে। এ নিয়ে দ্বিতীয়বার স্বর্ণপাম জিতলেন রুবেন। এর আগে ২০১৭ সালে ‘দ্য স্কয়ার’ সিনেমার জন্য কানে সেরা পুরস্কার জিতেছিলেন তিনি।

‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ সিনেমার চরিত্ররা কেউ ফ্যাশন তারকা, কেউ ধনকুবের। কিন্তু অপ্রত্যাশিত সব ঘটনা তাদের খ্যাতি আর অর্থের দাপট মুছে দিয়ে আদি মনুষ্য চেহারা প্রকাশ্যে আনে। এবারের উৎসবের শুরু থেকেই আলোচনায় ছিল ছবিটি। গত ২২ মে সিনেমাটি বড় পর্দায় দেখানো হয় কানের প্যালেস থিয়েটারে। প্রদর্শনী শেষ হওয়ার পর আট মিনিট দাঁড়িয়ে করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শক।

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইরানি অভিনেত্রী জাহরা আমির ইব্রাহিমি।কানের এবারের আসরে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন দক্ষিণ কোরিয়ার নির্মাতা পার্ক চ্যান-উক। ‘ডিসিশন টু লিভ’ সিনেমার জন্য এই সম্মাননা পেয়েছেন উক। ‘ব্রোকার’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার সং কাং হো। ‘হলি স্পাইডার’ সিনেমা দিয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে ইরানি অভিনেত্রী জাহরা আমির ইব্রাহিমির হাতে।

কান চলচ্চিত্র উৎসব সম্পর্কিত সংবাদ পেতে - এখানে ক্লিক করুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত