বিনোদন ডেস্ক
গত কয়েকটা বছর কঠিন সময় পার করেছেন হলিউড অভিনেতা জনি ডেপ। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে চলছিল আইনি জটিলতা। তার প্রভাব দেখা গেছে অভিনয়েও। আলোচিত সেই মামলা থেকে রেহাই পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন জনি ডেপ। ভক্তরাও অপেক্ষায় প্রিয় অভিনেতাকে হলিউড সিনেমায় দেখার। এবার শেষ হতে চলেছে সেই অপেক্ষার পালা। নতুন করে সিনেমায় ফিরছেন জনি ডেপ। অভিনয় করছেন মার্ক ওয়েব পরিচালিত ‘ডে ড্রিঙ্কার’-এ। অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াইয়ের পর এটিই হতে যাচ্ছে হলিউডে জনির প্রথম সিনেমা।
গত সোমবার প্রযোজনা প্রতিষ্ঠান লায়নসগেটের ফেসবুক পেজে ডে ড্রিঙ্কার সিনেমায় জনি ডেপের ফার্স্টলুক প্রকাশ করা হয়। ছবিতে জনিকে দেখা গেছে ধূসর চুল, নীল চোখ ও হালকা লম্বা রুপালি দাড়িতে! তিনি গাঢ় নীল স্যুট পরে হাতে এক গ্লাস পানীয় নিয়ে পোজ দিয়েছেন।
এ দিন জনি ডেপের লুকের পাশাপাশি সিনেমার অন্য কাস্টিংয়ের নামও প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে পেনেলোপে ক্রুজ, মানু রিওস, ম্যাডেলিন ক্লাইনসহ আরও বেশ কয়েকজন তারকার নাম।
ডে ড্রিঙ্কার সিনেমার কাহিনি গড়ে উঠেছে এক প্রাইভেট ইয়টের বারটেন্ডারকে (ম্যাডেলিন ক্লাইন) কেন্দ্র করে, যার সঙ্গে দেখা হয় ইয়টের এক রহস্যময় অতিথির (জনি ডেপ) সঙ্গে। তাদের মধ্যে তৈরি হয় জটিল সংযোগ, যা ধীরে ধীরে অপরাধজগতের এক নারীর (পেনেলোপে ক্রুজ) সঙ্গে জড়িয়ে পড়ে। এছাড়াও রয়েছে, দৃষ্টিপ্রতিবন্ধী একটি চরিত্র। দৃষ্টি ফিরে পাওয়ার পর সে বুঝতে পারে, তার সঙ্গে প্রতারণা করা হচ্ছে। বর্তমানে স্পেনে চলছে সিনেমার শুটিং। আগামী বছর সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে।
গত কয়েকটা বছর কঠিন সময় পার করেছেন হলিউড অভিনেতা জনি ডেপ। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে চলছিল আইনি জটিলতা। তার প্রভাব দেখা গেছে অভিনয়েও। আলোচিত সেই মামলা থেকে রেহাই পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন জনি ডেপ। ভক্তরাও অপেক্ষায় প্রিয় অভিনেতাকে হলিউড সিনেমায় দেখার। এবার শেষ হতে চলেছে সেই অপেক্ষার পালা। নতুন করে সিনেমায় ফিরছেন জনি ডেপ। অভিনয় করছেন মার্ক ওয়েব পরিচালিত ‘ডে ড্রিঙ্কার’-এ। অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াইয়ের পর এটিই হতে যাচ্ছে হলিউডে জনির প্রথম সিনেমা।
গত সোমবার প্রযোজনা প্রতিষ্ঠান লায়নসগেটের ফেসবুক পেজে ডে ড্রিঙ্কার সিনেমায় জনি ডেপের ফার্স্টলুক প্রকাশ করা হয়। ছবিতে জনিকে দেখা গেছে ধূসর চুল, নীল চোখ ও হালকা লম্বা রুপালি দাড়িতে! তিনি গাঢ় নীল স্যুট পরে হাতে এক গ্লাস পানীয় নিয়ে পোজ দিয়েছেন।
এ দিন জনি ডেপের লুকের পাশাপাশি সিনেমার অন্য কাস্টিংয়ের নামও প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে পেনেলোপে ক্রুজ, মানু রিওস, ম্যাডেলিন ক্লাইনসহ আরও বেশ কয়েকজন তারকার নাম।
ডে ড্রিঙ্কার সিনেমার কাহিনি গড়ে উঠেছে এক প্রাইভেট ইয়টের বারটেন্ডারকে (ম্যাডেলিন ক্লাইন) কেন্দ্র করে, যার সঙ্গে দেখা হয় ইয়টের এক রহস্যময় অতিথির (জনি ডেপ) সঙ্গে। তাদের মধ্যে তৈরি হয় জটিল সংযোগ, যা ধীরে ধীরে অপরাধজগতের এক নারীর (পেনেলোপে ক্রুজ) সঙ্গে জড়িয়ে পড়ে। এছাড়াও রয়েছে, দৃষ্টিপ্রতিবন্ধী একটি চরিত্র। দৃষ্টি ফিরে পাওয়ার পর সে বুঝতে পারে, তার সঙ্গে প্রতারণা করা হচ্ছে। বর্তমানে স্পেনে চলছে সিনেমার শুটিং। আগামী বছর সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে