এ বছর বাফটায় ফ্লোরিয়ান জেলার পরিচালিত ‘দ্য ফাদার’ ছিল সবচেয়ে আলোচিত। ছবিতে চোখধাঁধানো অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন অ্যান্থনি হপকিন্স। এছাড়াও চলতি বছরের অস্কারে সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা সহ-অভিনেত্রী, সেরা চিত্রনাট্য’র মতন একাধিক বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি। এবার আসতে চলেছে এই বহুল আলোচিত ছবি ‘দ্য ফাদার’ এর সিক্যুয়েল ‘দ্য সন’। মূল চরিত্রে দেখা যাবে হিউ জ্যাকম্যান ও লরা ডার্নকে। ‘দ্য সন’ এর পরিচালনার দায়িত্বে থাকবেন ফ্লোরিয়ান জেলারই। নিজের পরিচালিত বিখ্যাত নাটকের গল্প থেকেই এই ছবির চিত্রনাট্য লিখেছেন জেলার ও ক্রিস্টোফার হ্যাম্পটন।
‘দ্য ফাদার’ ছবিতে যেমন দেখা গিয়েছিল অ্যালজাইমা রোগের সঙ্গে অবিরাম লড়াই করে চলা এক বৃদ্ধের গল্প, তেমনই ‘দ্য সন’ ছবির গল্প ঘোরাফেরা করবে কৈশোর বয়সের ডিপ্রেশন বা হতাশার বিভিন্ন খুঁটিনাটি দিকগুলো। ‘দ্য সন’ গল্প বলবে এক বাবা ও ছেলের সম্পের্কেরও। ছবিতে দেখা যাবে পিটার (হিউ জ্যাকম্যান) ও তাঁর নতুন সঙ্গী এমা এবং সন্তানের জীবন হঠাৎ বদলে যায়, যখন পিটারের জীবনে হাজির হয় তাঁর সাবেক স্ত্রী কেট (লরা ডার্ন)। সঙ্গে পিটারের প্রথম পক্ষের ছেলে নিকোলাস। কীভাবে চূড়ান্ত ডিপ্রেশন ও মানসিক অস্থিরতায় জর্জরিত নিকোলাসকে তাঁর বাবা সুস্থ করে তুলতে চায় তাই নিয়েই আগাবে ছবির গল্প। তবে নিকোলাসের প্রভাবে কীভাবে পিটারের নতুন সংসার ভাঙতে বসে, কিভাবেই বা পিটার সেইসব সামলে ওঠে, ‘দ্য সন’ এ দর্শকরা সাক্ষী থাকবে তারও।
ছবির পরিচালকের মতে, ‘দ্য সন’ ডিপ্রেশনের ব্যাপারে সচেতনতার কথা বলার পাশাপাশি বলবে বাবা-ছেলের সম্পর্কের এক চিরন্তন গল্প।
এ বছর বাফটায় ফ্লোরিয়ান জেলার পরিচালিত ‘দ্য ফাদার’ ছিল সবচেয়ে আলোচিত। ছবিতে চোখধাঁধানো অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন অ্যান্থনি হপকিন্স। এছাড়াও চলতি বছরের অস্কারে সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা সহ-অভিনেত্রী, সেরা চিত্রনাট্য’র মতন একাধিক বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি। এবার আসতে চলেছে এই বহুল আলোচিত ছবি ‘দ্য ফাদার’ এর সিক্যুয়েল ‘দ্য সন’। মূল চরিত্রে দেখা যাবে হিউ জ্যাকম্যান ও লরা ডার্নকে। ‘দ্য সন’ এর পরিচালনার দায়িত্বে থাকবেন ফ্লোরিয়ান জেলারই। নিজের পরিচালিত বিখ্যাত নাটকের গল্প থেকেই এই ছবির চিত্রনাট্য লিখেছেন জেলার ও ক্রিস্টোফার হ্যাম্পটন।
‘দ্য ফাদার’ ছবিতে যেমন দেখা গিয়েছিল অ্যালজাইমা রোগের সঙ্গে অবিরাম লড়াই করে চলা এক বৃদ্ধের গল্প, তেমনই ‘দ্য সন’ ছবির গল্প ঘোরাফেরা করবে কৈশোর বয়সের ডিপ্রেশন বা হতাশার বিভিন্ন খুঁটিনাটি দিকগুলো। ‘দ্য সন’ গল্প বলবে এক বাবা ও ছেলের সম্পের্কেরও। ছবিতে দেখা যাবে পিটার (হিউ জ্যাকম্যান) ও তাঁর নতুন সঙ্গী এমা এবং সন্তানের জীবন হঠাৎ বদলে যায়, যখন পিটারের জীবনে হাজির হয় তাঁর সাবেক স্ত্রী কেট (লরা ডার্ন)। সঙ্গে পিটারের প্রথম পক্ষের ছেলে নিকোলাস। কীভাবে চূড়ান্ত ডিপ্রেশন ও মানসিক অস্থিরতায় জর্জরিত নিকোলাসকে তাঁর বাবা সুস্থ করে তুলতে চায় তাই নিয়েই আগাবে ছবির গল্প। তবে নিকোলাসের প্রভাবে কীভাবে পিটারের নতুন সংসার ভাঙতে বসে, কিভাবেই বা পিটার সেইসব সামলে ওঠে, ‘দ্য সন’ এ দর্শকরা সাক্ষী থাকবে তারও।
ছবির পরিচালকের মতে, ‘দ্য সন’ ডিপ্রেশনের ব্যাপারে সচেতনতার কথা বলার পাশাপাশি বলবে বাবা-ছেলের সম্পর্কের এক চিরন্তন গল্প।
আজ থেকে বৈশাখী টিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘গিট্টু’। দুই পরিবারের গল্প নিয়ে তৈরি ধারাবাহিকটি রচনা করেছেন সুস্ময় সুমন। পরিচালনা করেছেন রুমান রুনি। সপ্তাহের প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে গিট্টু।
৭ মিনিট আগে‘মতুয়া রত্ন সম্মান-২০২৫’ সম্মাননা পাচ্ছেন নির্মাতা তানভীর মোকাম্মেল। ৩১ আগস্ট (শনিবার) সর্বভারতীয় মতুয়া মহাসংঘের উদ্যোগে পশ্চিমবঙ্গের বনগাঁর ত্রিকোণ পার্কের নীলপদ্ম অডিটোরিয়ামে তানভীর মোকাম্মেলের হাতে তুলে দেওয়া হবে এ পুরস্কার।
১০ ঘণ্টা আগেবাংলাদেশ টেলিভিশনের ‘বৈঠকখানা’ অনুষ্ঠানে দুটি নতুন গান গাইলেন চার সংগীতশিল্পী সোহেল মেহেদী, বেলী আফরোজ, সাব্বির জামান ও জিনিয়া জাফরিন লুইপা। দুটি গানই লিখেছেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন মিল্টন খন্দকার।
১০ ঘণ্টা আগেঅস্কারজয়ী ম্যাক্সিকান পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন ফাহাদ ফাসিল। কিন্তু ইচ্ছা পূরণ হয়নি। বাধ্য হয়ে সুযোগটি ফিরিয়ে দিতে হয়েছিল।
১১ ঘণ্টা আগে