এ বছর বাফটায় ফ্লোরিয়ান জেলার পরিচালিত ‘দ্য ফাদার’ ছিল সবচেয়ে আলোচিত। ছবিতে চোখধাঁধানো অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন অ্যান্থনি হপকিন্স। এছাড়াও চলতি বছরের অস্কারে সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা সহ-অভিনেত্রী, সেরা চিত্রনাট্য’র মতন একাধিক বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি। এবার আসতে চলেছে এই বহুল আলোচিত ছবি ‘দ্য ফাদার’ এর সিক্যুয়েল ‘দ্য সন’। মূল চরিত্রে দেখা যাবে হিউ জ্যাকম্যান ও লরা ডার্নকে। ‘দ্য সন’ এর পরিচালনার দায়িত্বে থাকবেন ফ্লোরিয়ান জেলারই। নিজের পরিচালিত বিখ্যাত নাটকের গল্প থেকেই এই ছবির চিত্রনাট্য লিখেছেন জেলার ও ক্রিস্টোফার হ্যাম্পটন।
‘দ্য ফাদার’ ছবিতে যেমন দেখা গিয়েছিল অ্যালজাইমা রোগের সঙ্গে অবিরাম লড়াই করে চলা এক বৃদ্ধের গল্প, তেমনই ‘দ্য সন’ ছবির গল্প ঘোরাফেরা করবে কৈশোর বয়সের ডিপ্রেশন বা হতাশার বিভিন্ন খুঁটিনাটি দিকগুলো। ‘দ্য সন’ গল্প বলবে এক বাবা ও ছেলের সম্পের্কেরও। ছবিতে দেখা যাবে পিটার (হিউ জ্যাকম্যান) ও তাঁর নতুন সঙ্গী এমা এবং সন্তানের জীবন হঠাৎ বদলে যায়, যখন পিটারের জীবনে হাজির হয় তাঁর সাবেক স্ত্রী কেট (লরা ডার্ন)। সঙ্গে পিটারের প্রথম পক্ষের ছেলে নিকোলাস। কীভাবে চূড়ান্ত ডিপ্রেশন ও মানসিক অস্থিরতায় জর্জরিত নিকোলাসকে তাঁর বাবা সুস্থ করে তুলতে চায় তাই নিয়েই আগাবে ছবির গল্প। তবে নিকোলাসের প্রভাবে কীভাবে পিটারের নতুন সংসার ভাঙতে বসে, কিভাবেই বা পিটার সেইসব সামলে ওঠে, ‘দ্য সন’ এ দর্শকরা সাক্ষী থাকবে তারও।
ছবির পরিচালকের মতে, ‘দ্য সন’ ডিপ্রেশনের ব্যাপারে সচেতনতার কথা বলার পাশাপাশি বলবে বাবা-ছেলের সম্পর্কের এক চিরন্তন গল্প।
এ বছর বাফটায় ফ্লোরিয়ান জেলার পরিচালিত ‘দ্য ফাদার’ ছিল সবচেয়ে আলোচিত। ছবিতে চোখধাঁধানো অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন অ্যান্থনি হপকিন্স। এছাড়াও চলতি বছরের অস্কারে সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা সহ-অভিনেত্রী, সেরা চিত্রনাট্য’র মতন একাধিক বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি। এবার আসতে চলেছে এই বহুল আলোচিত ছবি ‘দ্য ফাদার’ এর সিক্যুয়েল ‘দ্য সন’। মূল চরিত্রে দেখা যাবে হিউ জ্যাকম্যান ও লরা ডার্নকে। ‘দ্য সন’ এর পরিচালনার দায়িত্বে থাকবেন ফ্লোরিয়ান জেলারই। নিজের পরিচালিত বিখ্যাত নাটকের গল্প থেকেই এই ছবির চিত্রনাট্য লিখেছেন জেলার ও ক্রিস্টোফার হ্যাম্পটন।
‘দ্য ফাদার’ ছবিতে যেমন দেখা গিয়েছিল অ্যালজাইমা রোগের সঙ্গে অবিরাম লড়াই করে চলা এক বৃদ্ধের গল্প, তেমনই ‘দ্য সন’ ছবির গল্প ঘোরাফেরা করবে কৈশোর বয়সের ডিপ্রেশন বা হতাশার বিভিন্ন খুঁটিনাটি দিকগুলো। ‘দ্য সন’ গল্প বলবে এক বাবা ও ছেলের সম্পের্কেরও। ছবিতে দেখা যাবে পিটার (হিউ জ্যাকম্যান) ও তাঁর নতুন সঙ্গী এমা এবং সন্তানের জীবন হঠাৎ বদলে যায়, যখন পিটারের জীবনে হাজির হয় তাঁর সাবেক স্ত্রী কেট (লরা ডার্ন)। সঙ্গে পিটারের প্রথম পক্ষের ছেলে নিকোলাস। কীভাবে চূড়ান্ত ডিপ্রেশন ও মানসিক অস্থিরতায় জর্জরিত নিকোলাসকে তাঁর বাবা সুস্থ করে তুলতে চায় তাই নিয়েই আগাবে ছবির গল্প। তবে নিকোলাসের প্রভাবে কীভাবে পিটারের নতুন সংসার ভাঙতে বসে, কিভাবেই বা পিটার সেইসব সামলে ওঠে, ‘দ্য সন’ এ দর্শকরা সাক্ষী থাকবে তারও।
ছবির পরিচালকের মতে, ‘দ্য সন’ ডিপ্রেশনের ব্যাপারে সচেতনতার কথা বলার পাশাপাশি বলবে বাবা-ছেলের সম্পর্কের এক চিরন্তন গল্প।
টালিউডে নিয়মিত কাজ করতে চান আরিফিন শুভ। আর তাই সেখানে থাকার ঠিকানা খুঁজছেন তিনি। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভ জানান, টালিউডের নির্মাতারা তাঁকে নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। তাই সেখানে নিজেকে প্রতিষ্ঠা করার সুযোগটা নিতে চান তিনি।
৪ ঘণ্টা আগেট্রাম্প বাণিজ্য দপ্তরের মতো সংশ্লিষ্ট মার্কিন সরকারি সংস্থাগুলোকে অবিলম্বে বিদেশে নির্মিত এবং যুক্তরাষ্ট্রে আনা সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমরা আবারও আমেরিকায় চলচ্চিত্র নির্মাণ করতে চাই!’
১২ ঘণ্টা আগেকণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ আছেন কানাডায়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন তাঁর ছেলে নিবিড়। সেই থেকে ছেলেকে সুস্থ করে তোলার তুমুল এক লড়াইয়ে কুমার বিশ্বজিৎ। গান ছেড়েছেন, দেশ ছেড়েছেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে দিনের পর দিন হাসপাতালে ছেলের পাশে থেকেছেন। বিশ্বজিৎ জানালেন...
১৩ ঘণ্টা আগেহলিউড যদি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) ভর করে সমৃদ্ধ হতে পারে, তবে বলিউড কেন ভিলেজ সিনেম্যাটিক ইউনিভার্স (ভিসিইউ) হতে পারে না? এ আইডিয়া ‘পঞ্চায়েত’ সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্রর। গ্রামীণ গল্প নিয়ে একটি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরির সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
১৪ ঘণ্টা আগে