ঢাকা: নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘মানি হেইস্ট’-এর পঞ্চম এবং শেষ সিজনের অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। প্রোডাকশনের কাজ শেষের পথে। ‘মানি হেইস্ট’-এ জনপ্রিয় ‘প্রফেসর’ চরিত্রে অভিনয় করেছেন আলভারো মর্তে। আলোচিত এই চরিত্রটিকে এবার বিদায় জানালেন অভিনেতা।
ইনস্টাগ্রামে আলভারো মর্তে একটি ভিডিও শেয়ার করেছেন। তাকে গাড়িতে বসে থাকতে দেখা গেছে। ‘মানি হেইস্ট’-এর শুটিং সেটকে চূড়ান্ত বিদায় জানিয়ে ফেরার পথে করা সেই ভিডিওতে অভিনেতা কিছু না বললেও তার অভিব্যক্তি এবং ফিরে তাকানোই বলে দিয়েছে সব কিছু।
ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘শেষবারের মতো সেট ছাড়ছি, কোনো শব্দের প্রয়োজন নেই। এত কিছু এবং সব কিছুর জন্য ধন্যবাদ। ভক্তদেরকে, পুরো টিমকে, নেটফ্লিক্স এবং প্রফেসরের সঙ্গে কাটানো ভাল সময়গুলোকে মিস করবো।’
আলভারো মর্তের এই পোস্ট ভরে গেছে ভক্তদের প্রতিক্রিয়ায়। ‘মানি হেইস্ট’র অন্য তারকারাও জানিয়েছেন তাঁদের অনুভূতির কথা। ‘মানি হেইস্ট’-এর চতুর্থ সিজন এসেছিল গত বছরের এপ্রিলে। তুমুল জনপ্রিয়তা পেয়েছে চতুর্থ সিজনটি।
‘মানি হেইস্ট’ গ্যাংটির ভাগ্যে কী আছে, তা নিয়ে জল্পনাকল্পনা শুরু করেছে ভক্তরা। ‘বিশেষ করে চতুর্থ সিজনে ক্লিফ হ্যাঙ্গার প্রফেসরের আস্তানাটি পুলিশ চিনিয়ে দেয়ার পর কী হবে তা জানতে উদগ্রীব হয়ে আছে ভক্তরা।
আলভারো মর্তে আভাস দিয়েছেন, ‘প্রফেসর’ চরিত্রটি হয়তো আবার তার আগের জীবনের একাকীত্বে ফিরে যাবেন। তবে আগেই কিছু নিশ্চিতভাবে অনুমান করা যাচ্ছে না। পঞ্চম সিজন মুক্তি পেলেই সব প্রশ্নের উত্তর মিলবে।
ঢাকা: নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘মানি হেইস্ট’-এর পঞ্চম এবং শেষ সিজনের অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। প্রোডাকশনের কাজ শেষের পথে। ‘মানি হেইস্ট’-এ জনপ্রিয় ‘প্রফেসর’ চরিত্রে অভিনয় করেছেন আলভারো মর্তে। আলোচিত এই চরিত্রটিকে এবার বিদায় জানালেন অভিনেতা।
ইনস্টাগ্রামে আলভারো মর্তে একটি ভিডিও শেয়ার করেছেন। তাকে গাড়িতে বসে থাকতে দেখা গেছে। ‘মানি হেইস্ট’-এর শুটিং সেটকে চূড়ান্ত বিদায় জানিয়ে ফেরার পথে করা সেই ভিডিওতে অভিনেতা কিছু না বললেও তার অভিব্যক্তি এবং ফিরে তাকানোই বলে দিয়েছে সব কিছু।
ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘শেষবারের মতো সেট ছাড়ছি, কোনো শব্দের প্রয়োজন নেই। এত কিছু এবং সব কিছুর জন্য ধন্যবাদ। ভক্তদেরকে, পুরো টিমকে, নেটফ্লিক্স এবং প্রফেসরের সঙ্গে কাটানো ভাল সময়গুলোকে মিস করবো।’
আলভারো মর্তের এই পোস্ট ভরে গেছে ভক্তদের প্রতিক্রিয়ায়। ‘মানি হেইস্ট’র অন্য তারকারাও জানিয়েছেন তাঁদের অনুভূতির কথা। ‘মানি হেইস্ট’-এর চতুর্থ সিজন এসেছিল গত বছরের এপ্রিলে। তুমুল জনপ্রিয়তা পেয়েছে চতুর্থ সিজনটি।
‘মানি হেইস্ট’ গ্যাংটির ভাগ্যে কী আছে, তা নিয়ে জল্পনাকল্পনা শুরু করেছে ভক্তরা। ‘বিশেষ করে চতুর্থ সিজনে ক্লিফ হ্যাঙ্গার প্রফেসরের আস্তানাটি পুলিশ চিনিয়ে দেয়ার পর কী হবে তা জানতে উদগ্রীব হয়ে আছে ভক্তরা।
আলভারো মর্তে আভাস দিয়েছেন, ‘প্রফেসর’ চরিত্রটি হয়তো আবার তার আগের জীবনের একাকীত্বে ফিরে যাবেন। তবে আগেই কিছু নিশ্চিতভাবে অনুমান করা যাচ্ছে না। পঞ্চম সিজন মুক্তি পেলেই সব প্রশ্নের উত্তর মিলবে।
ট্রাম্প বাণিজ্য দপ্তরের মতো সংশ্লিষ্ট মার্কিন সরকারি সংস্থাগুলোকে অবিলম্বে বিদেশে নির্মিত এবং যুক্তরাষ্ট্রে আনা সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমরা আবারও আমেরিকায় চলচ্চিত্র নির্মাণ করতে চাই!’
৮ ঘণ্টা আগেকণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ আছেন কানাডায়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন তাঁর ছেলে নিবিড়। সেই থেকে ছেলেকে সুস্থ করে তোলার তুমুল এক লড়াইয়ে কুমার বিশ্বজিৎ। গান ছেড়েছেন, দেশ ছেড়েছেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে দিনের পর দিন হাসপাতালে ছেলের পাশে থেকেছেন। বিশ্বজিৎ জানালেন...
৯ ঘণ্টা আগেহলিউড যদি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) ভর করে সমৃদ্ধ হতে পারে, তবে বলিউড কেন ভিলেজ সিনেম্যাটিক ইউনিভার্স (ভিসিইউ) হতে পারে না? এ আইডিয়া ‘পঞ্চায়েত’ সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্রর। গ্রামীণ গল্প নিয়ে একটি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরির সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগেনাট্যদল এথিক মঞ্চে আনছে কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ্র নাটক ‘সুড়ঙ্গ’। এটি এথিকের ১৪তম প্রযোজনা। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। সহযোগী নির্দেশক মনি কানচন। নাটকটির প্রযোজনা অধিকর্তা রেজানুর রহমান। ২৩ মে সন্ধ্যা ৭টায় ঢাকার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে সুড়ঙ্গ নাটকের উদ্বোধনী
১০ ঘণ্টা আগে