জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ অস্কার পুরস্কার বিতরনী অনুষ্ঠানের। বাংলাদেশ সময় আজ ভোর থেকে জমকালো আয়োজন, বিখ্যাত তারকাদের পরিবেশনার মধ্য দিয়ে হয়ে গেল বছরের সবচেয়ে কাঙ্খিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি। এবারের অস্কার অনুষ্ঠানটি ছিল একের পর এক চমকে ঠাসা!
ইতিহাস গড়লেন চীনা পরিচালক ক্লোয়ি ঝাও। ‘নোম্যাডল্যান্ড’ ছবির জন্য দ্বিতীয় নারী পরিচালক হিসেবে অস্কার পেলেন তিনি। এর আগে ২০১০ সালে ‘দ্য হার্ট লকার’-এর জন্য অস্কার পেয়েছিলেন ক্যাথরিন বিগেলো। ক্লোয়ি আবার একইসঙ্গে ‘উইম্যান অব কালার’ তথা অশ্বেতাঙ্গ প্রথম নারী হিসেবেও অস্কার পেলেন। প্রথম এশিয়ান বংশোদ্ভূত নারী যিনি অস্কার পেলেন। অস্কারের মোট ৬টি বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি।
‘নোম্যাডল্যান্ড’ এর গল্পটা ফার্ন নামের এক নারীকে ঘিরে। আমেরিকার মহামন্দার সময় সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন ষাটে পা দেওয়া ফার্ন। এরপর ছুটে যান পশ্চিমে। বেছে নেন এ যুগের যাযাবর জীবন।
আর ফার্নের চরিত্রটাকে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলে সেরা অভিনেত্রীর অস্কারটা বাগিয়ে নিয়েছেন ফ্রান্সেস ম্যাকডোরমান্ড। এ নিয়ে তিনটি অস্কার পেলেন এ অভিনেত্রী। তিনটিই পেয়েছেন সেরা অভিনেত্রী হিসেবে (আগের দুটি ছবি হলো- ‘ফারগো’, ‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং মিসৌরি’।
‘দ্য ফাদার’ ছবিতে ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন অ্যান্থনি হপকিনস। একইসঙ্গে তিনি আবার অস্কারজয়ী সবচেয়ে বেশি বয়সী অভিনেতাও।
এক নজরে দেখে নিন ৯৩ তম অস্কারের বিজয়ী তালিকা:
সেরা ছবি: নোম্যাডল্যান্ড
সেরা পরিচালক: ক্লোয়ি ঝাও
সেরা অভিনেতা: অ্যান্থনি হপকিন্স
সেরা অভিনেত্রী: ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড
সেরা পার্শ্ব-অভিনেতা: ড্যানিয়েল কালুইয়া
সেরা পার্শ্ব-অভিনেত্রী: ইয়া-জাং উন
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: অ্যানাদার রাউন্ড
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: দ্য ফাদার
সেরা মৌলিক চিত্রনাট্য: প্রমিসিং ইয়াং ওম্যান
সেরা প্রামাণ্যচিত্র: মাই অক্টোপাস টিচার
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: কলেট
সেরা অ্যানিমেটেড ছবি: সৌল
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: ইফ অ্যানিথিং হ্যাপেনস আই লাভ ইউ
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: টু ডিস্ট্যান্ট স্ট্রেঞ্জার্স
সেরা চিত্রগ্রহণ: ম্যাঙ্ক
সেরা সম্পাদনা: সাউন্ড অব মেটাল
সেরা মৌলিক গান: ফাইট ফর ইউ (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)
সেরা মৌলিক সুর: সৌল
সেরা প্রোডাকশন ডিজাইন: ম্যাঙ্ক
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: টেনেট
সেরা শব্দ: সাউন্ড অব মেটাল
সেরা পোশাক পরিকল্পনা: মা রেইনি’স ব্ল্যাক বটম
সেরা রূপ ও চুলসজ্জা: মা রেইনি’স ব্ল্যাক বটম
হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড: টাইলার পেরি।
জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ অস্কার পুরস্কার বিতরনী অনুষ্ঠানের। বাংলাদেশ সময় আজ ভোর থেকে জমকালো আয়োজন, বিখ্যাত তারকাদের পরিবেশনার মধ্য দিয়ে হয়ে গেল বছরের সবচেয়ে কাঙ্খিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি। এবারের অস্কার অনুষ্ঠানটি ছিল একের পর এক চমকে ঠাসা!
ইতিহাস গড়লেন চীনা পরিচালক ক্লোয়ি ঝাও। ‘নোম্যাডল্যান্ড’ ছবির জন্য দ্বিতীয় নারী পরিচালক হিসেবে অস্কার পেলেন তিনি। এর আগে ২০১০ সালে ‘দ্য হার্ট লকার’-এর জন্য অস্কার পেয়েছিলেন ক্যাথরিন বিগেলো। ক্লোয়ি আবার একইসঙ্গে ‘উইম্যান অব কালার’ তথা অশ্বেতাঙ্গ প্রথম নারী হিসেবেও অস্কার পেলেন। প্রথম এশিয়ান বংশোদ্ভূত নারী যিনি অস্কার পেলেন। অস্কারের মোট ৬টি বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি।
‘নোম্যাডল্যান্ড’ এর গল্পটা ফার্ন নামের এক নারীকে ঘিরে। আমেরিকার মহামন্দার সময় সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন ষাটে পা দেওয়া ফার্ন। এরপর ছুটে যান পশ্চিমে। বেছে নেন এ যুগের যাযাবর জীবন।
আর ফার্নের চরিত্রটাকে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলে সেরা অভিনেত্রীর অস্কারটা বাগিয়ে নিয়েছেন ফ্রান্সেস ম্যাকডোরমান্ড। এ নিয়ে তিনটি অস্কার পেলেন এ অভিনেত্রী। তিনটিই পেয়েছেন সেরা অভিনেত্রী হিসেবে (আগের দুটি ছবি হলো- ‘ফারগো’, ‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং মিসৌরি’।
‘দ্য ফাদার’ ছবিতে ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন অ্যান্থনি হপকিনস। একইসঙ্গে তিনি আবার অস্কারজয়ী সবচেয়ে বেশি বয়সী অভিনেতাও।
এক নজরে দেখে নিন ৯৩ তম অস্কারের বিজয়ী তালিকা:
সেরা ছবি: নোম্যাডল্যান্ড
সেরা পরিচালক: ক্লোয়ি ঝাও
সেরা অভিনেতা: অ্যান্থনি হপকিন্স
সেরা অভিনেত্রী: ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড
সেরা পার্শ্ব-অভিনেতা: ড্যানিয়েল কালুইয়া
সেরা পার্শ্ব-অভিনেত্রী: ইয়া-জাং উন
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: অ্যানাদার রাউন্ড
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: দ্য ফাদার
সেরা মৌলিক চিত্রনাট্য: প্রমিসিং ইয়াং ওম্যান
সেরা প্রামাণ্যচিত্র: মাই অক্টোপাস টিচার
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: কলেট
সেরা অ্যানিমেটেড ছবি: সৌল
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: ইফ অ্যানিথিং হ্যাপেনস আই লাভ ইউ
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: টু ডিস্ট্যান্ট স্ট্রেঞ্জার্স
সেরা চিত্রগ্রহণ: ম্যাঙ্ক
সেরা সম্পাদনা: সাউন্ড অব মেটাল
সেরা মৌলিক গান: ফাইট ফর ইউ (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)
সেরা মৌলিক সুর: সৌল
সেরা প্রোডাকশন ডিজাইন: ম্যাঙ্ক
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: টেনেট
সেরা শব্দ: সাউন্ড অব মেটাল
সেরা পোশাক পরিকল্পনা: মা রেইনি’স ব্ল্যাক বটম
সেরা রূপ ও চুলসজ্জা: মা রেইনি’স ব্ল্যাক বটম
হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড: টাইলার পেরি।
বলিউড অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি হাঁটুর ক্ষত সারাতে নিজের প্রস্রাব পান করেছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলেন। তাঁর বক্তব্যের কয়েক দিন পর ‘আশিকি’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়ালও জানালেন, তিনিও প্রস্রাব পান করেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতা পেয়েছেন।
৪ মিনিট আগেফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১ দিন আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১ দিন আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগে