অ্যাকশন তারকা হিসেবে ডোয়াইন জনসনের সুনাম বিশ্বজুড়ে। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলো বক্স অফিসেও ব্যবসাসফল। এবার নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘দ্য রক’ নামে পরিচিত এই অভিনেতার নতুন চলচ্চিত্র ‘রেড নোটিশ’। আগামীকাল শুক্রবার থেকে দর্শকেরা এটি নেটফ্লিক্সে দেখতে পারবেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এই ছবিটিতে জনসনের সঙ্গে আছেন ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত গ্যাল গ্যাদত এবং আরেক তুমুল জনপ্রিয় অভিনেতা রায়ান রেনল্ডস। সীমিত সংখ্যক মুভি থিয়েটারে এক সপ্তাহ চলার পর আগামীকাল শুক্রবার থেকে নেটফ্লিক্সে সিনেমাটি সম্প্রচার করা হবে। ২০ কোটি ডলার বাজেটের এই চলচ্চিত্রটি নেটফ্লিক্সের বানানো সবচেয়ে ব্যয়বহুল ছবির তকমা পেয়ে গেছে এরই মধ্যে।
ডোয়েইন জনসন সম্প্রতি ‘জুমানজি’ ও ‘ফিউরিয়াস ৭’ এর মতো সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন বলেন, ‘চলচ্চিত্রগুলো শুধু থিয়েটারে মুক্তি না দিয়ে নেটফ্লিক্সের মতো মাধ্যমগুলোতে সম্প্রচার করা উচিত। এতে করে মানুষ ঘরে বসেই ছবিগুলো দেখতে পারবে। তাহলে এসব সিনেমা সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।’
জনসন আরও বলেন, ‘আমার সহকর্মীরা হয়তো আমার সঙ্গে একমত হবেন না। আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দর্শক। আমার মতে দর্শকেরা যেভাবে চলচ্চিত্র দেখতে চায়, তাঁদের সেভাবেই তা দেখার সুযোগ করে দেওয়া উচিত। মানুষ এখন ঘরে বসেই চলচ্চিত্র দেখতে বেশি আগ্রহী।’
নতুন ছবি ‘রেড নোটিশ’–এ গ্যাল গ্যাদত চোরের ভূমিকায় অভিনয় করেছেন। তাঁকে হন্যে হয়ে খুঁজছে এফবিআই। ইন্টারপোল থেকে জারি হয়েছে রেড নোটিশ। চোরকে পাকড়াও করার দায়িত্ব পড়ে তদন্ত সংস্থা এফবিআইয়ের শীর্ষ কর্মকর্তা জন হার্টলির (ডোয়াইন জনসন) কাঁধে। তিনি আবার চোর ধরতে জোট বাঁধেন নোলান বুথের (রায়ান রেনল্ডস) সঙ্গে। এভাবেই এগিয়ে যায় গল্প। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এই ছবিটির পরতে পরতে দেখা যাবে কমেডি, অ্যাডভেঞ্চার ও অ্যাকশন।
‘রেড নোটিশ’ ছবিটির নির্মাণকাজ শুরু হয়েছিল কোভিড-১৯ মহামারির আগে। লকডাউন শুরু হওয়ার পর নতুন করে ছবিটির গল্প সাজানো হয়। এ ব্যাপারে গ্যাল গ্যাদত বলেন, ‘আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে এসেছি। ছবিটি শেষ করার জন্য এর ইউনিটের সব সহকর্মীকে আমি কৃতিত্ব দিতে চাই।’
আরও পড়ুন:
অ্যাকশন তারকা হিসেবে ডোয়াইন জনসনের সুনাম বিশ্বজুড়ে। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলো বক্স অফিসেও ব্যবসাসফল। এবার নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘দ্য রক’ নামে পরিচিত এই অভিনেতার নতুন চলচ্চিত্র ‘রেড নোটিশ’। আগামীকাল শুক্রবার থেকে দর্শকেরা এটি নেটফ্লিক্সে দেখতে পারবেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এই ছবিটিতে জনসনের সঙ্গে আছেন ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত গ্যাল গ্যাদত এবং আরেক তুমুল জনপ্রিয় অভিনেতা রায়ান রেনল্ডস। সীমিত সংখ্যক মুভি থিয়েটারে এক সপ্তাহ চলার পর আগামীকাল শুক্রবার থেকে নেটফ্লিক্সে সিনেমাটি সম্প্রচার করা হবে। ২০ কোটি ডলার বাজেটের এই চলচ্চিত্রটি নেটফ্লিক্সের বানানো সবচেয়ে ব্যয়বহুল ছবির তকমা পেয়ে গেছে এরই মধ্যে।
ডোয়েইন জনসন সম্প্রতি ‘জুমানজি’ ও ‘ফিউরিয়াস ৭’ এর মতো সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন বলেন, ‘চলচ্চিত্রগুলো শুধু থিয়েটারে মুক্তি না দিয়ে নেটফ্লিক্সের মতো মাধ্যমগুলোতে সম্প্রচার করা উচিত। এতে করে মানুষ ঘরে বসেই ছবিগুলো দেখতে পারবে। তাহলে এসব সিনেমা সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।’
জনসন আরও বলেন, ‘আমার সহকর্মীরা হয়তো আমার সঙ্গে একমত হবেন না। আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দর্শক। আমার মতে দর্শকেরা যেভাবে চলচ্চিত্র দেখতে চায়, তাঁদের সেভাবেই তা দেখার সুযোগ করে দেওয়া উচিত। মানুষ এখন ঘরে বসেই চলচ্চিত্র দেখতে বেশি আগ্রহী।’
নতুন ছবি ‘রেড নোটিশ’–এ গ্যাল গ্যাদত চোরের ভূমিকায় অভিনয় করেছেন। তাঁকে হন্যে হয়ে খুঁজছে এফবিআই। ইন্টারপোল থেকে জারি হয়েছে রেড নোটিশ। চোরকে পাকড়াও করার দায়িত্ব পড়ে তদন্ত সংস্থা এফবিআইয়ের শীর্ষ কর্মকর্তা জন হার্টলির (ডোয়াইন জনসন) কাঁধে। তিনি আবার চোর ধরতে জোট বাঁধেন নোলান বুথের (রায়ান রেনল্ডস) সঙ্গে। এভাবেই এগিয়ে যায় গল্প। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এই ছবিটির পরতে পরতে দেখা যাবে কমেডি, অ্যাডভেঞ্চার ও অ্যাকশন।
‘রেড নোটিশ’ ছবিটির নির্মাণকাজ শুরু হয়েছিল কোভিড-১৯ মহামারির আগে। লকডাউন শুরু হওয়ার পর নতুন করে ছবিটির গল্প সাজানো হয়। এ ব্যাপারে গ্যাল গ্যাদত বলেন, ‘আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে এসেছি। ছবিটি শেষ করার জন্য এর ইউনিটের সব সহকর্মীকে আমি কৃতিত্ব দিতে চাই।’
আরও পড়ুন:
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৩ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৪ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৪ ঘণ্টা আগে