অ্যাকশন তারকা হিসেবে ডোয়াইন জনসনের সুনাম বিশ্বজুড়ে। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলো বক্স অফিসেও ব্যবসাসফল। এবার নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘দ্য রক’ নামে পরিচিত এই অভিনেতার নতুন চলচ্চিত্র ‘রেড নোটিশ’। আগামীকাল শুক্রবার থেকে দর্শকেরা এটি নেটফ্লিক্সে দেখতে পারবেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এই ছবিটিতে জনসনের সঙ্গে আছেন ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত গ্যাল গ্যাদত এবং আরেক তুমুল জনপ্রিয় অভিনেতা রায়ান রেনল্ডস। সীমিত সংখ্যক মুভি থিয়েটারে এক সপ্তাহ চলার পর আগামীকাল শুক্রবার থেকে নেটফ্লিক্সে সিনেমাটি সম্প্রচার করা হবে। ২০ কোটি ডলার বাজেটের এই চলচ্চিত্রটি নেটফ্লিক্সের বানানো সবচেয়ে ব্যয়বহুল ছবির তকমা পেয়ে গেছে এরই মধ্যে।
ডোয়েইন জনসন সম্প্রতি ‘জুমানজি’ ও ‘ফিউরিয়াস ৭’ এর মতো সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন বলেন, ‘চলচ্চিত্রগুলো শুধু থিয়েটারে মুক্তি না দিয়ে নেটফ্লিক্সের মতো মাধ্যমগুলোতে সম্প্রচার করা উচিত। এতে করে মানুষ ঘরে বসেই ছবিগুলো দেখতে পারবে। তাহলে এসব সিনেমা সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।’
জনসন আরও বলেন, ‘আমার সহকর্মীরা হয়তো আমার সঙ্গে একমত হবেন না। আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দর্শক। আমার মতে দর্শকেরা যেভাবে চলচ্চিত্র দেখতে চায়, তাঁদের সেভাবেই তা দেখার সুযোগ করে দেওয়া উচিত। মানুষ এখন ঘরে বসেই চলচ্চিত্র দেখতে বেশি আগ্রহী।’
নতুন ছবি ‘রেড নোটিশ’–এ গ্যাল গ্যাদত চোরের ভূমিকায় অভিনয় করেছেন। তাঁকে হন্যে হয়ে খুঁজছে এফবিআই। ইন্টারপোল থেকে জারি হয়েছে রেড নোটিশ। চোরকে পাকড়াও করার দায়িত্ব পড়ে তদন্ত সংস্থা এফবিআইয়ের শীর্ষ কর্মকর্তা জন হার্টলির (ডোয়াইন জনসন) কাঁধে। তিনি আবার চোর ধরতে জোট বাঁধেন নোলান বুথের (রায়ান রেনল্ডস) সঙ্গে। এভাবেই এগিয়ে যায় গল্প। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এই ছবিটির পরতে পরতে দেখা যাবে কমেডি, অ্যাডভেঞ্চার ও অ্যাকশন।
‘রেড নোটিশ’ ছবিটির নির্মাণকাজ শুরু হয়েছিল কোভিড-১৯ মহামারির আগে। লকডাউন শুরু হওয়ার পর নতুন করে ছবিটির গল্প সাজানো হয়। এ ব্যাপারে গ্যাল গ্যাদত বলেন, ‘আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে এসেছি। ছবিটি শেষ করার জন্য এর ইউনিটের সব সহকর্মীকে আমি কৃতিত্ব দিতে চাই।’
আরও পড়ুন:
অ্যাকশন তারকা হিসেবে ডোয়াইন জনসনের সুনাম বিশ্বজুড়ে। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলো বক্স অফিসেও ব্যবসাসফল। এবার নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘দ্য রক’ নামে পরিচিত এই অভিনেতার নতুন চলচ্চিত্র ‘রেড নোটিশ’। আগামীকাল শুক্রবার থেকে দর্শকেরা এটি নেটফ্লিক্সে দেখতে পারবেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এই ছবিটিতে জনসনের সঙ্গে আছেন ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত গ্যাল গ্যাদত এবং আরেক তুমুল জনপ্রিয় অভিনেতা রায়ান রেনল্ডস। সীমিত সংখ্যক মুভি থিয়েটারে এক সপ্তাহ চলার পর আগামীকাল শুক্রবার থেকে নেটফ্লিক্সে সিনেমাটি সম্প্রচার করা হবে। ২০ কোটি ডলার বাজেটের এই চলচ্চিত্রটি নেটফ্লিক্সের বানানো সবচেয়ে ব্যয়বহুল ছবির তকমা পেয়ে গেছে এরই মধ্যে।
ডোয়েইন জনসন সম্প্রতি ‘জুমানজি’ ও ‘ফিউরিয়াস ৭’ এর মতো সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন বলেন, ‘চলচ্চিত্রগুলো শুধু থিয়েটারে মুক্তি না দিয়ে নেটফ্লিক্সের মতো মাধ্যমগুলোতে সম্প্রচার করা উচিত। এতে করে মানুষ ঘরে বসেই ছবিগুলো দেখতে পারবে। তাহলে এসব সিনেমা সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।’
জনসন আরও বলেন, ‘আমার সহকর্মীরা হয়তো আমার সঙ্গে একমত হবেন না। আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দর্শক। আমার মতে দর্শকেরা যেভাবে চলচ্চিত্র দেখতে চায়, তাঁদের সেভাবেই তা দেখার সুযোগ করে দেওয়া উচিত। মানুষ এখন ঘরে বসেই চলচ্চিত্র দেখতে বেশি আগ্রহী।’
নতুন ছবি ‘রেড নোটিশ’–এ গ্যাল গ্যাদত চোরের ভূমিকায় অভিনয় করেছেন। তাঁকে হন্যে হয়ে খুঁজছে এফবিআই। ইন্টারপোল থেকে জারি হয়েছে রেড নোটিশ। চোরকে পাকড়াও করার দায়িত্ব পড়ে তদন্ত সংস্থা এফবিআইয়ের শীর্ষ কর্মকর্তা জন হার্টলির (ডোয়াইন জনসন) কাঁধে। তিনি আবার চোর ধরতে জোট বাঁধেন নোলান বুথের (রায়ান রেনল্ডস) সঙ্গে। এভাবেই এগিয়ে যায় গল্প। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এই ছবিটির পরতে পরতে দেখা যাবে কমেডি, অ্যাডভেঞ্চার ও অ্যাকশন।
‘রেড নোটিশ’ ছবিটির নির্মাণকাজ শুরু হয়েছিল কোভিড-১৯ মহামারির আগে। লকডাউন শুরু হওয়ার পর নতুন করে ছবিটির গল্প সাজানো হয়। এ ব্যাপারে গ্যাল গ্যাদত বলেন, ‘আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে এসেছি। ছবিটি শেষ করার জন্য এর ইউনিটের সব সহকর্মীকে আমি কৃতিত্ব দিতে চাই।’
আরও পড়ুন:
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
২৭ মিনিট আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৯ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১৩ ঘণ্টা আগে