সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গল্প এবার উঠে আসবে সেলুলয়েডের পর্দায়। ১৯৭০ ও ১৯৮০-র দশকে নিউইয়র্ক সিটিতে ডোনাল্ড ট্রাম্পের একজন রিয়েল এস্টেট টাইকুন হিসেবে উত্থানের গল্প উঠে আসবে এতে। ভ্যারাইটি জানিয়েছে, ‘দ্য অ্যাপ্রেনটিস’ শিরোনামের চলচ্চিত্রটিতে তরুণ ট্রাম্প চরিত্রে দেখা যাবে মার্ভেল অভিনেতা সেবাস্তিয়ান স্ট্যানকে।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, জনপ্রিয় ইরানি চলচ্চিত্র নির্মাতা আলী আব্বাসির পরিচালিত সিনেমাটিতে ট্রাম্পের সাবেক স্ত্রী প্রয়াত ইভানা ট্রাম্পের চরিত্রে অভিনয় করবেন হলিউড অভিনেত্রী মারিয়া বাকালভা।
এ ছাড়া সিনেমাটিতে যুক্তরাষ্ট্রে আইনজীবী ও রাজনৈতিক মধ্যস্থতাকারী রয় কোনের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা জেরেমি স্ট্রেং, যাকে ট্রাম্প তাঁর কর্মজীবনের প্রথম দিকে একজন পরামর্শদাতা হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
‘দ্য অ্যাপ্রেনটিস’-এর নির্বাহী প্রযোজক অ্যামি বেয়ারের সিএনএনকে পাঠানো এক সংক্ষিপ্ত বিবরণে জানিয়েছেন, আলী আব্বাসি পরিচালিত চলচ্চিত্রটির লগলাইন হলো, ‘দুর্নীতি ও প্রতারণার জগতে ক্ষমতা ও উচ্চাকাঙ্ক্ষা অন্বেষণ।’
সিনেমাটিতে মার্কিন সাম্রাজ্যের উত্থানে জয়ী ও বিজিতের সংস্কৃতির ফলে নৈতিক ও মানবিক মূল্যবোধের যে ক্ষয় হয়েছে, তা উঠে আসবে।
‘দ্য অ্যাপ্রেনটিস’ কবে মুক্তি পাবে, তা জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান। প্রযোজকদের পক্ষ থেকে গতকাল বুধবার সিএনএনকে নিশ্চিত করা হয়, সিনেমাটির দৃশ্য ধারণ শুরু হয়েছে।
উল্লেখ্য, ‘পাম অ্যান্ড টমি’তে মটলি ক্রু ড্রামার টমি লি হিসাবে অভিনয়ের জন্য স্ট্যান গত বছর গোল্ডেন গ্লোব ও এমি মনোনয়ন অর্জন করেছিলেন। এ ছাড়া তিনি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ‘ক্যাপ্টেন আমেরিকা’ ও ‘অ্যাভেঞ্জার্স’ সিনেমায় এবং ডিজনি প্লাসের ‘দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার’ মিনি সিরিজে বাকি বার্নস চরিত্রে অভিনয় করেছেন।
এদিকে হলিউড অভিনেত্রী বাকালোভা ২০২০-এর ‘বোরাত সাবসিকোয়েন্ট মুভিফিল্ম’-এ তুতার সাগদিয়েভ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন এবং এ কাজের জন্য তিনি প্রথম বুলগেরীয় অভিনেত্রী হিসেবে অস্কারের জন্য মনোনয়ন লাভ করেন। এরপর তিনি কমেডি ঘরানার ‘দ্য বাবল’ (২০২২), ‘বডিজ বডিজ বডিজ’ (২০২২) এবং ‘ফেয়ারিল্যান্ড’ (২০২৩) চলচ্চিত্রে অভিনয় করেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গল্প এবার উঠে আসবে সেলুলয়েডের পর্দায়। ১৯৭০ ও ১৯৮০-র দশকে নিউইয়র্ক সিটিতে ডোনাল্ড ট্রাম্পের একজন রিয়েল এস্টেট টাইকুন হিসেবে উত্থানের গল্প উঠে আসবে এতে। ভ্যারাইটি জানিয়েছে, ‘দ্য অ্যাপ্রেনটিস’ শিরোনামের চলচ্চিত্রটিতে তরুণ ট্রাম্প চরিত্রে দেখা যাবে মার্ভেল অভিনেতা সেবাস্তিয়ান স্ট্যানকে।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, জনপ্রিয় ইরানি চলচ্চিত্র নির্মাতা আলী আব্বাসির পরিচালিত সিনেমাটিতে ট্রাম্পের সাবেক স্ত্রী প্রয়াত ইভানা ট্রাম্পের চরিত্রে অভিনয় করবেন হলিউড অভিনেত্রী মারিয়া বাকালভা।
এ ছাড়া সিনেমাটিতে যুক্তরাষ্ট্রে আইনজীবী ও রাজনৈতিক মধ্যস্থতাকারী রয় কোনের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা জেরেমি স্ট্রেং, যাকে ট্রাম্প তাঁর কর্মজীবনের প্রথম দিকে একজন পরামর্শদাতা হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
‘দ্য অ্যাপ্রেনটিস’-এর নির্বাহী প্রযোজক অ্যামি বেয়ারের সিএনএনকে পাঠানো এক সংক্ষিপ্ত বিবরণে জানিয়েছেন, আলী আব্বাসি পরিচালিত চলচ্চিত্রটির লগলাইন হলো, ‘দুর্নীতি ও প্রতারণার জগতে ক্ষমতা ও উচ্চাকাঙ্ক্ষা অন্বেষণ।’
সিনেমাটিতে মার্কিন সাম্রাজ্যের উত্থানে জয়ী ও বিজিতের সংস্কৃতির ফলে নৈতিক ও মানবিক মূল্যবোধের যে ক্ষয় হয়েছে, তা উঠে আসবে।
‘দ্য অ্যাপ্রেনটিস’ কবে মুক্তি পাবে, তা জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান। প্রযোজকদের পক্ষ থেকে গতকাল বুধবার সিএনএনকে নিশ্চিত করা হয়, সিনেমাটির দৃশ্য ধারণ শুরু হয়েছে।
উল্লেখ্য, ‘পাম অ্যান্ড টমি’তে মটলি ক্রু ড্রামার টমি লি হিসাবে অভিনয়ের জন্য স্ট্যান গত বছর গোল্ডেন গ্লোব ও এমি মনোনয়ন অর্জন করেছিলেন। এ ছাড়া তিনি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ‘ক্যাপ্টেন আমেরিকা’ ও ‘অ্যাভেঞ্জার্স’ সিনেমায় এবং ডিজনি প্লাসের ‘দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার’ মিনি সিরিজে বাকি বার্নস চরিত্রে অভিনয় করেছেন।
এদিকে হলিউড অভিনেত্রী বাকালোভা ২০২০-এর ‘বোরাত সাবসিকোয়েন্ট মুভিফিল্ম’-এ তুতার সাগদিয়েভ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন এবং এ কাজের জন্য তিনি প্রথম বুলগেরীয় অভিনেত্রী হিসেবে অস্কারের জন্য মনোনয়ন লাভ করেন। এরপর তিনি কমেডি ঘরানার ‘দ্য বাবল’ (২০২২), ‘বডিজ বডিজ বডিজ’ (২০২২) এবং ‘ফেয়ারিল্যান্ড’ (২০২৩) চলচ্চিত্রে অভিনয় করেন।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৭ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৭ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
১১ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১৩ ঘণ্টা আগে