জেমস বন্ড সিরিজের ২৫ তম ছবি মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। হলি-তারকা ডেনিয়েল ক্রেগের 'জেমস বন্ড' হিসেবে এটাই শেষ ছবি। এই নিয়ে পর্দায় পঞ্চমবার বন্ড হিসেবে হাজির হবেন ডেনিয়েল। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনের রয়্যাল আলবার্ট হলে এই ছবিটির প্রিমিয়ারে অংশ নিয়েছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা।
প্রায় ২০০ মিলিয়ন ডলার বাজেটের ছবি 'নো টাইম টু ডাই'-এর প্রিমিয়ারের রেড কার্পেটে হাজির ছিলেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স চার্লস এবং তাঁর ছেলে উইলিয়াম তাঁদের স্ত্রী ক্যামিলা ও ক্যাথরিন। এ ছাড়া ছিলেন ছবির পরিচালক ক্যারি জোজি ফুকুনাগা, ছবির প্রযোজক জুটি মাইকেল জি উইলসন, বারবারা ব্রকোলি এবং স্বয়ং ড্যানিল ক্রেগ।
সম্প্রতি ইউএস ওপেন জেতা নারী টেনিস খেলোয়াড় এমা রাডুকানুও এই প্রিমিয়ারে অংশ নেন। এর সঙ্গে ছিলেন ফুটবলার হ্যারিকেন এবং তাঁর স্ত্রীও।
অফিসিয়াল এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রিমিয়ার থেকে আয়কৃত অর্থ ব্রিটেনের স্পেশাল ফোর্সের বর্তমান এবং সাবেক সদস্যদের দাতব্য প্রতিষ্ঠানে দেওয়া হবে।
প্রযোজকদের জেদ ছিল কিছুতেই 'বন্ড'-কে তাঁরা ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের সামনে হাজির করবেন না। তাতে দেরি হলে হবে। ২০২০ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত তিনবার শিডিউল পরিবর্তনের পর গোয়েন্দা সিরিজের ২৫ তম সিনেমা নো টাইম টু ডাই ওয়ার্ল্ড প্রিমিয়ারের অংশ হিসেবে ব্রিটেনে মুক্তি দেয়া হবে ৩০ সেপ্টেম্বর। আগামী ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে এই ছবি।
প্রিমিয়ারে অংশ নিয়ে জেমস বন্ড চরিত্রে অভিনয় করা ড্যানিয়েল ক্রেগ বলেন, আমি খুব খুশি সিনেমার জন্য আমরা বন্ড ছবিটি বানিয়েছি। শেষ পর্যন্ত আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এর চেয়ে খুশির আর কী হতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নো টাইম টু ডাই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রিতে ভালো সাড়া মিলেছে। যুক্তরাজ্যের সিনেমা ব্যবসায়ীদের বড় চেইন ওডিওন বলছে, গত সোমবারই নো টাইম টু ডাই সিনেমাটির অগ্রিম এ লাখ ৭৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। ২০১৯ সালের অ্যাভেঞ্জার্স: এন্ডগেম সিনেমার পর নো টাইম টু ডাই সিনেমাটির সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।
জেমস বন্ড সিরিজের ২৫ তম ছবি মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। হলি-তারকা ডেনিয়েল ক্রেগের 'জেমস বন্ড' হিসেবে এটাই শেষ ছবি। এই নিয়ে পর্দায় পঞ্চমবার বন্ড হিসেবে হাজির হবেন ডেনিয়েল। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনের রয়্যাল আলবার্ট হলে এই ছবিটির প্রিমিয়ারে অংশ নিয়েছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা।
প্রায় ২০০ মিলিয়ন ডলার বাজেটের ছবি 'নো টাইম টু ডাই'-এর প্রিমিয়ারের রেড কার্পেটে হাজির ছিলেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স চার্লস এবং তাঁর ছেলে উইলিয়াম তাঁদের স্ত্রী ক্যামিলা ও ক্যাথরিন। এ ছাড়া ছিলেন ছবির পরিচালক ক্যারি জোজি ফুকুনাগা, ছবির প্রযোজক জুটি মাইকেল জি উইলসন, বারবারা ব্রকোলি এবং স্বয়ং ড্যানিল ক্রেগ।
সম্প্রতি ইউএস ওপেন জেতা নারী টেনিস খেলোয়াড় এমা রাডুকানুও এই প্রিমিয়ারে অংশ নেন। এর সঙ্গে ছিলেন ফুটবলার হ্যারিকেন এবং তাঁর স্ত্রীও।
অফিসিয়াল এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রিমিয়ার থেকে আয়কৃত অর্থ ব্রিটেনের স্পেশাল ফোর্সের বর্তমান এবং সাবেক সদস্যদের দাতব্য প্রতিষ্ঠানে দেওয়া হবে।
প্রযোজকদের জেদ ছিল কিছুতেই 'বন্ড'-কে তাঁরা ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের সামনে হাজির করবেন না। তাতে দেরি হলে হবে। ২০২০ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত তিনবার শিডিউল পরিবর্তনের পর গোয়েন্দা সিরিজের ২৫ তম সিনেমা নো টাইম টু ডাই ওয়ার্ল্ড প্রিমিয়ারের অংশ হিসেবে ব্রিটেনে মুক্তি দেয়া হবে ৩০ সেপ্টেম্বর। আগামী ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে এই ছবি।
প্রিমিয়ারে অংশ নিয়ে জেমস বন্ড চরিত্রে অভিনয় করা ড্যানিয়েল ক্রেগ বলেন, আমি খুব খুশি সিনেমার জন্য আমরা বন্ড ছবিটি বানিয়েছি। শেষ পর্যন্ত আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এর চেয়ে খুশির আর কী হতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নো টাইম টু ডাই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রিতে ভালো সাড়া মিলেছে। যুক্তরাজ্যের সিনেমা ব্যবসায়ীদের বড় চেইন ওডিওন বলছে, গত সোমবারই নো টাইম টু ডাই সিনেমাটির অগ্রিম এ লাখ ৭৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। ২০১৯ সালের অ্যাভেঞ্জার্স: এন্ডগেম সিনেমার পর নো টাইম টু ডাই সিনেমাটির সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।
বলিউড অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি হাঁটুর ক্ষত সারাতে নিজের প্রস্রাব পান করেছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলেন। তাঁর বক্তব্যের কয়েক দিন পর ‘আশিকি’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়ালও জানালেন, তিনিও প্রস্রাব পান করেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতা পেয়েছেন।
১৪ ঘণ্টা আগেফেসবুকে শাকিব খান লেখেন, ’দিনরাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তাঁরা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রতিটি দৃশ্যের পেছনে থাকে তাঁদের নিঃশব্দ শ্রম।
২ দিন আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
২ দিন আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
২ দিন আগে