Ajker Patrika

পাঁচ কিস্তিতে অ্যাভাটার

পাঁচ কিস্তিতে অ্যাভাটার

২১৫৪ সাল। বড় কোনো বিপর্যয় না হলে কী হবে পৃথিবীর অবস্থা? টাইটানিকখ্যাত হলিউডের ব্লকব্লাস্টার পরিচালক জেমস ক্যামেরন সেই ভবিষ্যতের পৃথিবীকে তুলে ধরেছেন থ্রি-ডি ছবি ‘অ্যাভাটার’-এ। সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়ে বিশ্বব্যাপী ব্যবসার যে মাইলস্টোন গড়েছিল তাঁর ‘টাইটানিক’ ছবিটি, মুক্তির মাত্র তিন মাসের মধ্যে ‘অ্যাভাটার’ দিয়ে নিজের ছবিকেই অতিক্রম করে যান।

পরিচালক জেমস ক্যামেরন এবার অ্যাভাটারের পঞ্চম কিস্তি তৈরিতে হাত দিয়েছেন। ‘ডোন্ট ব্রেথ’ খ্যাত অভিনেতা স্টিফেন ল্যাং গতকাল এক সাক্ষাৎকারে জানিয়েছেন ‘অ্যাভাটার ৫’-এর স্ক্রিপ্ট শুনে তিনি কেঁদে দিয়েছেন। ছবির স্ক্রিপ্ট নাকি এতটাই তাঁকে স্পর্শ করেছে। জানা যায়, তিনি এই ছবির অংশ হতে যাচ্ছেন।

ল্যাং বলেছেন, ‘সায়েন্স ফিকশনে অনেক সময়ই আবেগ খুঁজে পাওয়া যায় না। কিন্তু গল্পটা পড়তে পড়তে আমি আমার আবেগ ধরে রাখতে পারিনি। চোখ থেকে রীতিমতো অশ্রু ঝরছিল।’

২০০৯ সালে ‘অ্যাভাটার’-এর প্রথম কিস্তি মুক্তি পায়। প্রযোজনা প্রতিষ্ঠান টোয়েন্টি সেঞ্চুরি ফক্স জানিয়েছে, মোট পাঁচ কিস্তি তৈরি করা হবে ছবিটির। প্রতিটি সিকুয়েলই তার আগের গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হবে। এখন পর্যন্ত যত ফ্র্যাঞ্চাইজি শুরু হয়েছে, অ্যাভাটার সবচেয়ে ব্যয়বহুল। প্রতি কিস্তি তৈরি করতে কমপক্ষে দুই বিলিয়ন ডলার খরচ হবে।

ছবিগুলো যথাক্রমে মুক্তি পাবে ২০২২ সালের ১৬ ডিসেম্বর ‘অ্যাভাটার ২’, ২০২৪ সালের ২০ ডিসেম্বর ‘অ্যাভাটার ৩’,  ২০২৬ সালের ১৮ ডিসেম্বর ‘অ্যাভাটার ৪’, ২০২৮ সালের ২২ ডিসেম্বর ‘অ্যাভাটার ৫’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিনা খরচে টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু, পেতে যা করতে হবে

বাগরামে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ‘অগ্রহণযোগ্য’, পাকিস্তান–চীনের সঙ্গে এক সুর ভারতের

আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম

ভারতীয়রা ভিসা ছাড় পাবে না, স্বার্থ হাসিলে ‘দুদিনের বাণিজ্য মিশনে’ মুম্বাইয়ে স্টারমার

শহিদুল আলমদের কনসেন্সসহ ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটকের দাবি ইসরায়েলের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত