মুক্তির প্রথম সপ্তাহ পেরোতেই উত্তর আমেরিকার বক্স অফিসে হিট জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ সিনেমা 'নো টাইম টু ডাই'। ইন্ডাস্ট্রি অফ ওয়াচার এক্সিবিউটর রিলেশন্স অনুসারে প্রথম সপ্তাহে সিনেমাটি আয় করেছে ৫ কোটি ৫৫ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪৭৪ কোটি ৭৬ লাখ টাকা।
৩০ সেপ্টেম্বর যুক্তরাজ্যে নো টাইম টু ডাই মুক্তি পায়। প্রথম দিনেই ছবিটি আয় করেছে পাঁচ মিলিয়ন পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৮ কোটি টাকা। বর্তমানে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের ৭৭২ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। সিনেমাটির আয়ের তোড়ে গত সপ্তাহের শীর্ষ থেকে তালিকায় দ্বিতীয় অবস্থানে নেমে এসেছে গত সপ্তাহে ৩ কোটি ১৭ লাখ ডলার আয় করা সিনেমা ভেনম: লেট দা বি কার্নেজ। এই সিনেমাটি প্রথম দুই সপ্তাহে আয় করেছে ১৪ কোটি ১০ লাখ ডলার।
এ ছাড়া, ১ কোটি ডলার আয় করে এ সপ্তাহে তৃতীয় অবস্থানে আছে দা অ্যাডামস ফ্যামিলি ২। ৪৩ লাখ ডলার আয় করে চতুর্থ অবস্থানে ছিল ডিজনির ব্লকবাস্টার শাং-চি এবং দ্য লিজেন্ড অফ দা টেন রিংস। পঞ্চম স্থানে দা মেনি সেন্টস অফ নেটওয়ার্ক এবং ষষ্ঠ অবস্থানে রায়ান রেনল্ডস অভিনীত কমেডি অ্যাকশন মুভি ফ্রি গাই। এর পরে রয়েছে যথাক্রমে ডিয়ার ইভান হ্যানসেন (১০ লাখ ডলার), ল্যাম্ব (১০ লাখ ডলার), ক্যান্ডিম্যান (৭ লাখ ১০ হাজার ডলার) ও ১০ নম্বরে জঙ্গল ক্রুজ (২ লাখ ১৫ হাজার ডলার)।
'নো টাইম টু ডাই' বন্ড ফ্র্যাঞ্চাইজির ২৫ তম ও কেন্দ্রীয় চরিত্রে ড্যানিয়েল ক্রেইগের সর্বশেষ সিনেমা। সিরিজের ইতিহাসে 'নো টাইম টু ডাই' একাধিক কারণে আলাদা। শুধু এজেন্ট-ভিলেন দ্বৈরথের দেয়ালে এ সিনেমাকে আটকে রাখা যাবে না। প্রচণ্ড অ্যাকশনের পাশাপাশি এ ছবিটি অনেক বেশি মানবিক। ছবিতে জেমস বন্ডের প্রতিপক্ষ দু'জন। জেমস বন্ডের প্রতিটি ছবির মতোই এ ছবিতে ব্যবহার করা হয়েছে দারুণ আবহ সংগীত, যা করেছেন হান্স জামিয়ার। ছবির থিম সং 'নো টাইম টু ডাই' গেয়েছেন বিলি আইলিশ।
সিনেমার কেন্দ্রে রয়েছে ডিএনএ এবং জেনোসাইডের থিম। নিজের সেরা অভিনয় উজাড় করে দিয়েছেন ডেনিয়েল ক্রেইগ। বন্ডের বিপরীতে দুর্ধর্ষ দুশমন রামি মালিক, থুড়ি হানিবালও এক কথায় অনবদ্য। ক্যারি জোজি ফাকুনাগাও ছিলেন বন্ড অনুরাগীদের জন্য বাড়তি পাওয়া। কুবা থেকে বন্ডকে পালানোয় সাহায্য করা আনা দি আরমাসের ছোট্ট চরিত্রও উল্লেখযোগ্য। নতুন এজেন্ট ০০৭-এর চরিত্রে রাশানা লিঞ্চও নজর কেড়েছে দর্শকদের।
মুক্তির প্রথম সপ্তাহ পেরোতেই উত্তর আমেরিকার বক্স অফিসে হিট জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ সিনেমা 'নো টাইম টু ডাই'। ইন্ডাস্ট্রি অফ ওয়াচার এক্সিবিউটর রিলেশন্স অনুসারে প্রথম সপ্তাহে সিনেমাটি আয় করেছে ৫ কোটি ৫৫ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪৭৪ কোটি ৭৬ লাখ টাকা।
৩০ সেপ্টেম্বর যুক্তরাজ্যে নো টাইম টু ডাই মুক্তি পায়। প্রথম দিনেই ছবিটি আয় করেছে পাঁচ মিলিয়ন পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৮ কোটি টাকা। বর্তমানে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের ৭৭২ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। সিনেমাটির আয়ের তোড়ে গত সপ্তাহের শীর্ষ থেকে তালিকায় দ্বিতীয় অবস্থানে নেমে এসেছে গত সপ্তাহে ৩ কোটি ১৭ লাখ ডলার আয় করা সিনেমা ভেনম: লেট দা বি কার্নেজ। এই সিনেমাটি প্রথম দুই সপ্তাহে আয় করেছে ১৪ কোটি ১০ লাখ ডলার।
এ ছাড়া, ১ কোটি ডলার আয় করে এ সপ্তাহে তৃতীয় অবস্থানে আছে দা অ্যাডামস ফ্যামিলি ২। ৪৩ লাখ ডলার আয় করে চতুর্থ অবস্থানে ছিল ডিজনির ব্লকবাস্টার শাং-চি এবং দ্য লিজেন্ড অফ দা টেন রিংস। পঞ্চম স্থানে দা মেনি সেন্টস অফ নেটওয়ার্ক এবং ষষ্ঠ অবস্থানে রায়ান রেনল্ডস অভিনীত কমেডি অ্যাকশন মুভি ফ্রি গাই। এর পরে রয়েছে যথাক্রমে ডিয়ার ইভান হ্যানসেন (১০ লাখ ডলার), ল্যাম্ব (১০ লাখ ডলার), ক্যান্ডিম্যান (৭ লাখ ১০ হাজার ডলার) ও ১০ নম্বরে জঙ্গল ক্রুজ (২ লাখ ১৫ হাজার ডলার)।
'নো টাইম টু ডাই' বন্ড ফ্র্যাঞ্চাইজির ২৫ তম ও কেন্দ্রীয় চরিত্রে ড্যানিয়েল ক্রেইগের সর্বশেষ সিনেমা। সিরিজের ইতিহাসে 'নো টাইম টু ডাই' একাধিক কারণে আলাদা। শুধু এজেন্ট-ভিলেন দ্বৈরথের দেয়ালে এ সিনেমাকে আটকে রাখা যাবে না। প্রচণ্ড অ্যাকশনের পাশাপাশি এ ছবিটি অনেক বেশি মানবিক। ছবিতে জেমস বন্ডের প্রতিপক্ষ দু'জন। জেমস বন্ডের প্রতিটি ছবির মতোই এ ছবিতে ব্যবহার করা হয়েছে দারুণ আবহ সংগীত, যা করেছেন হান্স জামিয়ার। ছবির থিম সং 'নো টাইম টু ডাই' গেয়েছেন বিলি আইলিশ।
সিনেমার কেন্দ্রে রয়েছে ডিএনএ এবং জেনোসাইডের থিম। নিজের সেরা অভিনয় উজাড় করে দিয়েছেন ডেনিয়েল ক্রেইগ। বন্ডের বিপরীতে দুর্ধর্ষ দুশমন রামি মালিক, থুড়ি হানিবালও এক কথায় অনবদ্য। ক্যারি জোজি ফাকুনাগাও ছিলেন বন্ড অনুরাগীদের জন্য বাড়তি পাওয়া। কুবা থেকে বন্ডকে পালানোয় সাহায্য করা আনা দি আরমাসের ছোট্ট চরিত্রও উল্লেখযোগ্য। নতুন এজেন্ট ০০৭-এর চরিত্রে রাশানা লিঞ্চও নজর কেড়েছে দর্শকদের।
বলিউড অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি হাঁটুর ক্ষত সারাতে নিজের প্রস্রাব পান করেছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলেন। তাঁর বক্তব্যের কয়েক দিন পর ‘আশিকি’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়ালও জানালেন, তিনিও প্রস্রাব পান করেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতা পেয়েছেন।
১৪ ঘণ্টা আগেফেসবুকে শাকিব খান লেখেন, ’দিনরাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তাঁরা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রতিটি দৃশ্যের পেছনে থাকে তাঁদের নিঃশব্দ শ্রম।
২ দিন আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
২ দিন আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
২ দিন আগে