২০ বছরের অম্ল-মধুর সম্পর্কের অবসান হলো। চার হাত এক হলো হলিউডের জনপ্রিয় তারকা জুটি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিয়ে সারলেন আলোচিত এই জুটি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, বিয়ের খবর নিশ্চিত করেছেন সংগীত তারকা ও হলিউড অভিনেত্রী নিজেই।
জেনিফার তাঁর ওয়েবসাইটে লিখেছেন, ‘আমরা বিয়েটা করেই ফেললাম। ভালোবাসা সুন্দর। ভালোবাসা উদার। ২০ বছরের ধৈর্যের অবসান হলো। আমাদের ভালোবাসা পরিণতি পেল।’
২০০২ সালে ‘গিগলি’ সিনেমার শুটিংয়ের সময় সাক্ষাৎ এই যুগলের। ২০০৩ সালে তাঁদের বাগদান হয়। যদিও এর পরের বছরই বাগদান ভেঙে যায়।
বেনের সঙ্গে বিচ্ছেদের পর ২০০৪ সালে দীর্ঘদিনের বন্ধু গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার লোপেজ। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। দুই সন্তান আছে জেনিফার-মার্ক জুটির। অন্যদিকে, ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেন বেন। ২০১৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়। বেন ও গার্নার জুটির তিনটি সন্তান রয়েছে।
এর পর দুজনেই নতুন সম্পর্কে গেছেন। তবে সে সম্পর্কও ভেঙে যায়। ফের সিঙ্গেল জেনিফার ও বেন। পুরোনো প্রেম নতুন করে শুরু হয়। একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায় তাঁদের। অবশেষে এই তারকা জুটির মধুরেণ সমাপয়েৎ হয় লাস ভেগাসে।
২০ বছরের অম্ল-মধুর সম্পর্কের অবসান হলো। চার হাত এক হলো হলিউডের জনপ্রিয় তারকা জুটি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিয়ে সারলেন আলোচিত এই জুটি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, বিয়ের খবর নিশ্চিত করেছেন সংগীত তারকা ও হলিউড অভিনেত্রী নিজেই।
জেনিফার তাঁর ওয়েবসাইটে লিখেছেন, ‘আমরা বিয়েটা করেই ফেললাম। ভালোবাসা সুন্দর। ভালোবাসা উদার। ২০ বছরের ধৈর্যের অবসান হলো। আমাদের ভালোবাসা পরিণতি পেল।’
২০০২ সালে ‘গিগলি’ সিনেমার শুটিংয়ের সময় সাক্ষাৎ এই যুগলের। ২০০৩ সালে তাঁদের বাগদান হয়। যদিও এর পরের বছরই বাগদান ভেঙে যায়।
বেনের সঙ্গে বিচ্ছেদের পর ২০০৪ সালে দীর্ঘদিনের বন্ধু গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার লোপেজ। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। দুই সন্তান আছে জেনিফার-মার্ক জুটির। অন্যদিকে, ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেন বেন। ২০১৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়। বেন ও গার্নার জুটির তিনটি সন্তান রয়েছে।
এর পর দুজনেই নতুন সম্পর্কে গেছেন। তবে সে সম্পর্কও ভেঙে যায়। ফের সিঙ্গেল জেনিফার ও বেন। পুরোনো প্রেম নতুন করে শুরু হয়। একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায় তাঁদের। অবশেষে এই তারকা জুটির মধুরেণ সমাপয়েৎ হয় লাস ভেগাসে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৯ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে