২০১২ সালে লন্ডন অলিম্পিকস উপলক্ষে জেমস বন্ড সিরিজের অভিনেতা ড্যানিয়েল ক্রেগের সঙ্গে একটি ভিডিওতে দেখা গিয়েছিল রানি দ্বিতীয় এলিজাবেথেকে। প্রাসাদে গিয়ে রানির সঙ্গে একটি হেলিকপ্টারে চড়েন বন্ড। উড়ে বেড়ান লন্ডন শহর। এরপর যা ঘটলো চক্ষু চড়কগাছ। প্যারাজাম্প করে স্টেডিয়ামে নামেন রানি। এই দৃশ্যটি যদিও ডামি ব্যবহার করে শুটিং করা হয়েছিল।
পর্দায় দেখা যায় এমআই সিক্সের (মিলিটারি ইন্টেলিজেন্সের সেকশন সিক্স) হয়ে কাজ করে জেমস বন্ড। চরিত্রটির সাহসিকতা, বীরত্ব আর বুদ্ধিমত্তা এমনই উচ্চতায় পৌঁছে গেছে যে দিনে দিনে হয়ে উঠেছে ব্রিটিশ জাতীয়তার প্রতীকও। সেই সঙ্গে ব্রিটিশ গৌরবের পালকও। অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে এ পালকটি যোগ করা হয়েছিল। স্লামডগ মিলিওনিয়ারের জন্য অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা ড্যানি বয়েলও এভাবেই ভেবেছেন। লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেরও পরিচালক ছিলেন তিনি। এ ব্রিটিশ পরিচালকের পরিচালনায় মিনিট খানেকের জেমস বন্ড ফিল্মের নাম ‘দ্য অ্যারাইভাল’। যেটির শুটিং করতে গিয়ে তাঁর জন্য কোনো বিধি-নিষেধই ছিল না। বাকিংহাম প্যালেসের যত্রতত্র যাওয়ার অভূতপূর্ব অনুমতিও পেয়েছিলেন তিনি। এমনকি সেটা রানির ব্যক্তিগত কিছু কক্ষেও।
পর্দায় তো হরহামেশাই জেমস বন্ডকে প্যারাস্যুট চাপিয়ে নেমে পড়তে দেখা যায়। আর সেই প্যারাস্যুট খুলতেই দেখা যায় আসলে খুলে গেছে ব্রিটিশ পতাকা ‘ইউনিয়ন জ্যাক’। সে রকম কিছু হয়নি সেদিন, নেমে এসেছিলেন রানি।
২০১২ সালে লন্ডন অলিম্পিকস উপলক্ষে জেমস বন্ড সিরিজের অভিনেতা ড্যানিয়েল ক্রেগের সঙ্গে একটি ভিডিওতে দেখা গিয়েছিল রানি দ্বিতীয় এলিজাবেথেকে। প্রাসাদে গিয়ে রানির সঙ্গে একটি হেলিকপ্টারে চড়েন বন্ড। উড়ে বেড়ান লন্ডন শহর। এরপর যা ঘটলো চক্ষু চড়কগাছ। প্যারাজাম্প করে স্টেডিয়ামে নামেন রানি। এই দৃশ্যটি যদিও ডামি ব্যবহার করে শুটিং করা হয়েছিল।
পর্দায় দেখা যায় এমআই সিক্সের (মিলিটারি ইন্টেলিজেন্সের সেকশন সিক্স) হয়ে কাজ করে জেমস বন্ড। চরিত্রটির সাহসিকতা, বীরত্ব আর বুদ্ধিমত্তা এমনই উচ্চতায় পৌঁছে গেছে যে দিনে দিনে হয়ে উঠেছে ব্রিটিশ জাতীয়তার প্রতীকও। সেই সঙ্গে ব্রিটিশ গৌরবের পালকও। অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে এ পালকটি যোগ করা হয়েছিল। স্লামডগ মিলিওনিয়ারের জন্য অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা ড্যানি বয়েলও এভাবেই ভেবেছেন। লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেরও পরিচালক ছিলেন তিনি। এ ব্রিটিশ পরিচালকের পরিচালনায় মিনিট খানেকের জেমস বন্ড ফিল্মের নাম ‘দ্য অ্যারাইভাল’। যেটির শুটিং করতে গিয়ে তাঁর জন্য কোনো বিধি-নিষেধই ছিল না। বাকিংহাম প্যালেসের যত্রতত্র যাওয়ার অভূতপূর্ব অনুমতিও পেয়েছিলেন তিনি। এমনকি সেটা রানির ব্যক্তিগত কিছু কক্ষেও।
পর্দায় তো হরহামেশাই জেমস বন্ডকে প্যারাস্যুট চাপিয়ে নেমে পড়তে দেখা যায়। আর সেই প্যারাস্যুট খুলতেই দেখা যায় আসলে খুলে গেছে ব্রিটিশ পতাকা ‘ইউনিয়ন জ্যাক’। সে রকম কিছু হয়নি সেদিন, নেমে এসেছিলেন রানি।
বলিউড অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি হাঁটুর ক্ষত সারাতে নিজের প্রস্রাব পান করেছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলেন। তাঁর বক্তব্যের কয়েক দিন পর ‘আশিকি’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়ালও জানালেন, তিনিও প্রস্রাব পান করেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতা পেয়েছেন।
১৪ ঘণ্টা আগেফেসবুকে শাকিব খান লেখেন, ’দিনরাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তাঁরা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রতিটি দৃশ্যের পেছনে থাকে তাঁদের নিঃশব্দ শ্রম।
২ দিন আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
২ দিন আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
২ দিন আগে