ঢাকা: ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ‘নোম্যাডল্যান্ড’ প্রদর্শিত হওয়ার পরই সাড়া ফেলে। স্পটলাইটে আসেন ৩৯ বছর বয়সী পরিচালক ক্লোয়ি ঝাও। এরপর গোল্ডেন গ্লোব জয়। জিতেই ইতিহাস গড়লেন। গ্লোডেন গ্লোবের ৭৮ বছরের ইতিহাসে প্রথম এশিয় নারী হিসেবে এবং সর্বোপরি দ্বিতীয় নারী হিসেবে পরিচালক বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন। ‘গোল্ডেন গ্লোব’, ‘বাফটা’-তে সেরা পরিচালক অস্কারের ক্ষেত্রেও ইতিহাস গড়েছেন। ৯৩ বছরের ইতিহাসের তুলনায় খুব বেশি দিন হয়নি নারী পরিচালকের অস্কার স্পর্শের। দ্বিতীয় নারী হিসেবে সেরা পরিচালকের অস্কার জেতেন চীনা বংশোদ্ভূত এই নারী পরিচালক।
চুলে দুই বিনুনি করে সিনেমাটোগ্রাফার জীবনসঙ্গী জসুয়া জেমস রিচার্ডসকে নিয়ে অস্কারের রেড কার্পেটে দেখা দেন তিনি।
অস্কারে সেরা পরিচালকের পুরস্কার জিতে গতবারের অস্কারজয়ী বং জুন হো যে ক্লোয়ি ঝাওয়ের নাম উচ্চারণ করলেন। উচ্ছ্বাসের বাড়াবাড়ি ছিল না, যেন প্রত্যাশিতই ছিল এই জয়। জানালেন, ছোটবেলা থেকেই তিনি গল্প শুনে বড় হয়েছেন।
আর সেগুলো তাঁকে প্রভাবিত করেছে। কঠিন সময় পড়ি দিয়েই আজকের এই সফলতার দেখা মিলেছে। ক্লোয়ি ঝাও তাঁর অস্কার উৎসর্গ করলেন যেসব মানুষের ভেতরে ‘উদার’ মানুষ, আর যাঁরা অন্য মানুষের ভেতরেও সেই উদারতার দেখা পায়। মনোনয়ন পাওয়া অন্যান্য পরিচালকদেরও ধন্যবাদ জানাতে ভুললেন না তিনি। ক্লোয়ি জানান, জীবনে চলার পথে এমন অনেক সাদা মনের মানুষের দেখা পেয়েছেন। এই ছবির সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লোয়ি ঝাও বলেছেন, ‘জীবনে এমন সিনেমা বানানোর অভিজ্ঞতা একবারই হয়।’
ঝাওর এর জন্ম চীনের বেইজিং-এ, বাবা ঝাও ঝুজি সে দেশের অন্যতম নামকড়া শিল্পপতি। চীনের শিল্পায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মা হুয়াং তাং একজন হাসপাতাল কর্মী। বর্ষীয়ান চাইনিজ অভিনেত্রী সং দানদান এর সৎ মেয়ে ক্লোয়ি। পনেরো বছর বয়সেই পড়াশোনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। যুক্তরাষ্ট্রে গ্রাজুয়েশন কমপ্লিট করে সেখানেই স্থায়ী হন। নিজেকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
তবে ঝাও খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন। সাধারণ জীবনযাপনের মন্ত্র পেয়েছেন মায়ের কাছ থেকে। জীবনসঙ্গী সিনেমাটোগ্রাফার জসুয়া জেমস রিচার্ডস, তিনটি মুরগি আর দুটি কুকুর নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওঝাইতে ক্লোয়ি ঝাওয়ের বাস। তবে বিশ্ব জয় করা এই পরিচালক নিজ দেশে সমালোচিত। চায়নায় অনেকে তাকে মনে করছেন সে দেশের শত্রু, প্রশ্ন তুলেছেন তার জাতীয়তা ও পরিচয় নিয়ে।
সিনেমাটি মুক্তির পর পরই ব্যাপক প্রশংসিত হয়েছে বিশ্বের প্রায় প্রতিটি দেশে। চীনে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমা ‘নোম্যাডল্যান্ড’। কিন্তু নানা বিতর্কে চীনে এটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে।
২০১৩ সালে এক সাক্ষাৎকারে ক্লোয়ি ঝাও বলেছিলেন, যখন তিনি টিনএজ ছিলেন চীনের সব জায়গা মিথ্যায় ভরা ছিল। গত বছরের ডিসেম্বরে দেওয়া সাক্ষাৎকারে ক্লোয়ি ঝাও বলেন, আমেরিকাই এখন তার দেশ। পুরনো সেসব সাক্ষাৎকারগুলোই নতুন করে আলোচনায় উঠে এসেছে। আর ধারণা করা হচ্ছে সেসব কারণেই নিজ দেশে বিতর্কিত তিনি।
পরিচালক হিসেবে এটি তাঁর তিন নম্বর ছবি। এর আগে তাঁর পরিচালনায় ২০১৫ সালে ‘সংস মাই ব্রাদার টট মি’ ও ২০১৭ সালে ‘দ্য রাইডার’ মুক্তি পেয়েছিল। ২০২১ সালে মুক্তি পাবে তাঁর চতুর্থ ছবি, কেভিন ফ্রিজের প্রযোজনায় ‘মার্ভেলস’ –এর সুপারহিরো ছবি ‘দ্য এটারনালস’।
আরও পড়ুন:
ঢাকা: ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ‘নোম্যাডল্যান্ড’ প্রদর্শিত হওয়ার পরই সাড়া ফেলে। স্পটলাইটে আসেন ৩৯ বছর বয়সী পরিচালক ক্লোয়ি ঝাও। এরপর গোল্ডেন গ্লোব জয়। জিতেই ইতিহাস গড়লেন। গ্লোডেন গ্লোবের ৭৮ বছরের ইতিহাসে প্রথম এশিয় নারী হিসেবে এবং সর্বোপরি দ্বিতীয় নারী হিসেবে পরিচালক বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন। ‘গোল্ডেন গ্লোব’, ‘বাফটা’-তে সেরা পরিচালক অস্কারের ক্ষেত্রেও ইতিহাস গড়েছেন। ৯৩ বছরের ইতিহাসের তুলনায় খুব বেশি দিন হয়নি নারী পরিচালকের অস্কার স্পর্শের। দ্বিতীয় নারী হিসেবে সেরা পরিচালকের অস্কার জেতেন চীনা বংশোদ্ভূত এই নারী পরিচালক।
চুলে দুই বিনুনি করে সিনেমাটোগ্রাফার জীবনসঙ্গী জসুয়া জেমস রিচার্ডসকে নিয়ে অস্কারের রেড কার্পেটে দেখা দেন তিনি।
অস্কারে সেরা পরিচালকের পুরস্কার জিতে গতবারের অস্কারজয়ী বং জুন হো যে ক্লোয়ি ঝাওয়ের নাম উচ্চারণ করলেন। উচ্ছ্বাসের বাড়াবাড়ি ছিল না, যেন প্রত্যাশিতই ছিল এই জয়। জানালেন, ছোটবেলা থেকেই তিনি গল্প শুনে বড় হয়েছেন।
আর সেগুলো তাঁকে প্রভাবিত করেছে। কঠিন সময় পড়ি দিয়েই আজকের এই সফলতার দেখা মিলেছে। ক্লোয়ি ঝাও তাঁর অস্কার উৎসর্গ করলেন যেসব মানুষের ভেতরে ‘উদার’ মানুষ, আর যাঁরা অন্য মানুষের ভেতরেও সেই উদারতার দেখা পায়। মনোনয়ন পাওয়া অন্যান্য পরিচালকদেরও ধন্যবাদ জানাতে ভুললেন না তিনি। ক্লোয়ি জানান, জীবনে চলার পথে এমন অনেক সাদা মনের মানুষের দেখা পেয়েছেন। এই ছবির সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লোয়ি ঝাও বলেছেন, ‘জীবনে এমন সিনেমা বানানোর অভিজ্ঞতা একবারই হয়।’
ঝাওর এর জন্ম চীনের বেইজিং-এ, বাবা ঝাও ঝুজি সে দেশের অন্যতম নামকড়া শিল্পপতি। চীনের শিল্পায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মা হুয়াং তাং একজন হাসপাতাল কর্মী। বর্ষীয়ান চাইনিজ অভিনেত্রী সং দানদান এর সৎ মেয়ে ক্লোয়ি। পনেরো বছর বয়সেই পড়াশোনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। যুক্তরাষ্ট্রে গ্রাজুয়েশন কমপ্লিট করে সেখানেই স্থায়ী হন। নিজেকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
তবে ঝাও খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন। সাধারণ জীবনযাপনের মন্ত্র পেয়েছেন মায়ের কাছ থেকে। জীবনসঙ্গী সিনেমাটোগ্রাফার জসুয়া জেমস রিচার্ডস, তিনটি মুরগি আর দুটি কুকুর নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওঝাইতে ক্লোয়ি ঝাওয়ের বাস। তবে বিশ্ব জয় করা এই পরিচালক নিজ দেশে সমালোচিত। চায়নায় অনেকে তাকে মনে করছেন সে দেশের শত্রু, প্রশ্ন তুলেছেন তার জাতীয়তা ও পরিচয় নিয়ে।
সিনেমাটি মুক্তির পর পরই ব্যাপক প্রশংসিত হয়েছে বিশ্বের প্রায় প্রতিটি দেশে। চীনে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমা ‘নোম্যাডল্যান্ড’। কিন্তু নানা বিতর্কে চীনে এটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে।
২০১৩ সালে এক সাক্ষাৎকারে ক্লোয়ি ঝাও বলেছিলেন, যখন তিনি টিনএজ ছিলেন চীনের সব জায়গা মিথ্যায় ভরা ছিল। গত বছরের ডিসেম্বরে দেওয়া সাক্ষাৎকারে ক্লোয়ি ঝাও বলেন, আমেরিকাই এখন তার দেশ। পুরনো সেসব সাক্ষাৎকারগুলোই নতুন করে আলোচনায় উঠে এসেছে। আর ধারণা করা হচ্ছে সেসব কারণেই নিজ দেশে বিতর্কিত তিনি।
পরিচালক হিসেবে এটি তাঁর তিন নম্বর ছবি। এর আগে তাঁর পরিচালনায় ২০১৫ সালে ‘সংস মাই ব্রাদার টট মি’ ও ২০১৭ সালে ‘দ্য রাইডার’ মুক্তি পেয়েছিল। ২০২১ সালে মুক্তি পাবে তাঁর চতুর্থ ছবি, কেভিন ফ্রিজের প্রযোজনায় ‘মার্ভেলস’ –এর সুপারহিরো ছবি ‘দ্য এটারনালস’।
আরও পড়ুন:
আজ থেকে বৈশাখী টিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘গিট্টু’। দুই পরিবারের গল্প নিয়ে তৈরি ধারাবাহিকটি রচনা করেছেন সুস্ময় সুমন। পরিচালনা করেছেন রুমান রুনি। সপ্তাহের প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে গিট্টু।
৪ মিনিট আগে‘মতুয়া রত্ন সম্মান-২০২৫’ সম্মাননা পাচ্ছেন নির্মাতা তানভীর মোকাম্মেল। ৩১ আগস্ট (শনিবার) সর্বভারতীয় মতুয়া মহাসংঘের উদ্যোগে পশ্চিমবঙ্গের বনগাঁর ত্রিকোণ পার্কের নীলপদ্ম অডিটোরিয়ামে তানভীর মোকাম্মেলের হাতে তুলে দেওয়া হবে এ পুরস্কার।
১০ ঘণ্টা আগেবাংলাদেশ টেলিভিশনের ‘বৈঠকখানা’ অনুষ্ঠানে দুটি নতুন গান গাইলেন চার সংগীতশিল্পী সোহেল মেহেদী, বেলী আফরোজ, সাব্বির জামান ও জিনিয়া জাফরিন লুইপা। দুটি গানই লিখেছেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন মিল্টন খন্দকার।
১০ ঘণ্টা আগেঅস্কারজয়ী ম্যাক্সিকান পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন ফাহাদ ফাসিল। কিন্তু ইচ্ছা পূরণ হয়নি। বাধ্য হয়ে সুযোগটি ফিরিয়ে দিতে হয়েছিল।
১১ ঘণ্টা আগে