আনিকা জীনাত
অ্যানিমেটেড সিনেমা পছন্দ করেন না, এমন দর্শক পাওয়া মুশকিল। অ্যানিমেটেড সিনেমা মানেই কল্পনার বাইরের রাজ্য, যেখানে থাকবে অদেখা এক রঙিন জগৎ। কল্পনার সীমানা পেরোনো এসব গল্প সবার কথা ভেবে লেখা হয়। তাই বাচ্চা থেকে বুড়ো সবাই অ্যানিমেটেড সিনেমার দর্শক।
জটিল সমস্যার সহজ সমাধান ভাবতে শেখায় বলে গল্পগুলোকে অস্কারও বাহবা দেয়। তাই তো সেরা অ্যানিমেটেড সিনেমার ক্যাটেগরিতে এখন পর্যন্ত ১০টি পুরস্কার পেয়েছে পিক্সার। প্রতিষ্ঠানটি নির্মিত সিনেমাগুলোর মধ্যে এখন পর্যন্ত সেরার খেতাব পেয়েছে ফাইন্ডিং নিমো, দ্য ইনক্রেডিবলস, র্যাটাটুলি, ওয়াল-ই, আপ, টয় স্টোরি ৩, ব্রেভ, ইনসাইড আউট, কোকো ও টয় স্টোরি ৪।
এ বছর মুক্তির অপেক্ষায় আছে পিক্সারের ২৪ তম সিনেমা ‘লুকা’। পরিচালক এনরিকো ক্যাসারোসার ছেলেবেলার কাহিনি নিয়ে তৈরি সিনেমাটিতে থাকবে দুরন্ত শৈশব, বন্ধুত্ব ও নিজেকে খুঁজে পাওয়ার গল্প।
ট্রেইলার দেখে অনেকেই ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘কল মি বাই ইয়োর নেম’ এর সঙ্গে লুকা সিনেমাটির মিল পেয়েছেন। তবে পরিচালকের দাবি, মিল থাকলে তা হবে কাকতালীয়।
এনরিকোর বয়স যখন ১১ কি ১২ বছর, তখনকার গল্প এটি। তাঁর ভাষ্যমতে, তিনি ছিলেন ভিতু, সবসময় আড়াল খোঁজা এক কিশোর। তাঁর বন্ধু ছিল উল্টো। সাহসী ও উচ্ছ্বল। বন্ধুর সঙ্গে মিশে পৃথিবীকে অন্যভাবে দেখতে লাগলেন তিনি। তাঁরা ইতালির লিগুরিয়ায় সমুদ্রের ধারে ঘুরতেন। পুরোনো রূপকথার গল্প শুনতেন। তাঁদের শৈশবের খানিকটা সিনেমায় দেখা যাবে লুকা ও আলবার্টো চরিত্রের মাধ্যমে। সাগরের দৈত্য হয়ে ওঠা দুই কিশোর কীভাবে আলাদা এক জগতের সন্ধান পায়, তা নিয়েই গড়ে উঠেছে লুকার কাহিনি।
এনরিকোর এই কমেডি ফ্যান্টাসি ঘরানার সিনেমাটিতে রয়েছে কল্পনা ও বাস্তবের মিশেল। গল্প তাঁর হলেও চিত্রনাট্যকারের আসনে নিজে বসেননি। চিত্রনাট্য লিখেছেন মাইক জোনাস ও জেসি অ্যান্ড্রু। আর কণ্ঠ দিয়েছেন জ্যাকব টার্মব্লে (১৪) ও জ্যাক ডিলান গ্লেজার (১৭)। পরিচালক হিসেবে এটাই এনরিকোর প্রথম সিনেমা। এর আগে ২০১১ সালে ‘লা লুনা’ নামে একটি স্বল্পদৈর্ঘ্যের সিনেমা বানিয়েছিলেন। অস্কারের জন্য মনোনীত হলেও শেষ পর্যন্ত পুরস্কার জেতা হয়নি। পিক্সারের সিনেমা র্যাটাটুলি, আপ ও কোকো সিনেমার আর্ট বিভাগেও কাজ করেছেন এনরিকো। পরিবেশক হিসেবে ডিজনিকে পাশে পাওয়া এনরিকো এবার সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী।
সব ঠিক থাকলে যুক্তরাষ্ট্রে সিনেমাটি মুক্তি পাবে ১৮ জুন। কিন্তু নিশ্চিত করে বলার সুযোগ নেই। গত ক্রিসমাসে ডিজনির অ্যানিমেটেড সিনেমা ‘সোল’ মুক্তি পায়। হলে মুক্তি দিতে চেয়েও পরে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হয় তারা। বাধ সেধেছিল করোনা। করোনা মহামারির কারণে অনেক বড় বাজেটের সিনেমাই নির্ধারিত সময়ের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। লুকার ভাগ্যে কী আছে, তা এখনই বলবার সুযোগ নেই।
সূত্র: ডিজনি ফ্রানডম, ভ্যারাইটি, সিনেমাব্লেন্ড
অ্যানিমেটেড সিনেমা পছন্দ করেন না, এমন দর্শক পাওয়া মুশকিল। অ্যানিমেটেড সিনেমা মানেই কল্পনার বাইরের রাজ্য, যেখানে থাকবে অদেখা এক রঙিন জগৎ। কল্পনার সীমানা পেরোনো এসব গল্প সবার কথা ভেবে লেখা হয়। তাই বাচ্চা থেকে বুড়ো সবাই অ্যানিমেটেড সিনেমার দর্শক।
জটিল সমস্যার সহজ সমাধান ভাবতে শেখায় বলে গল্পগুলোকে অস্কারও বাহবা দেয়। তাই তো সেরা অ্যানিমেটেড সিনেমার ক্যাটেগরিতে এখন পর্যন্ত ১০টি পুরস্কার পেয়েছে পিক্সার। প্রতিষ্ঠানটি নির্মিত সিনেমাগুলোর মধ্যে এখন পর্যন্ত সেরার খেতাব পেয়েছে ফাইন্ডিং নিমো, দ্য ইনক্রেডিবলস, র্যাটাটুলি, ওয়াল-ই, আপ, টয় স্টোরি ৩, ব্রেভ, ইনসাইড আউট, কোকো ও টয় স্টোরি ৪।
এ বছর মুক্তির অপেক্ষায় আছে পিক্সারের ২৪ তম সিনেমা ‘লুকা’। পরিচালক এনরিকো ক্যাসারোসার ছেলেবেলার কাহিনি নিয়ে তৈরি সিনেমাটিতে থাকবে দুরন্ত শৈশব, বন্ধুত্ব ও নিজেকে খুঁজে পাওয়ার গল্প।
ট্রেইলার দেখে অনেকেই ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘কল মি বাই ইয়োর নেম’ এর সঙ্গে লুকা সিনেমাটির মিল পেয়েছেন। তবে পরিচালকের দাবি, মিল থাকলে তা হবে কাকতালীয়।
এনরিকোর বয়স যখন ১১ কি ১২ বছর, তখনকার গল্প এটি। তাঁর ভাষ্যমতে, তিনি ছিলেন ভিতু, সবসময় আড়াল খোঁজা এক কিশোর। তাঁর বন্ধু ছিল উল্টো। সাহসী ও উচ্ছ্বল। বন্ধুর সঙ্গে মিশে পৃথিবীকে অন্যভাবে দেখতে লাগলেন তিনি। তাঁরা ইতালির লিগুরিয়ায় সমুদ্রের ধারে ঘুরতেন। পুরোনো রূপকথার গল্প শুনতেন। তাঁদের শৈশবের খানিকটা সিনেমায় দেখা যাবে লুকা ও আলবার্টো চরিত্রের মাধ্যমে। সাগরের দৈত্য হয়ে ওঠা দুই কিশোর কীভাবে আলাদা এক জগতের সন্ধান পায়, তা নিয়েই গড়ে উঠেছে লুকার কাহিনি।
এনরিকোর এই কমেডি ফ্যান্টাসি ঘরানার সিনেমাটিতে রয়েছে কল্পনা ও বাস্তবের মিশেল। গল্প তাঁর হলেও চিত্রনাট্যকারের আসনে নিজে বসেননি। চিত্রনাট্য লিখেছেন মাইক জোনাস ও জেসি অ্যান্ড্রু। আর কণ্ঠ দিয়েছেন জ্যাকব টার্মব্লে (১৪) ও জ্যাক ডিলান গ্লেজার (১৭)। পরিচালক হিসেবে এটাই এনরিকোর প্রথম সিনেমা। এর আগে ২০১১ সালে ‘লা লুনা’ নামে একটি স্বল্পদৈর্ঘ্যের সিনেমা বানিয়েছিলেন। অস্কারের জন্য মনোনীত হলেও শেষ পর্যন্ত পুরস্কার জেতা হয়নি। পিক্সারের সিনেমা র্যাটাটুলি, আপ ও কোকো সিনেমার আর্ট বিভাগেও কাজ করেছেন এনরিকো। পরিবেশক হিসেবে ডিজনিকে পাশে পাওয়া এনরিকো এবার সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী।
সব ঠিক থাকলে যুক্তরাষ্ট্রে সিনেমাটি মুক্তি পাবে ১৮ জুন। কিন্তু নিশ্চিত করে বলার সুযোগ নেই। গত ক্রিসমাসে ডিজনির অ্যানিমেটেড সিনেমা ‘সোল’ মুক্তি পায়। হলে মুক্তি দিতে চেয়েও পরে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হয় তারা। বাধ সেধেছিল করোনা। করোনা মহামারির কারণে অনেক বড় বাজেটের সিনেমাই নির্ধারিত সময়ের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। লুকার ভাগ্যে কী আছে, তা এখনই বলবার সুযোগ নেই।
সূত্র: ডিজনি ফ্রানডম, ভ্যারাইটি, সিনেমাব্লেন্ড
‘মতুয়া রত্ন সম্মান-২০২৫’ সম্মাননা পাচ্ছেন নির্মাতা তানভীর মোকাম্মেল। ৩১ আগস্ট (শনিবার) সর্বভারতীয় মতুয়া মহাসংঘের উদ্যোগে পশ্চিমবঙ্গের বনগাঁর ত্রিকোণ পার্কের নীলপদ্ম অডিটোরিয়ামে তানভীর মোকাম্মেলের হাতে তুলে দেওয়া হবে এ পুরস্কার।
১০ ঘণ্টা আগেবাংলাদেশ টেলিভিশনের ‘বৈঠকখানা’ অনুষ্ঠানে দুটি নতুন গান গাইলেন চার সংগীতশিল্পী সোহেল মেহেদী, বেলী আফরোজ, সাব্বির জামান ও জিনিয়া জাফরিন লুইপা। দুটি গানই লিখেছেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন মিল্টন খন্দকার।
১০ ঘণ্টা আগেঅস্কারজয়ী ম্যাক্সিকান পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন ফাহাদ ফাসিল। কিন্তু ইচ্ছা পূরণ হয়নি। বাধ্য হয়ে সুযোগটি ফিরিয়ে দিতে হয়েছিল।
১১ ঘণ্টা আগেআন্তর্জাতিক চলচ্চিত্রকে যুক্তরাষ্ট্রের মূলধারার বাজারে পৌঁছে দেওয়ার নতুন সম্ভাবনা তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত ভিজ্যুয়াল ডাবিং প্রযুক্তি। লস অ্যাঞ্জেলেসভিত্তিক স্বাধীন প্রযোজনা সংস্থা এক্সওয়াইজেড ফিল্মসের প্রধান পরিচালন কর্মকর্তা ম্যাকসিম কট্রে জানান, এত দিন বিদেশি ভাষার চলচ্চিত্র যুক্ত
১৫ ঘণ্টা আগে