ব্রিটিশ তারকা এডি রেডমেইন একটি চরিত্রে অভিনয় করাকে তাঁর জীবনের ভুল সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন। ওই চরিত্রে অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেতার মনোনয়নের ছোট্ট তালিকায় নাম উঠেছিল তাঁর। যদিও শেষ পর্যন্ত সোনালি ট্রফি তাঁর হাতে ওঠেনি। এখন তিনি বলছেন, ওই চরিত্রে অভিনয়ই ছিল তাঁর ‘ভুল’।
সম্প্রতি সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান এডি রেডমেইন। ব্রিটিশ এই অভিনেতা বলেন, ‘আমি সচেতনভাবে কাজটি করেছিলাম। কিন্তু আমি আর এখন বিষয়টি নিতে পারি না। আমার মনে হয় এটা আমার একটি ভুল সিদ্ধান্ত ছিল।’
২০১৫ সালে ‘ড্যানিশ গার্ল’ চলচ্চিত্রের ‘লিলি এলবে’ নামের চরিত্রে অভিনয় করেছিলেন এই তারকা অভিনেতা। লিলি এলবে বিশ্বের প্রথম ব্যক্তি ছিলেন, যিনি চিকিৎসার মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেছিলেন। এই চরিত্রে অভিনয়ের জন্য রেডমেইন প্রশংসিত হয়েছিলেন। এর আগের বছরই অবশ্য এই অভিনেতা ‘থিওরি অব এভরিথিং’ চলচ্চিত্রে স্টিফেন হকিংয়ের চরিত্রে অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পান।
রেডমেইনের মতে, ‘ড্যানিশ গার্ল’ ছবিটির ওই চরিত্র অধিকাংশ দর্শকই ভালোভাবে নেয়নি। তিনি বলেন, ‘এ বিষয়ে একটা সমঝোতায় আসতে হবে আমাদের। অন্যথায় এই তর্ক চলতেই থাকবে।’
অস্কারজয়ী এই অভিনেতা আরও বলেন, ‘প্রত্যেক অভিনেতারই যেকোনো চরিত্রের সূক্ষ্ম অংশ ফুটিয়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত সৎ থাকা উচিত। একজন অভিনেতা হিসেবে এটি তাঁর দায়িত্ব।’
এডি রেডমেইন বলছেন, একটি মহৎ উদ্দেশ্য থেকেই ওই চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তাঁর প্রত্যাশা ছিল, এ চরিত্রে অভিনয়ের পর সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে আলোচনার ক্ষেত্রে আরও অনেকে এগিয়ে আসবেন। তবে এখন এ নিয়ে তাঁর আছে শুধুই আফসোস।
ব্রিটিশ তারকা এডি রেডমেইন একটি চরিত্রে অভিনয় করাকে তাঁর জীবনের ভুল সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন। ওই চরিত্রে অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেতার মনোনয়নের ছোট্ট তালিকায় নাম উঠেছিল তাঁর। যদিও শেষ পর্যন্ত সোনালি ট্রফি তাঁর হাতে ওঠেনি। এখন তিনি বলছেন, ওই চরিত্রে অভিনয়ই ছিল তাঁর ‘ভুল’।
সম্প্রতি সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান এডি রেডমেইন। ব্রিটিশ এই অভিনেতা বলেন, ‘আমি সচেতনভাবে কাজটি করেছিলাম। কিন্তু আমি আর এখন বিষয়টি নিতে পারি না। আমার মনে হয় এটা আমার একটি ভুল সিদ্ধান্ত ছিল।’
২০১৫ সালে ‘ড্যানিশ গার্ল’ চলচ্চিত্রের ‘লিলি এলবে’ নামের চরিত্রে অভিনয় করেছিলেন এই তারকা অভিনেতা। লিলি এলবে বিশ্বের প্রথম ব্যক্তি ছিলেন, যিনি চিকিৎসার মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেছিলেন। এই চরিত্রে অভিনয়ের জন্য রেডমেইন প্রশংসিত হয়েছিলেন। এর আগের বছরই অবশ্য এই অভিনেতা ‘থিওরি অব এভরিথিং’ চলচ্চিত্রে স্টিফেন হকিংয়ের চরিত্রে অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পান।
রেডমেইনের মতে, ‘ড্যানিশ গার্ল’ ছবিটির ওই চরিত্র অধিকাংশ দর্শকই ভালোভাবে নেয়নি। তিনি বলেন, ‘এ বিষয়ে একটা সমঝোতায় আসতে হবে আমাদের। অন্যথায় এই তর্ক চলতেই থাকবে।’
অস্কারজয়ী এই অভিনেতা আরও বলেন, ‘প্রত্যেক অভিনেতারই যেকোনো চরিত্রের সূক্ষ্ম অংশ ফুটিয়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত সৎ থাকা উচিত। একজন অভিনেতা হিসেবে এটি তাঁর দায়িত্ব।’
এডি রেডমেইন বলছেন, একটি মহৎ উদ্দেশ্য থেকেই ওই চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তাঁর প্রত্যাশা ছিল, এ চরিত্রে অভিনয়ের পর সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে আলোচনার ক্ষেত্রে আরও অনেকে এগিয়ে আসবেন। তবে এখন এ নিয়ে তাঁর আছে শুধুই আফসোস।
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১৭ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
২০ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১ দিন আগে