Ajker Patrika

যে চরিত্রে অভিনয়কে ‘ভুল’ মনে করেন এডি

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৩: ৪২
যে চরিত্রে অভিনয়কে ‘ভুল’ মনে করেন এডি

ব্রিটিশ তারকা এডি রেডমেইন একটি চরিত্রে অভিনয় করাকে তাঁর জীবনের ভুল সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন। ওই চরিত্রে অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেতার মনোনয়নের ছোট্ট তালিকায় নাম উঠেছিল তাঁর। যদিও শেষ পর্যন্ত সোনালি ট্রফি তাঁর হাতে ওঠেনি। এখন তিনি বলছেন, ওই চরিত্রে অভিনয়ই ছিল তাঁর ‘ভুল’। 

সম্প্রতি সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান এডি রেডমেইন। ব্রিটিশ এই অভিনেতা বলেন, ‘আমি সচেতনভাবে কাজটি করেছিলাম। কিন্তু আমি আর এখন বিষয়টি নিতে পারি না। আমার মনে হয় এটা আমার একটি ভুল সিদ্ধান্ত ছিল।’ 

২০১৫ সালে ‘ড্যানিশ গার্ল’ চলচ্চিত্রের ‘লিলি এলবে’ নামের চরিত্রে অভিনয় করেছিলেন এই তারকা অভিনেতা। লিলি এলবে বিশ্বের প্রথম ব্যক্তি ছিলেন, যিনি চিকিৎসার মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেছিলেন। এই চরিত্রে অভিনয়ের জন্য রেডমেইন প্রশংসিত হয়েছিলেন। এর আগের বছরই অবশ্য এই অভিনেতা ‘থিওরি অব এভরিথিং’ চলচ্চিত্রে স্টিফেন হকিংয়ের চরিত্রে অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পান। 

রেডমেইনের মতে, ‘ড্যানিশ গার্ল’ ছবিটির ওই চরিত্র অধিকাংশ দর্শকই ভালোভাবে নেয়নি। তিনি বলেন, ‘এ বিষয়ে একটা সমঝোতায় আসতে হবে আমাদের। অন্যথায় এই তর্ক চলতেই থাকবে।’ 

অস্কারজয়ী এই অভিনেতা আরও বলেন, ‘প্রত্যেক অভিনেতারই যেকোনো চরিত্রের সূক্ষ্ম অংশ ফুটিয়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত সৎ থাকা উচিত। একজন অভিনেতা হিসেবে এটি তাঁর দায়িত্ব।’ 

এডি রেডমেইন বলছেন, একটি মহৎ উদ্দেশ্য থেকেই ওই চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তাঁর প্রত্যাশা ছিল, এ চরিত্রে অভিনয়ের পর সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে আলোচনার ক্ষেত্রে আরও অনেকে এগিয়ে আসবেন। তবে এখন এ নিয়ে তাঁর আছে শুধুই আফসোস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিনা খরচে টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু, পেতে যা করতে হবে

বাগরামে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ‘অগ্রহণযোগ্য’, পাকিস্তান–চীনের সঙ্গে এক সুর ভারতের

আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম

ভারতীয়রা ভিসা ছাড় পাবে না, স্বার্থ হাসিলে ‘দুদিনের বাণিজ্য মিশনে’ মুম্বাইয়ে স্টারমার

শহিদুল আলমদের কনসেন্সসহ ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটকের দাবি ইসরায়েলের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত