Ajker Patrika

জাপানে ওপেনহাইমারের মুক্তির তারিখ ঘোষণা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১১: ৩১
জাপানে ওপেনহাইমারের মুক্তির তারিখ ঘোষণা

অবশেষে আগামী ২৯ মার্চ জাপানে মুক্তি পাবে গত বছরের অন্যতম ব্যবসায়িক সফল সিনেমা ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’। জাপানের ডিস্ট্রিবিউটর কোম্পানি বিটার্স এন্ডের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ২৯ মার্চ জাপানজুড়ে মুক্তি পাবে সিনেমাটি।

পারমাণবিক বোমার জনক মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে হলিউড সিনেমা ‘ওপেনহাইমার’। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা কিলিয়ান মারফি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন, রবার্ট ডাউনি জুনিয়র, এমিলি ব্লান্ট, রামি মালেকের মতো জনপ্রিয় অভিনেতারা।

ওপেনহাইমার এবং জাপানের ইতিহাস বন্ধুত্বপূর্ণ নয়। সুতরাং যখন তাঁর ওপর ভিত্তি করে একটি চলচ্চিত্র তৈরি হয়েছে, তখন জাপানে সেটি মুক্তিতে বেশ খড়কুটো পোড়াতে হচ্ছে। ১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমায় একটি পারমাণবিক বোমা ফেলে এবং তিন দিন পর নাগাসাকিতে আরেকটি পরমাণু বোমা ফেলে। জাপানি বাহিনীকে আত্মসমর্পণ করতে বাধ্য করার আশায় ডাবল-হ্যামি আক্রমণ শুরু হয়েছিল যে প্রক্রিয়ায় প্রায় দুই লাখেরও বেশি জাপানি নাগরিক নিহত হয়েছিল।

‘ওপেনহাইমার’ সিনেমার দৃশ্যে অভিনেতা কিলিয়ান মারফি। ছবি: সংগৃহীতসেই ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে জাপান। যদিও জাপান বর্তমানে বৈশ্বিকভাবে আমেরিকার মিত্র শক্তি, তবে অতীতের সেই দগদগে ক্ষত এখনো স্পষ্ট প্রতিটি জাপানি নাগরিকের মনে। তাই পারমাণবিক বোমার জনক হিসেবে খ্যাত রবার্ট ওপেনহাইমারের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘ওপেনহাইমার’ বিশ্বের সঙ্গে গত ২১ জুলাই জাপানে মুক্তি পায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত