বিনোদন প্রতিবেদক
শ্রীলঙ্কার সাউথ এশিয়ান থিয়েটার অ্যাসোসিয়েশন (সাটা) আয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসব ‘সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল ২০২১’। এই উৎসবে বাংলাদেশের প্রযোজনা হিসেবে প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে নাট্যসংগঠন স্বপ্নদলের আলোচিত ও দর্শকনন্দিত মাইমোড্রামা (মূকনাট্য) ‘জাদুর প্রদীপ’। ২০ নভেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় উৎসবের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি প্রদর্শিত হবে এই নাটক। ‘আরব্য রজনী’-র অমর কাহিনি ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে নির্মিত এ মাইমোড্রামার কাহিনি-পুনর্বিন্যাসসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
জাদুর প্রদীপ সম্প্রচারের ঠিক আগে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নির্দেশক জাহিদ রিপনের সঙ্গে লাইভ আলাপচারিতা-অনুষ্ঠান ‘মিট দ্য ডিরেক্টর’ প্রচারিত হবে।
১৭-২১ নভেম্বর পাঁচ দিনব্যাপী চলমান এ ‘সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল ২০২১’-এ বাংলাদেশের ‘জাদুর প্রদীপ’সহ ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার মোট ৮টি নাট্য প্রযোজনা অন্তর্ভুক্ত রয়েছে।
নাট্য-উপস্থাপনার নানাবিধ রীতির একটি বিশেষ আকর্ষণীয় ধারা মাইমোড্রামা বা মূকনাট্য মূলত মূকাভিনয়-আঙ্গিক প্রয়োগের মাধ্যমে নির্মিত একক কাহিনিভিত্তিক পূর্ণাঙ্গ দৈর্ঘ্যের নাট্য প্রযোজনা। এটি নাট্যের একটি অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র, কিন্তু দীর্ঘ প্রশিক্ষণ ও একনিষ্ঠ শ্রমসাধ্য বিধায় এ ধারার প্রযোজনা সুলভ নয়।
‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’-এর প্রদীপ-আলাদিন-রাজকন্যা-জাদুকর-দৈত্যনির্ভর ধ্রুপদি কাহিনিটি সারা বিশ্বে সুপরিচিত হলেও মাইমোড্রামা হিসেবে উপস্থাপনের জন্য স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’-এ এটিকে নতুনভাবে বিন্যাস করা হয়েছে। প্রেম এবং প্রতাপের দ্বন্দ্বে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণপ্রদ শক্তির বিজয়ই এ মাইমোড্রামার মূল সুর। পাশাপাশি, গবেষণাগার নাট্যরীতিতে নির্মিত ‘জাদুর প্রদীপ’ প্রযোজনার মাধ্যমে ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলার নিজস্ব মূকাভিনয় আঙ্গিক ‘বাংলা মূকাভিনয়রীতি’ সৃজনপ্রয়াস পরিচালিত হয়েছে।
ইতিমধ্যে ‘জাদুর প্রদীপ’ প্রযোজনাটি ৩৫টি সফল মঞ্চায়নের মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। পাশাপাশি প্রযোজনাটি বেশ কয়েকটি আন্তর্জাতিক ভার্চুয়াল ফেস্টিভ্যালের আমন্ত্রণেও সফলভাবে প্রদর্শিত হয়েছে।
করোনাকালের বিরূপ সময়ে নবতর শৈল্পিক-উদ্ভাবন ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালের নানা আন্তর্জাতিক আসরে ইতিমধ্যে দেশের সীমানা ছাড়িয়ে স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’, ‘হেলেন কেলার', ‘হরগজ’, ‘ডাকঘর’ প্রভৃতি প্রযোজনা আমন্ত্রিত ও সফলভাবে প্রদর্শিত হয়েছে।
শ্রীলঙ্কার সাউথ এশিয়ান থিয়েটার অ্যাসোসিয়েশন (সাটা) আয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসব ‘সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল ২০২১’। এই উৎসবে বাংলাদেশের প্রযোজনা হিসেবে প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে নাট্যসংগঠন স্বপ্নদলের আলোচিত ও দর্শকনন্দিত মাইমোড্রামা (মূকনাট্য) ‘জাদুর প্রদীপ’। ২০ নভেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় উৎসবের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি প্রদর্শিত হবে এই নাটক। ‘আরব্য রজনী’-র অমর কাহিনি ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে নির্মিত এ মাইমোড্রামার কাহিনি-পুনর্বিন্যাসসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
জাদুর প্রদীপ সম্প্রচারের ঠিক আগে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নির্দেশক জাহিদ রিপনের সঙ্গে লাইভ আলাপচারিতা-অনুষ্ঠান ‘মিট দ্য ডিরেক্টর’ প্রচারিত হবে।
১৭-২১ নভেম্বর পাঁচ দিনব্যাপী চলমান এ ‘সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল ২০২১’-এ বাংলাদেশের ‘জাদুর প্রদীপ’সহ ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার মোট ৮টি নাট্য প্রযোজনা অন্তর্ভুক্ত রয়েছে।
নাট্য-উপস্থাপনার নানাবিধ রীতির একটি বিশেষ আকর্ষণীয় ধারা মাইমোড্রামা বা মূকনাট্য মূলত মূকাভিনয়-আঙ্গিক প্রয়োগের মাধ্যমে নির্মিত একক কাহিনিভিত্তিক পূর্ণাঙ্গ দৈর্ঘ্যের নাট্য প্রযোজনা। এটি নাট্যের একটি অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র, কিন্তু দীর্ঘ প্রশিক্ষণ ও একনিষ্ঠ শ্রমসাধ্য বিধায় এ ধারার প্রযোজনা সুলভ নয়।
‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’-এর প্রদীপ-আলাদিন-রাজকন্যা-জাদুকর-দৈত্যনির্ভর ধ্রুপদি কাহিনিটি সারা বিশ্বে সুপরিচিত হলেও মাইমোড্রামা হিসেবে উপস্থাপনের জন্য স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’-এ এটিকে নতুনভাবে বিন্যাস করা হয়েছে। প্রেম এবং প্রতাপের দ্বন্দ্বে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণপ্রদ শক্তির বিজয়ই এ মাইমোড্রামার মূল সুর। পাশাপাশি, গবেষণাগার নাট্যরীতিতে নির্মিত ‘জাদুর প্রদীপ’ প্রযোজনার মাধ্যমে ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলার নিজস্ব মূকাভিনয় আঙ্গিক ‘বাংলা মূকাভিনয়রীতি’ সৃজনপ্রয়াস পরিচালিত হয়েছে।
ইতিমধ্যে ‘জাদুর প্রদীপ’ প্রযোজনাটি ৩৫টি সফল মঞ্চায়নের মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। পাশাপাশি প্রযোজনাটি বেশ কয়েকটি আন্তর্জাতিক ভার্চুয়াল ফেস্টিভ্যালের আমন্ত্রণেও সফলভাবে প্রদর্শিত হয়েছে।
করোনাকালের বিরূপ সময়ে নবতর শৈল্পিক-উদ্ভাবন ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালের নানা আন্তর্জাতিক আসরে ইতিমধ্যে দেশের সীমানা ছাড়িয়ে স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’, ‘হেলেন কেলার', ‘হরগজ’, ‘ডাকঘর’ প্রভৃতি প্রযোজনা আমন্ত্রিত ও সফলভাবে প্রদর্শিত হয়েছে।
এই সাফল্যের আনন্দ কিছুটা হলেও মলিন করে দিয়েছে নকলের অভিযোগ। অনেকে অভিযোগ করছে, ২০০৪ সালের কোরিয়ান সিনেমা ‘আ মোমেন্ট টু রিমেম্বার’-এর গল্প চুরি করে তৈরি হয়েছে সাইয়ারা। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে কাটাছেঁড়া।
৮ ঘণ্টা আগেইদানীং হাঁটুর সমস্যায় ভুগছেন নিশো। এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন যদিও, কিন্তু এ অবস্থায় শুটিংয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। সুড়ঙ্গ ২ সিনেমার শুটিং শুরুর আগে তাই নিশোকে যেতে হবে ছুরি-কাঁচির নিচে। করাতে হবে হাঁটুর অস্ত্রোপচার।
৮ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে টিভিতে প্রচার হয়েছিল ইমরাউল রাফাত পরিচালিত নাটক ‘বকুল ফুল’। এতে একজন মানসিক রোগীর চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাটকটি গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশের পর আবার আলোচনায় তিনি। প্রশংসিত হচ্ছে মাহির অভিনয় ও লুক। বকুল ফুল নাটকসহ অন্যান্য বিষয়ে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন শিহাব...
২১ ঘণ্টা আগেসেই আশির দশকের শুরুতে পরিচালনা শুরু জেমস ক্যামেরনের। বানিয়েছেন ‘টার্মিনেটর’, ‘এলিয়েনস’, ‘টাইটানিক’সহ অনেক আলোচিত সিনেমা। তবে দেড় যুগ ধরে এই জনপ্রিয় নির্মাতা আটকে আছেন একই বিষয়ে। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’, তার পর থেকে অন্য কোনো বিষয় নিয়ে ভাবেননি।
২১ ঘণ্টা আগে