রাজ-মিমের ‘চলো নিরালায়’ গানে মুগ্ধ দর্শক
‘প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায়, চলো নিরালায়’—রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ সিনেমার প্রথম গান ‘চলো নিরালায়’ শুরু হচ্ছে এভাবেই। সোমবার গানটি প্রকাশের পর থেকে দর্শক-শ্রোতারা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন...