Ajker Patrika

৩৫ দিনের শুটিং শেষে ঢাকায় শাকিব-পূজা

৩৫ দিনের শুটিং শেষে ঢাকায় শাকিব-পূজা

টাঙ্গাইলে কয়েকটি দৃশ্যের শুটিং শেষে গত ২৮ সেপ্টেম্বর জামালপুরে শুরু হয়েছিল ‘গলুই’ ছবির শুটিং। অক্টোবরজুড়ে শুটিং করেছেন শাকিব খান। টানা ৩৫ দিনের শুটিং শেষে শনিবার ঢাকায় ফিরেছেন তিনি। ‘গলুই’ ছবিতে শাকিব খানের নায়িকা হয়েছেন পূজা চেরি। তিনিও ফিরেছেন ঢাকায়। নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে এটাই তাঁর প্রথম কাজ।

২০২০-২১ অর্থবছরের অনুদান পাওয়া ছবি ‘গলুই’। পরিচালনা করছেন এস এ হক অলিক। গতকাল রোববার তিনি জানান, শাকিব খান ও পূজার শুটিং শেষ। তাঁরা শনিবার ঢাকায় ফিরেছেন। আর তিন দিন কাজ করলে ছবির পুরো শুটিং শেষ হবে। জামালপুরেই এই তিন দিনের শুটিংয়ে থাকছেন সুচরিতা, সুব্রতসহ অনেকেই।

শাকিব খান ও পূজা চেরিজামালপুরের দুর্গম এলাকায় শুটিং হয়েছে ‘গলুই’র। টানা ৩৫ দিন সেখানেই ছিলেন শাকিব। মাঝে একবার বিশেষ প্রয়োজনে কয়েক ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন। এ ছাড়া, বিরামহীন শুটিং করেছেন। ঢাকায় ফিরে শাকিব জানিয়েছেন, ‘এখনো “গলুই”র ঘোরে আছি। লালু চরিত্র থেকে বের হতে আরো কয়েকদিন সময় লাগবে।’ ছবিতে শাকিব অভিনয় করেছেন লালু মাঝি আর তাঁর নায়িকা পূজা চেরি অভিনয় করেছেন মালা চরিত্রে।

আশপাশের গ্রাম থেকে আসা মানুষের ঢল নেমেছিল ছবির শুটিং দেখতে। শুটিং স্পটের আশপাশেই অস্থায়ী দোকানপাট বসে যায়। যেন কোনো মেলা শুরু হয়েছে। শাকিব খান বলেন, ‘আমার অভিনয়জীবনে শুটিংয়ে এত মানুষের ভিড় দেখিনি। এই ভিড় সামলেই শুটিং করতে হয়েছে আমাদের। মানুষের ভিড় ঠেকাতে প্রশাসন সহযোগিতা করেছে। স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেছেন।’

এসএ হক অলিক ও পূজা চেরিপরিচালক এস এ হক অলিক বলেন, ‘ছবির সম্পাদনা, ডাবিং ও কালার কারেকশন দেশেই করব। সব ঠিকঠাক থাকলে বিশেষ কোনো দিন ঠিক করে আগামী বছর ছবি মুক্তি দেব। ছবিটি নিয়ে আমি আশাবাদী। সবচেয়ে বড় ব্যাপার, আমি যেমনটা চেয়েছিলাম, গ্রাম-বাংলাকে নতুন করে ফুটিয়ে তুলব ছবির মাধ্যমে, সেটা করতে পেরেছি। অনেক সময় শুটিংয়ের আগে যে প্ল্যানিং থাকে সেটা ঠিকভাবে হয় না। কিন্তু আমি মনের মতোই শুটিং করতে পেরেছি।’

নৌকার গলুই থেকেই ছবির নামকরণ হয়েছে ‘গলুই’। গলুই যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য।

এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর চলচ্চিত্রের গানে ফিরেছেন হাবিব ওয়াহিদ। তাঁর সুর, সংগীত ও কণ্ঠে দুটি গান থাকছে ছবিতে। যার একটি লিখেছেন এস এ হক অলিক, আরেকটি সোহেল আরমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত