টাঙ্গাইলে কয়েকটি দৃশ্যের শুটিং শেষে গত ২৮ সেপ্টেম্বর জামালপুরে শুরু হয়েছিল ‘গলুই’ ছবির শুটিং। অক্টোবরজুড়ে শুটিং করেছেন শাকিব খান। টানা ৩৫ দিনের শুটিং শেষে শনিবার ঢাকায় ফিরেছেন তিনি। ‘গলুই’ ছবিতে শাকিব খানের নায়িকা হয়েছেন পূজা চেরি। তিনিও ফিরেছেন ঢাকায়। নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে এটাই তাঁর প্রথম কাজ।
২০২০-২১ অর্থবছরের অনুদান পাওয়া ছবি ‘গলুই’। পরিচালনা করছেন এস এ হক অলিক। গতকাল রোববার তিনি জানান, শাকিব খান ও পূজার শুটিং শেষ। তাঁরা শনিবার ঢাকায় ফিরেছেন। আর তিন দিন কাজ করলে ছবির পুরো শুটিং শেষ হবে। জামালপুরেই এই তিন দিনের শুটিংয়ে থাকছেন সুচরিতা, সুব্রতসহ অনেকেই।
জামালপুরের দুর্গম এলাকায় শুটিং হয়েছে ‘গলুই’র। টানা ৩৫ দিন সেখানেই ছিলেন শাকিব। মাঝে একবার বিশেষ প্রয়োজনে কয়েক ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন। এ ছাড়া, বিরামহীন শুটিং করেছেন। ঢাকায় ফিরে শাকিব জানিয়েছেন, ‘এখনো “গলুই”র ঘোরে আছি। লালু চরিত্র থেকে বের হতে আরো কয়েকদিন সময় লাগবে।’ ছবিতে শাকিব অভিনয় করেছেন লালু মাঝি আর তাঁর নায়িকা পূজা চেরি অভিনয় করেছেন মালা চরিত্রে।
আশপাশের গ্রাম থেকে আসা মানুষের ঢল নেমেছিল ছবির শুটিং দেখতে। শুটিং স্পটের আশপাশেই অস্থায়ী দোকানপাট বসে যায়। যেন কোনো মেলা শুরু হয়েছে। শাকিব খান বলেন, ‘আমার অভিনয়জীবনে শুটিংয়ে এত মানুষের ভিড় দেখিনি। এই ভিড় সামলেই শুটিং করতে হয়েছে আমাদের। মানুষের ভিড় ঠেকাতে প্রশাসন সহযোগিতা করেছে। স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেছেন।’
পরিচালক এস এ হক অলিক বলেন, ‘ছবির সম্পাদনা, ডাবিং ও কালার কারেকশন দেশেই করব। সব ঠিকঠাক থাকলে বিশেষ কোনো দিন ঠিক করে আগামী বছর ছবি মুক্তি দেব। ছবিটি নিয়ে আমি আশাবাদী। সবচেয়ে বড় ব্যাপার, আমি যেমনটা চেয়েছিলাম, গ্রাম-বাংলাকে নতুন করে ফুটিয়ে তুলব ছবির মাধ্যমে, সেটা করতে পেরেছি। অনেক সময় শুটিংয়ের আগে যে প্ল্যানিং থাকে সেটা ঠিকভাবে হয় না। কিন্তু আমি মনের মতোই শুটিং করতে পেরেছি।’
নৌকার গলুই থেকেই ছবির নামকরণ হয়েছে ‘গলুই’। গলুই যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য।
এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর চলচ্চিত্রের গানে ফিরেছেন হাবিব ওয়াহিদ। তাঁর সুর, সংগীত ও কণ্ঠে দুটি গান থাকছে ছবিতে। যার একটি লিখেছেন এস এ হক অলিক, আরেকটি সোহেল আরমান।
টাঙ্গাইলে কয়েকটি দৃশ্যের শুটিং শেষে গত ২৮ সেপ্টেম্বর জামালপুরে শুরু হয়েছিল ‘গলুই’ ছবির শুটিং। অক্টোবরজুড়ে শুটিং করেছেন শাকিব খান। টানা ৩৫ দিনের শুটিং শেষে শনিবার ঢাকায় ফিরেছেন তিনি। ‘গলুই’ ছবিতে শাকিব খানের নায়িকা হয়েছেন পূজা চেরি। তিনিও ফিরেছেন ঢাকায়। নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে এটাই তাঁর প্রথম কাজ।
২০২০-২১ অর্থবছরের অনুদান পাওয়া ছবি ‘গলুই’। পরিচালনা করছেন এস এ হক অলিক। গতকাল রোববার তিনি জানান, শাকিব খান ও পূজার শুটিং শেষ। তাঁরা শনিবার ঢাকায় ফিরেছেন। আর তিন দিন কাজ করলে ছবির পুরো শুটিং শেষ হবে। জামালপুরেই এই তিন দিনের শুটিংয়ে থাকছেন সুচরিতা, সুব্রতসহ অনেকেই।
জামালপুরের দুর্গম এলাকায় শুটিং হয়েছে ‘গলুই’র। টানা ৩৫ দিন সেখানেই ছিলেন শাকিব। মাঝে একবার বিশেষ প্রয়োজনে কয়েক ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন। এ ছাড়া, বিরামহীন শুটিং করেছেন। ঢাকায় ফিরে শাকিব জানিয়েছেন, ‘এখনো “গলুই”র ঘোরে আছি। লালু চরিত্র থেকে বের হতে আরো কয়েকদিন সময় লাগবে।’ ছবিতে শাকিব অভিনয় করেছেন লালু মাঝি আর তাঁর নায়িকা পূজা চেরি অভিনয় করেছেন মালা চরিত্রে।
আশপাশের গ্রাম থেকে আসা মানুষের ঢল নেমেছিল ছবির শুটিং দেখতে। শুটিং স্পটের আশপাশেই অস্থায়ী দোকানপাট বসে যায়। যেন কোনো মেলা শুরু হয়েছে। শাকিব খান বলেন, ‘আমার অভিনয়জীবনে শুটিংয়ে এত মানুষের ভিড় দেখিনি। এই ভিড় সামলেই শুটিং করতে হয়েছে আমাদের। মানুষের ভিড় ঠেকাতে প্রশাসন সহযোগিতা করেছে। স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেছেন।’
পরিচালক এস এ হক অলিক বলেন, ‘ছবির সম্পাদনা, ডাবিং ও কালার কারেকশন দেশেই করব। সব ঠিকঠাক থাকলে বিশেষ কোনো দিন ঠিক করে আগামী বছর ছবি মুক্তি দেব। ছবিটি নিয়ে আমি আশাবাদী। সবচেয়ে বড় ব্যাপার, আমি যেমনটা চেয়েছিলাম, গ্রাম-বাংলাকে নতুন করে ফুটিয়ে তুলব ছবির মাধ্যমে, সেটা করতে পেরেছি। অনেক সময় শুটিংয়ের আগে যে প্ল্যানিং থাকে সেটা ঠিকভাবে হয় না। কিন্তু আমি মনের মতোই শুটিং করতে পেরেছি।’
নৌকার গলুই থেকেই ছবির নামকরণ হয়েছে ‘গলুই’। গলুই যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য।
এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর চলচ্চিত্রের গানে ফিরেছেন হাবিব ওয়াহিদ। তাঁর সুর, সংগীত ও কণ্ঠে দুটি গান থাকছে ছবিতে। যার একটি লিখেছেন এস এ হক অলিক, আরেকটি সোহেল আরমান।
বলিউড অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি হাঁটুর ক্ষত সারাতে নিজের প্রস্রাব পান করেছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলেন। তাঁর বক্তব্যের কয়েক দিন পর ‘আশিকি’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়ালও জানালেন, তিনিও প্রস্রাব পান করেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতা পেয়েছেন।
২ ঘণ্টা আগেফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১ দিন আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১ দিন আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগে