বিনোদন প্রতিবেদক, ঢাকা
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। ১৭ বছর ধরে প্রতি ঈদে এই সিরিজ নিয়ে তৈরি হয় ধারাবাহিক নাটক। এবার রোজার ঈদ উপলক্ষেও নির্মিত হয়েছে ছোটকাকু। তবে এবারের আয়োজনটা আরও বড়। নির্মাতারা এর নাম দিয়েছেন ‘ছোটকাকু চ্যাপ্টার টু’। ওয়েব ফিল্ম আকারে নির্মিত হলেও প্রচারিত হতে পারে সিরিজ আকারে।
ছোটকাকু সিরিজের নতুন পর্বের নাম ‘মিশন মুন্সিগঞ্জে’। সর্বশেষ গত কোরবানি ঈদে প্রচারিত হওয়া ‘হবিগঞ্জের হরবোলা’র মতো এবারও ছোটকাকু পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এরই মধ্যে শেষ হয়েছে শুটিং। নির্মাতা জানান, এবার আরও বড় আয়োজনে নির্মিত হয়েছে। কয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত হবে, সিনেমা নাকি সিরিজ হিসেবে মুক্তি দেওয়া হবে এটি। ১৭ বছর ধরে ছোট পর্দায় প্রচারিত হয়ে আসছে ছোটকাকু। ওটিটির পাশাপাশি টিভিতে দেখা যাবে কি না—জানতে চাইলে নির্মাতা জানান, এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
অনিমেষ আইচ বলেন, ‘এবার ছোটকাকু আসছে নতুন আঙ্গিকে। আমরা এটাকে ছোটকাকু চ্যাপ্টার টু বলছি। সিনেমা হিসেবেই এটি নির্মাণ করা হয়েছে। সেভাবেই শুটিং, ডাবিং, এডিটিং করা হচ্ছে। যেহেতু ছোটকাকু ছোট পর্দায় প্রচারিত হয়ে আসছে, তাই বিষয়টি নিয়েও ভাবতে হচ্ছে। কয়েক দিনের মধ্যে জানাতে পারব, এবারের ছোটকাকু কোন ফরম্যাটে মুক্তি পাবে।’
১৭ বছর ধরে ছোটকাকু চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। বরাবরের মতো এবারও ছোটকাকু হয়ে রহস্যভেদ করবেন তিনি। ছোটকাকু সিরিজ নিয়ে আফজাল হোসেন বলেন, ‘ছোটকাকুর সঙ্গে আমার একটা ভালোবাসার বিষয় আছে। আমি ঢাকা শহরে এসে প্রথমে শিশু-কিশোর সংগঠনের সঙ্গে যুক্ত হই। সেই যুক্ত হওয়ার কারণে, আমি যে মানুষটি এসেছিলাম, তার চিন্তাভাবনাগুলো বদলায়। সে হিসেবে আমার সর্বক্ষণ মনে হয়, এই যে শিশু-কিশোরদের জন্য কিছু করতে চাওয়া, এটা একেবারেই এখন নেই। তাই এটা করা।’
ছোটকাকু মিশন মুন্সিগঞ্জের চমক চঞ্চল চৌধুরী। এই প্রথম ধারাবাহিকটিতে দেখা যাবে তাঁকে। তাঁর অভিনীত চরিত্র ঘিরেই গড়ে উঠেছে গল্প। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আশনা হাবিব ভাবনা, তানভীর হোসেন প্রবাল, জয়রাজ, শিশুশিল্পী তানভীর হোসেন রিফাত প্রমুখ।
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। ১৭ বছর ধরে প্রতি ঈদে এই সিরিজ নিয়ে তৈরি হয় ধারাবাহিক নাটক। এবার রোজার ঈদ উপলক্ষেও নির্মিত হয়েছে ছোটকাকু। তবে এবারের আয়োজনটা আরও বড়। নির্মাতারা এর নাম দিয়েছেন ‘ছোটকাকু চ্যাপ্টার টু’। ওয়েব ফিল্ম আকারে নির্মিত হলেও প্রচারিত হতে পারে সিরিজ আকারে।
ছোটকাকু সিরিজের নতুন পর্বের নাম ‘মিশন মুন্সিগঞ্জে’। সর্বশেষ গত কোরবানি ঈদে প্রচারিত হওয়া ‘হবিগঞ্জের হরবোলা’র মতো এবারও ছোটকাকু পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এরই মধ্যে শেষ হয়েছে শুটিং। নির্মাতা জানান, এবার আরও বড় আয়োজনে নির্মিত হয়েছে। কয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত হবে, সিনেমা নাকি সিরিজ হিসেবে মুক্তি দেওয়া হবে এটি। ১৭ বছর ধরে ছোট পর্দায় প্রচারিত হয়ে আসছে ছোটকাকু। ওটিটির পাশাপাশি টিভিতে দেখা যাবে কি না—জানতে চাইলে নির্মাতা জানান, এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
অনিমেষ আইচ বলেন, ‘এবার ছোটকাকু আসছে নতুন আঙ্গিকে। আমরা এটাকে ছোটকাকু চ্যাপ্টার টু বলছি। সিনেমা হিসেবেই এটি নির্মাণ করা হয়েছে। সেভাবেই শুটিং, ডাবিং, এডিটিং করা হচ্ছে। যেহেতু ছোটকাকু ছোট পর্দায় প্রচারিত হয়ে আসছে, তাই বিষয়টি নিয়েও ভাবতে হচ্ছে। কয়েক দিনের মধ্যে জানাতে পারব, এবারের ছোটকাকু কোন ফরম্যাটে মুক্তি পাবে।’
১৭ বছর ধরে ছোটকাকু চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। বরাবরের মতো এবারও ছোটকাকু হয়ে রহস্যভেদ করবেন তিনি। ছোটকাকু সিরিজ নিয়ে আফজাল হোসেন বলেন, ‘ছোটকাকুর সঙ্গে আমার একটা ভালোবাসার বিষয় আছে। আমি ঢাকা শহরে এসে প্রথমে শিশু-কিশোর সংগঠনের সঙ্গে যুক্ত হই। সেই যুক্ত হওয়ার কারণে, আমি যে মানুষটি এসেছিলাম, তার চিন্তাভাবনাগুলো বদলায়। সে হিসেবে আমার সর্বক্ষণ মনে হয়, এই যে শিশু-কিশোরদের জন্য কিছু করতে চাওয়া, এটা একেবারেই এখন নেই। তাই এটা করা।’
ছোটকাকু মিশন মুন্সিগঞ্জের চমক চঞ্চল চৌধুরী। এই প্রথম ধারাবাহিকটিতে দেখা যাবে তাঁকে। তাঁর অভিনীত চরিত্র ঘিরেই গড়ে উঠেছে গল্প। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আশনা হাবিব ভাবনা, তানভীর হোসেন প্রবাল, জয়রাজ, শিশুশিল্পী তানভীর হোসেন রিফাত প্রমুখ।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৪ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৮ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১০ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৩ ঘণ্টা আগে