Ajker Patrika

ঈদে আসছে ‘ছোটকাকু চ্যাপ্টার টু’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ২২: ৫৮
আফজাল হোসেন ও চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত
আফজাল হোসেন ও চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। ১৭ বছর ধরে প্রতি ঈদে এই সিরিজ নিয়ে তৈরি হয় ধারাবাহিক নাটক। এবার রোজার ঈদ উপলক্ষেও নির্মিত হয়েছে ছোটকাকু। তবে এবারের আয়োজনটা আরও বড়। নির্মাতারা এর নাম দিয়েছেন ‘ছোটকাকু চ্যাপ্টার টু’। ওয়েব ফিল্ম আকারে নির্মিত হলেও প্রচারিত হতে পারে সিরিজ আকারে।

ছোটকাকু সিরিজের নতুন পর্বের নাম ‘মিশন মুন্সিগঞ্জে’। সর্বশেষ গত কোরবানি ঈদে প্রচারিত হওয়া ‘হবিগঞ্জের হরবোলা’র মতো এবারও ছোটকাকু পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এরই মধ্যে শেষ হয়েছে শুটিং। নির্মাতা জানান, এবার আরও বড় আয়োজনে নির্মিত হয়েছে। কয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত হবে, সিনেমা নাকি সিরিজ হিসেবে মুক্তি দেওয়া হবে এটি। ১৭ বছর ধরে ছোট পর্দায় প্রচারিত হয়ে আসছে ছোটকাকু। ওটিটির পাশাপাশি টিভিতে দেখা যাবে কি না—জানতে চাইলে নির্মাতা জানান, এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অনিমেষ আইচ বলেন, ‘এবার ছোটকাকু আসছে নতুন আঙ্গিকে। আমরা এটাকে ছোটকাকু চ্যাপ্টার টু বলছি। সিনেমা হিসেবেই এটি নির্মাণ করা হয়েছে। সেভাবেই শুটিং, ডাবিং, এডিটিং করা হচ্ছে। যেহেতু ছোটকাকু ছোট পর্দায় প্রচারিত হয়ে আসছে, তাই বিষয়টি নিয়েও ভাবতে হচ্ছে। কয়েক দিনের মধ্যে জানাতে পারব, এবারের ছোটকাকু কোন ফরম্যাটে মুক্তি পাবে।’

অনিমেষ আইচ
অনিমেষ আইচ

১৭ বছর ধরে ছোটকাকু চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। বরাবরের মতো এবারও ছোটকাকু হয়ে রহস্যভেদ করবেন তিনি। ছোটকাকু সিরিজ নিয়ে আফজাল হোসেন বলেন, ‘ছোটকাকুর সঙ্গে আমার একটা ভালোবাসার বিষয় আছে। আমি ঢাকা শহরে এসে প্রথমে শিশু-কিশোর সংগঠনের সঙ্গে যুক্ত হই। সেই যুক্ত হওয়ার কারণে, আমি যে মানুষটি এসেছিলাম, তার চিন্তাভাবনাগুলো বদলায়। সে হিসেবে আমার সর্বক্ষণ মনে হয়, এই যে শিশু-কিশোরদের জন্য কিছু করতে চাওয়া, এটা একেবারেই এখন নেই। তাই এটা করা।’

ছোটকাকু মিশন মুন্সিগঞ্জের চমক চঞ্চল চৌধুরী। এই প্রথম ধারাবাহিকটিতে দেখা যাবে তাঁকে। তাঁর অভিনীত চরিত্র ঘিরেই গড়ে উঠেছে গল্প। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আশনা হাবিব ভাবনা, তানভীর হোসেন প্রবাল, জয়রাজ, শিশুশিল্পী তানভীর হোসেন রিফাত প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসামি গ্রেপ্তারে র‍্যাবকে ভুল তথ্য, বগুড়া ডিবির ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

গাজায় ৮ জনকে প্রকাশ্যে গুলি করে মারল হামাস

সব ‘নোট অব ডিসেন্ট’ স্পষ্ট থাকবে জুলাই সনদে, সেটাই যাবে গণভোটে: সালাহউদ্দিন আহমদ

দয়া করে বিভাজন সৃষ্টি করবেন না, দেশকে বাঁচান: মির্জা ফখরুল

স্কুলছাত্রীর মৃত্যুতে স্তব্ধ মালয়েশিয়া, কাঠগড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ভিলেনকে কাছে পেয়ে সিনেমার শেষ দৃশ্য ক্রিয়েট করলেন চার নায়ক

বিনোদন প্রতিবেদক, ঢাকা
(বাঁ থেকে) আলেক জেন্ডার বো, আমিন খান, আহমেদ শরীফ, জায়েদ খান ও ইমন। ছবি: সংগৃহীত
(বাঁ থেকে) আলেক জেন্ডার বো, আমিন খান, আহমেদ শরীফ, জায়েদ খান ও ইমন। ছবি: সংগৃহীত

সাধারণত বাংলা সিনেমার শেষ দৃশ্যে দেখা যায়, ভিলেনকে মেরে কুপোকাত করছেন নায়ক। ভিলেনকে পরাজিত করার মধ্য দিয়ে নায়কের বিজয় দেখিয়ে শেষ হয় সিনেমা। সম্প্রতি বাংলা সিনেমার খ্যাতিমান ভিলেন আহমেদ শরীফকে কাছে পেয়ে সিনেমার শেষ দৃশ্য ক্রিয়েট করলেন চার নায়ক আলেকজান্ডার বো, আমিন খান, জায়েদ খান ও মামনুন ইমন।

বাংলা চলচ্চিত্রের অনেক শিল্পী এখন যুক্তরাষ্ট্রে। কেউ স্থায়ীভাবে বসবাস করছেন, কেউ কাজের প্রয়োজনে গিয়েছেন। সম্প্রতি নিউইয়র্কে আড্ডায় মেতে উঠেছিলেন আহমেদ শরীফ, আলেকজান্ডার বো, আমিন খান, জায়েদ খান ও মামনুন ইমন। সেখানে ভিলেনকে কাছে পেয়ে সিনেমার শেষ দৃশ্যের মতো পোজ দিয়ে ছবি তোলেন তাঁরা। যেখানে দেখা যায়, চার নায়ক মিলে কুপোকাত করছেন ভিলেন আহমেদ শরীফকে। সেই ছবি ফেসবুকে শেয়ার করে জায়েদ খান লেখেন, ‘ছবির শেষ দৃশ্য’।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অভিনেতা জায়েদ খান জানান, নিউইয়র্কে বেলরোজ নামের একটি রেস্তোরাঁয় আড্ডা জমিয়েছিলেন তাঁরা। সেই আড্ডার পুরোটায় ছিল বাংলাদেশ ও সিনেমা।

জায়েদ খান বলেন, ‘আড্ডার পুরোটায় আমরা আহমেদ শরীফ ভাইয়ের বর্ণাঢ্য ক্যারিয়ারের নানা গল্প শুনেছি। ৯০০ সিনেমা করার অভিজ্ঞতা তাঁর। এরসঙ্গে আমিন ভাইসহ বাকিরাও নিজ নিজ অভিজ্ঞতাগুলো শেয়ার করছিলাম। শরীফ ভাইয়ের চোখে পানি চলে এসেছে আমাদের সঙ্গে আড্ডা দিয়ে। আড্ডার শেষে যখন সবাই উঠব, তখন আমি বললাম, সিনেমার শেষ দৃশ্য হবে এখন। এরপর ভিলেনকে নায়কেরা ঘিরে ধরে এই ছবিটা তুলি; যাতে বোঝাতে চেয়েছি, ভিলেনকে কুপোকাত করে ঘিরে রেখেছে নায়কেরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসামি গ্রেপ্তারে র‍্যাবকে ভুল তথ্য, বগুড়া ডিবির ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

গাজায় ৮ জনকে প্রকাশ্যে গুলি করে মারল হামাস

সব ‘নোট অব ডিসেন্ট’ স্পষ্ট থাকবে জুলাই সনদে, সেটাই যাবে গণভোটে: সালাহউদ্দিন আহমদ

দয়া করে বিভাজন সৃষ্টি করবেন না, দেশকে বাঁচান: মির্জা ফখরুল

স্কুলছাত্রীর মৃত্যুতে স্তব্ধ মালয়েশিয়া, কাঠগড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কলকাতায় ‘শেকড়’ সিনেমার শুটিং শুরু করলেন চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক
‘শেকড়’ সিনেমার শুটিংয়ে চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত
‘শেকড়’ সিনেমার শুটিংয়ে চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

গত আগস্টে জানা গিয়েছিল ব্রাত্য বসুর নতুন টালিউড সিনেমায় অভিনয় করবেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। সম্প্রতি শুরু হয়েছে সিনেমার শুটিং। গত সোমবার থেকে ‘শেকড়’ নামের এই সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন চঞ্চল।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ‌্যায়ের ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ ছোটগল্প অবলম্বনে তৈরি হচ্ছে শেকড়। দুই গ্রামের বয়স্ক নারী-পুরুষের চরিত্রকে ঘিরে এগিয়ে যাবে সিনেমার গল্প। বৃদ্ধের চরিত্রে আছেন অভিনেতা লোকনাথ দে, বৃদ্ধার চরিত্রে সীমা বিশ্বাস। লোকনাথের ছেলের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরী আর তাঁর স্ত্রীর চরিত্রে পৌলমী বসুকে।

ভারতীয় গণমাধ্যমকে চঞ্চল চৌধুরী বলেন, ‘এখানে বাবা-ছেলের একটা সুন্দর সম্পর্ক দেখা যাবে। আমার বাবার চরিত্রটার সঙ্গে আমার ব্যক্তিজীবনের বহু মিল। কারণ, এই চরিত্র ডিমেনশিয়ায় আক্রান্ত। যে সমস্ত কিছু মুহূর্তের মধ্যে ভুলে যায়। আমার বাবাও শেষ জীবনে এই রোগে আক্রান্ত ছিলেন। এই সিনেমা করার আরও একটি কারণ হচ্ছে ব্রাত্যদা (ব্রাত্য বসু)। তাঁর সঙ্গে সিনেমা করার একটা আরাম আছে। সেটা আমায় ভীষণভাবে টানে।’

‘শেকড়’ সিনেমার শুটিংয়ে পরিচালক ব্রাত্য বসুর সঙ্গে চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত
‘শেকড়’ সিনেমার শুটিংয়ে পরিচালক ব্রাত্য বসুর সঙ্গে চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

শুটিং হচ্ছে কলকাতার বীরভূমে। শুটিং এলাকা দারুণ পছন্দ হয়েছে চঞ্চলের। তিনি বলেন, ‘গ্রাম আমায় বরাবর টানে। একটা টান অনুভব করি। বর্তমানে ঢাকায় থাকলেও আমি তো আসলে গ্রামেরই ছেলে। যখন সিনেমায় মেঠো পথ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি, কত পুরোনো ছবি মনে ভেসে উঠছে। এই সিনেমা করতে গিয়ে আমি বারবার পেছনে ফিরে যাচ্ছি।’

শেকড় সিনেমায় আরও অভিনয় করছেন অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনসূয়া মজুমদার, অনুজয় চট্টোপাধ‌্যায়, নারায়ণ গোস্বামী প্রমুখ। প্রযোজনা করেছেন ফিরদৌসুল হাসান। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসামি গ্রেপ্তারে র‍্যাবকে ভুল তথ্য, বগুড়া ডিবির ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

গাজায় ৮ জনকে প্রকাশ্যে গুলি করে মারল হামাস

সব ‘নোট অব ডিসেন্ট’ স্পষ্ট থাকবে জুলাই সনদে, সেটাই যাবে গণভোটে: সালাহউদ্দিন আহমদ

দয়া করে বিভাজন সৃষ্টি করবেন না, দেশকে বাঁচান: মির্জা ফখরুল

স্কুলছাত্রীর মৃত্যুতে স্তব্ধ মালয়েশিয়া, কাঠগড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, পূর্ণিমা ও কাজী জেসিন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
বেবী নাজনীন, পূর্ণিমা ও কাজী জেসিন। ছবি: সংগৃহীত
বেবী নাজনীন, পূর্ণিমা ও কাজী জেসিন। ছবি: সংগৃহীত

সংগীত, চলচ্চিত্র ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-এ বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন (সংগীত), পূর্ণিমা (চলচ্চিত্র) ও কাজী জেসিন (সাংবাদিকতা)। 

১৭ অক্টোবর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারের হল অব ফেমে অনুষ্ঠিত হবে সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৪-এর আয়োজন। অনুষ্ঠানে ২০২৪ সালে টেলিভিশন, ওটিটি, সিনেমা ও সংগীতের সেরা শিল্পীদের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা। আয়োজনের শুরুতে বিশেষ সম্মাননা দেওয়া হবে বেবী নাজনীন, পূর্ণিমা ও কাজী জেসিনকে।

এটি সংগঠনটির ২৪তম পুরস্কার বিতরণী আসর। অ্যাওয়ার্ড প্রদানের ফাঁকে ফাঁকে থাকবে জনপ্রিয় তারকাদের পারফরম্যান্স।

উল্লেখ্য, দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন এবং অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের মিডিয়া সংশ্লিষ্টদের দিয়ে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসামি গ্রেপ্তারে র‍্যাবকে ভুল তথ্য, বগুড়া ডিবির ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

গাজায় ৮ জনকে প্রকাশ্যে গুলি করে মারল হামাস

সব ‘নোট অব ডিসেন্ট’ স্পষ্ট থাকবে জুলাই সনদে, সেটাই যাবে গণভোটে: সালাহউদ্দিন আহমদ

দয়া করে বিভাজন সৃষ্টি করবেন না, দেশকে বাঁচান: মির্জা ফখরুল

স্কুলছাত্রীর মৃত্যুতে স্তব্ধ মালয়েশিয়া, কাঠগড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে নোবেলের স্মৃতিচারণা

বিনোদন ডেস্ক
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৭: ৫৩
আইয়ুব বাচ্চু, সালমান শাহ ও নোবেল। ছবি: সংগৃহীত
আইয়ুব বাচ্চু, সালমান শাহ ও নোবেল। ছবি: সংগৃহীত

১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।

বাচ্চু ভাইয়ের মৃত্যুর খবরে নিজেকে আটকে রাখতে পারিনি

আজাদ বল পয়েন্টের বিজ্ঞাপন দিয়ে পরিচিতি পান নোবেল। এই বিজ্ঞাপনের ‘লোনলি ডে, লোনলি নাইট’ শিরোনামের জিঙ্গেলটি গেয়েছেন আইয়ুব বাচ্চু। এরপর নোবেলের করা অনেক বিজ্ঞাপনের জিঙ্গেলে পাওয়া গেছে আইয়ুব বাচ্চুর কণ্ঠ। কাজের বাইরেও তাঁদের ব্যক্তিগত সম্পর্ক ছিল দারুণ। আইয়ুব বাচ্চুর মৃত্যুতে তাই ভীষণ কষ্ট পেয়েছিলেন নোবেল। সেই কথা জানিয়ে নোবেল বলেন, ‘সেদিন আমি একা বাসায় ছিলাম, তাঁর মৃত্যুর খবর শুনে নিজেকে আটকে রাখতে পারি নাই। হাউমাউ করে কান্না করেছি।’

আইয়ুব বাচ্চুর কথা স্মরণ করে নোবেল বলেন, ‘ওনাকে আমি ছোটবেলা থেকে চিনতাম। বাচ্চু ভাই তখন চট্টগ্রামে একটা ব্যান্ডে বাজাতেন। ভার্সাটাইল একজন মিউজিশিয়ান ছিলেন। আমি যখন ঢাকায় প্রথম আসি, তখন আমাদের বাসা ছিল মগবাজার। বাসা থেকে বের হলেই বাউন্ডারি দেওয়া বড় একটা গেট। একদিন দেখি, ওই গেটের ভেতর থেকে উনি বের হচ্ছেন। আমি ছুটে যাই তাঁর কাছে। জানতে পারলাম, উনি সেই বাসাতেই থাকেন। এর পর আমাদের সম্পর্ক আরও গাঢ় হয়। আমার কাজের ক্ষেত্রেও তাঁর সম্পৃক্ততা ছিল অনেক। আমার বেশির ভাগ জনপ্রিয় বিজ্ঞাপনের জিঙ্গেল তাঁর করা। কখনো কোনো বিজ্ঞাপনের গান পছন্দ না হলে আমাকে বলতেন, তোর এই বিজ্ঞাপনের কাজ কে করেছে। আমাকে বললেই তো আমি করে দিতাম। প্রায়ই ওনার এবি কিচেনে যেতাম। কত স্মৃতি সেখানে আমাদের।’

সিনেমা দেখার পর ইমনকে ভালো লাগার কথা জানিয়েছিলাম

‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে অভিষেকেই মাত করে দিয়েছিলেন সালমান শাহ। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সালমানকে। প্রথমে এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব গিয়েছিল নোবেলের কাছে। ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে এ নিয়ে আফসোস নেই তাঁর। নোবেল বলেন, ‘আফসোসের উল্টোটা লেগেছে আমার কাছে। সিনেমাটি দেখার পর মনে হয়েছে, মাই গড, বেঁচে গেছি, আমি করি নাই। আমারটা কোনো দিন এত সুন্দর হতো না। ইমনের (সালমান শাহ) লুক, অভিনয়—সব মিলিয়ে পুরো সিনেমাটি খুবই সুন্দর লেগেছে। আমি করলে এটা নষ্ট হয়ে যেত—আমার কাছে এটা মনে হয়েছে। সিনেমা দেখার পর ইমনকে আমার ভালো লাগার কথা জানিয়েছিলাম।’

শুধু সিনেমা নয়, বিজ্ঞাপনেও তাঁর সঙ্গে জড়িয়ে আছে সালমান শাহর নাম। এইআরসি চায়ের বিজ্ঞাপনে মডেল হিসেবে নোবেলের যাত্রা শুরু। তারও আগে কোমল পানীয় স্প্রাইটের একটি বিজ্ঞাপন করেছিলেন নোবেল, আর সালমান করেছিলেন ফান্টার বিজ্ঞাপন। সালমানের করা বিজ্ঞাপনটি প্রচারিত হলেও, নোবেলের করা বিজ্ঞাপনটি প্রচারিত হয়নি। এ নিয়েও আফসোস নেই নোবেলের। তিনি বলেন, ‘আমি, ইমন ও ইমরান তিনজন তিনটি বিজ্ঞাপন করেছিলাম। শুটিং শেষে ইমরান ও ইমনের কাজ দেখে দারুণ লেগেছিল। আমাকে যখন ডাকা হলো, তখন খুব ক্লান্ত ছিলাম। রেকর্ডিংয়ের সময়ই কাজটি দেখে খুব আপসেট হয়ে পড়েছিলাম। ভাবছিলাম, আমাকে দিয়ে আর মডেলিং হবে না। তাই খুব খুশি হয়েছিলাম যখন আমাকে জানানো হলো, আমার বিজ্ঞাপনটি অ্যাপ্রুভ হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসামি গ্রেপ্তারে র‍্যাবকে ভুল তথ্য, বগুড়া ডিবির ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

গাজায় ৮ জনকে প্রকাশ্যে গুলি করে মারল হামাস

সব ‘নোট অব ডিসেন্ট’ স্পষ্ট থাকবে জুলাই সনদে, সেটাই যাবে গণভোটে: সালাহউদ্দিন আহমদ

দয়া করে বিভাজন সৃষ্টি করবেন না, দেশকে বাঁচান: মির্জা ফখরুল

স্কুলছাত্রীর মৃত্যুতে স্তব্ধ মালয়েশিয়া, কাঠগড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম

এলাকার খবর
Loading...

সম্পর্কিত