খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
কয়েক বছর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবিতে অভিনয় করেছিলেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র। ওটাই ছিল বাংলাদেশে তাঁর প্রথম কাজ। ‘ডুব’-এ তাঁর সহশিল্পী ছিলেন ইরফান খান। জানা গেল, বাংলাদেশের আরেকটি ছবিতে কাজ করছেন তিনি। ওই ছবিতে পার্নো অভিনয় করবেন মোশাররফ করিমের সঙ্গে।
মোশাররফ ও পার্নো জুটির এই নতুন ছবির নাম ‘বিলডাকিনি’। বানাবেন ফজলুল কবীর তুহিন। ডিসেম্বরের প্রথম দিকে রাজশাহীর এক প্রত্যন্ত গ্রামে ‘বিলডাকিনি’র শুটিং শুরু হওয়ার কথা। পার্নোর সঙ্গে শিডিউল নিয়ে আলাপ করতে নির্মাতা তুহিন এখন কলকাতায়। সেখান থেকেই জানালেন, এটি নারীশক্তির গল্প। মাতৃত্বের স্বাধীনতার গল্প। মোশাররফ করিম থাকবেন ছবিতে। আরও থাকবেন লুৎফর রহমান জর্জ।
‘বিলডাকিনি’ হতে যাচ্ছে মোশাররফ-পার্নোর একসঙ্গে প্রথম ছবি। কিন্তু কী কারণে এ ছবিতে পার্নো মিত্রকে চাইছেন নির্মাতা? তুহিন বলেন, ‘এই গল্পে একজন গ্রামের মেয়ের যে চরিত্র, সেটা পার্নোর সঙ্গে মানানসই হবে, প্রথম থেকেই এটা আমার মনে হয়েছিল।’
পার্নো মিত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ‘বিলডাকিনি’-তে অভিনয়ের খবর নিশ্চিত করে বলেন, ‘এ ছবির প্রস্তাব পাওয়ার কিছুদিন পর গল্পটা হাতে আসে। গল্প পড়ে ভালো লেগেছিল। তারপর যখন শুনলাম মোশাররফ করিমের সঙ্গে কাজ করব, খুশি হই। তাঁর সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে।’
মোশাররফ করিম এখন ‘ড্রাইভার’ ছবির শুটিং করছেন সাভারে। এ ছবির কাজ শেষ হবে চলতি মাসেই। ডিসেম্বর থেকে ‘বিলডাকিনি’র জন্য শিডিউল রেখেছেন তিনি। অন্যদিকে পার্নো মিত্র বর্তমানে একটি হিন্দি ছবিতে অভিনয় করছেন। কিছুদিনের বিরতিতে কলকাতা এসেছিলেন। শিগগিরই আবার শহর ছাড়বেন। হিন্দি ছবিটির শুটিং শেষ করে ডিসেম্বরে আসবেন বাংলাদেশে। ‘বিলডাকিনি’ ছবিতে চিত্রগ্রাহক হিসেবে থাকবেন সাহিল রনি। আগামী বছরের এপ্রিল মাসে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা নির্মাতার।
কয়েক বছর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবিতে অভিনয় করেছিলেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র। ওটাই ছিল বাংলাদেশে তাঁর প্রথম কাজ। ‘ডুব’-এ তাঁর সহশিল্পী ছিলেন ইরফান খান। জানা গেল, বাংলাদেশের আরেকটি ছবিতে কাজ করছেন তিনি। ওই ছবিতে পার্নো অভিনয় করবেন মোশাররফ করিমের সঙ্গে।
মোশাররফ ও পার্নো জুটির এই নতুন ছবির নাম ‘বিলডাকিনি’। বানাবেন ফজলুল কবীর তুহিন। ডিসেম্বরের প্রথম দিকে রাজশাহীর এক প্রত্যন্ত গ্রামে ‘বিলডাকিনি’র শুটিং শুরু হওয়ার কথা। পার্নোর সঙ্গে শিডিউল নিয়ে আলাপ করতে নির্মাতা তুহিন এখন কলকাতায়। সেখান থেকেই জানালেন, এটি নারীশক্তির গল্প। মাতৃত্বের স্বাধীনতার গল্প। মোশাররফ করিম থাকবেন ছবিতে। আরও থাকবেন লুৎফর রহমান জর্জ।
‘বিলডাকিনি’ হতে যাচ্ছে মোশাররফ-পার্নোর একসঙ্গে প্রথম ছবি। কিন্তু কী কারণে এ ছবিতে পার্নো মিত্রকে চাইছেন নির্মাতা? তুহিন বলেন, ‘এই গল্পে একজন গ্রামের মেয়ের যে চরিত্র, সেটা পার্নোর সঙ্গে মানানসই হবে, প্রথম থেকেই এটা আমার মনে হয়েছিল।’
পার্নো মিত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ‘বিলডাকিনি’-তে অভিনয়ের খবর নিশ্চিত করে বলেন, ‘এ ছবির প্রস্তাব পাওয়ার কিছুদিন পর গল্পটা হাতে আসে। গল্প পড়ে ভালো লেগেছিল। তারপর যখন শুনলাম মোশাররফ করিমের সঙ্গে কাজ করব, খুশি হই। তাঁর সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে।’
মোশাররফ করিম এখন ‘ড্রাইভার’ ছবির শুটিং করছেন সাভারে। এ ছবির কাজ শেষ হবে চলতি মাসেই। ডিসেম্বর থেকে ‘বিলডাকিনি’র জন্য শিডিউল রেখেছেন তিনি। অন্যদিকে পার্নো মিত্র বর্তমানে একটি হিন্দি ছবিতে অভিনয় করছেন। কিছুদিনের বিরতিতে কলকাতা এসেছিলেন। শিগগিরই আবার শহর ছাড়বেন। হিন্দি ছবিটির শুটিং শেষ করে ডিসেম্বরে আসবেন বাংলাদেশে। ‘বিলডাকিনি’ ছবিতে চিত্রগ্রাহক হিসেবে থাকবেন সাহিল রনি। আগামী বছরের এপ্রিল মাসে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা নির্মাতার।
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
২০ ঘণ্টা আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
২১ ঘণ্টা আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
২১ ঘণ্টা আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
২১ ঘণ্টা আগে