Ajker Patrika

ঈদে আসবে শাকিব-পূজার ‘গলুই’

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৮: ২৪
ঈদে আসবে শাকিব-পূজার ‘গলুই’

ঢাকাই ছবির এ মুহূর্তের সবচেয়ে বড় তারকা শাকিব খান। ২০২১ সালে মাত্র একটি ছবি মুক্তি পেয়েছে শাকিবের— নবাব এলএলবি। ছবিটি প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য পায়নি। তবে বছরের শেষটা জুড়ে তিনি আলোচনায় ছিলেন ‘গলুই’ ছবিতে অভিনয় করে।

এস এ হক অলীক পরিচালিত ‘গলুই’-তে শাকিব খান হাজির হয়েছেন একেবারেই গ্রাম্য চরিত্রে, যেমনটি আগে দেখা যায়নি। এছাড়া ছবিটির জন্য একটানা দেড় মাস সময় দিয়েছেন শাকিব। ‘গলুই’ দিয়ে শাকিবের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন পূজা চেরি। সবমিলে ছবিটিকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তাতে অনেকেরই জানার ইচ্ছে, কবে আসছে আলোচিত ‘গলুই’?

সরকারি অনুদান পাওয়া এ ছবির সহ-প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছেন, আগামী রোজার ঈদে ‘গলুই’ মুক্তির পরিকল্পনা করছেন তিনি।

‘গলুই’ ছবির গানের দৃশ্যে শাকিবপ্রযোজক খসরু বলেন, ‘এটি অনুদানের ছবি, তাই চলতি বছরেই নির্মাণ শেষ করে জমা দিতে হবে—এমন একটি বিষয় ছিল। আমরা ঠিক সময়ে কাজ শেষ করে সেন্সরে জমা দিয়েছি। এরমধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্রও মিলেছে। অনুদানের ছবি হলেও এটি অনেক বড় বাজেটের। তাই আমরা বড় কোনো উৎসবেই ছবিটি মুক্তি দিতে চাই। সেক্ষেত্রে আমাদের টার্গেট— আগামী রোজার ঈদ।’

দেশের পাশাপাশি বিদেশেও ‘গলুই’ মুক্তির পরিকল্পনা প্রযোজকের।

এ ছবিতে শাকিব-পূজা ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ। গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ, কণাসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত