বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা। ৮ মে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ফ্যাঁকড়া।
প্রেমিকা গোলাপীকে পেতে প্রচুর অর্থের প্রয়োজন সামাদের। সেই অর্থ জোগাড় করতে বন্ধুদের সহায়তা চায় সে। একসময় সবাই মিলে ছিনতাইয়ের পরিকল্পনা করে। ছিনতাই করার সময় ভুলবশত খুন হয়ে যায় এক নারী। সব ওলটপালট হয়ে যায়। প্রতিশোধ নিতে তাদের পিছু নেয় সেই নারীর স্বামী। পুলিশও খুঁজতে থাকে তাদের। এমন গল্পে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ফ্যাঁকড়া। সাত পর্বের সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নেয়ামত উল্লাহ মাসুম ও আহাম্মদ সাদ।
ফ্যাঁকড়া সিরিজে সামাদ চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ ও গোলাপী চরিত্রে নিদ্রা দে নেহা। এতে আরও রয়েছেন শ্যামল মাওলা, মীর রাব্বি, নিশাত প্রিয়ম, আব্দুল্লাহ আল সেন্টু, কাজী আবরার, সারাহ আলম, এ কে আজাদ সেতু, হাসনাত রিপন প্রমুখ।
ফ্যাঁকড়া সিরিজ নিয়ে নির্মাতা আসিফ চৌধুরী বলেন, ‘সিরিজের গল্পটা খুব স্ট্রং। গল্পই দর্শককে পুরো সময় ধরে রাখবে বলে আমার বিশ্বাস। সেই সঙ্গে যাঁরা অভিনয় করেছেন, তাঁরা প্রত্যেকে গুণী অভিনয়শিল্পী। সবাই নিজের চরিত্রকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। সামাদ ও গোলাপী চরিত্র ঘিরে গল্প শুরু হলেও এর প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ। সবাই ভালো করেছেন।’
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, ‘আগস্ট মাসের চ্যালেঞ্জিং একটা সময়ে শুটিং হয়েছে। নানা ধরনের বাধার মুখে পড়তে হয়েছে। সে সময় দেশজুড়ে ডাকাতির ঘটনাও ঘটছিল। রাতে হাইওয়েতে শুটিংয়ের সময় অনেকে আমাদের সন্দেহ করছিলেন। শুটিং আটকে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। অবশেষে আমাদের কষ্ট সার্থক হচ্ছে। দর্শকদের জন্য উন্মুক্ত হচ্ছে সিরিজটি।’
গত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা। ৮ মে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ফ্যাঁকড়া।
প্রেমিকা গোলাপীকে পেতে প্রচুর অর্থের প্রয়োজন সামাদের। সেই অর্থ জোগাড় করতে বন্ধুদের সহায়তা চায় সে। একসময় সবাই মিলে ছিনতাইয়ের পরিকল্পনা করে। ছিনতাই করার সময় ভুলবশত খুন হয়ে যায় এক নারী। সব ওলটপালট হয়ে যায়। প্রতিশোধ নিতে তাদের পিছু নেয় সেই নারীর স্বামী। পুলিশও খুঁজতে থাকে তাদের। এমন গল্পে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ফ্যাঁকড়া। সাত পর্বের সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নেয়ামত উল্লাহ মাসুম ও আহাম্মদ সাদ।
ফ্যাঁকড়া সিরিজে সামাদ চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ ও গোলাপী চরিত্রে নিদ্রা দে নেহা। এতে আরও রয়েছেন শ্যামল মাওলা, মীর রাব্বি, নিশাত প্রিয়ম, আব্দুল্লাহ আল সেন্টু, কাজী আবরার, সারাহ আলম, এ কে আজাদ সেতু, হাসনাত রিপন প্রমুখ।
ফ্যাঁকড়া সিরিজ নিয়ে নির্মাতা আসিফ চৌধুরী বলেন, ‘সিরিজের গল্পটা খুব স্ট্রং। গল্পই দর্শককে পুরো সময় ধরে রাখবে বলে আমার বিশ্বাস। সেই সঙ্গে যাঁরা অভিনয় করেছেন, তাঁরা প্রত্যেকে গুণী অভিনয়শিল্পী। সবাই নিজের চরিত্রকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। সামাদ ও গোলাপী চরিত্র ঘিরে গল্প শুরু হলেও এর প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ। সবাই ভালো করেছেন।’
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, ‘আগস্ট মাসের চ্যালেঞ্জিং একটা সময়ে শুটিং হয়েছে। নানা ধরনের বাধার মুখে পড়তে হয়েছে। সে সময় দেশজুড়ে ডাকাতির ঘটনাও ঘটছিল। রাতে হাইওয়েতে শুটিংয়ের সময় অনেকে আমাদের সন্দেহ করছিলেন। শুটিং আটকে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। অবশেষে আমাদের কষ্ট সার্থক হচ্ছে। দর্শকদের জন্য উন্মুক্ত হচ্ছে সিরিজটি।’
টেলিভিশন ও ওটিটিতে পরিচিতি পাওয়ার পর বড় পর্দায়ও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ২০২৩ সালে ‘আরো এক পৃথিবী’ দিয়ে অভিষেক হয়েছে টালিউড ইন্ডাস্ট্রিতে। গত কোরবানির ঈদে ‘ইনসাফ’ দিয়ে যাত্রা শুরু করেছেন ঢালিউডে। এবার এই অভিনেত্রী আসছেন প্রযোজক হয়ে।
১৪ ঘণ্টা আগে৩৬ বছরে পদার্পণ করল নাটকের দল ‘নাট্যকেন্দ্র’। গত শুক্র ও শনিবার রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দুই দিনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে নাট্যদলটি।
১৪ ঘণ্টা আগেদুজনই বিচ্ছেদের যন্ত্রণাদায়ক সময় পেরিয়ে এসেছেন। দুজনই খুঁজছেন জীবনসঙ্গী। সংসারে আবার থিতু হওয়ার তীব্র ইচ্ছা দুজনের মনেই। এ বছরের জুনে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ হয় মার্কিন গায়িকা কেটি পেরির। অন্যদিকে, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ১৮ বছরের সংসার ভাঙে ২০২৩ সালে।
১৪ ঘণ্টা আগেফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৭০তম আসরটি হয়ে গেল ১১ অক্টোবর রাতে ভারতের আহমেদাবাদের ইকেএ অ্যারেনায়। উপস্থাপনায় ছিলেন শাহরুখ খান, করণ জোহর ও মনীশ পাল। এবারের আসরে সর্বোচ্চ ১৩টি বিভাগে পুরস্কার পেয়েছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’।
১৪ ঘণ্টা আগে