বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা। ৮ মে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ফ্যাঁকড়া।
প্রেমিকা গোলাপীকে পেতে প্রচুর অর্থের প্রয়োজন সামাদের। সেই অর্থ জোগাড় করতে বন্ধুদের সহায়তা চায় সে। একসময় সবাই মিলে ছিনতাইয়ের পরিকল্পনা করে। ছিনতাই করার সময় ভুলবশত খুন হয়ে যায় এক নারী। সব ওলটপালট হয়ে যায়। প্রতিশোধ নিতে তাদের পিছু নেয় সেই নারীর স্বামী। পুলিশও খুঁজতে থাকে তাদের। এমন গল্পে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ফ্যাঁকড়া। সাত পর্বের সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নেয়ামত উল্লাহ মাসুম ও আহাম্মদ সাদ।
ফ্যাঁকড়া সিরিজে সামাদ চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ ও গোলাপী চরিত্রে নিদ্রা দে নেহা। এতে আরও রয়েছেন শ্যামল মাওলা, মীর রাব্বি, নিশাত প্রিয়ম, আব্দুল্লাহ আল সেন্টু, কাজী আবরার, সারাহ আলম, এ কে আজাদ সেতু, হাসনাত রিপন প্রমুখ।
ফ্যাঁকড়া সিরিজ নিয়ে নির্মাতা আসিফ চৌধুরী বলেন, ‘সিরিজের গল্পটা খুব স্ট্রং। গল্পই দর্শককে পুরো সময় ধরে রাখবে বলে আমার বিশ্বাস। সেই সঙ্গে যাঁরা অভিনয় করেছেন, তাঁরা প্রত্যেকে গুণী অভিনয়শিল্পী। সবাই নিজের চরিত্রকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। সামাদ ও গোলাপী চরিত্র ঘিরে গল্প শুরু হলেও এর প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ। সবাই ভালো করেছেন।’
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, ‘আগস্ট মাসের চ্যালেঞ্জিং একটা সময়ে শুটিং হয়েছে। নানা ধরনের বাধার মুখে পড়তে হয়েছে। সে সময় দেশজুড়ে ডাকাতির ঘটনাও ঘটছিল। রাতে হাইওয়েতে শুটিংয়ের সময় অনেকে আমাদের সন্দেহ করছিলেন। শুটিং আটকে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। অবশেষে আমাদের কষ্ট সার্থক হচ্ছে। দর্শকদের জন্য উন্মুক্ত হচ্ছে সিরিজটি।’
গত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা। ৮ মে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ফ্যাঁকড়া।
প্রেমিকা গোলাপীকে পেতে প্রচুর অর্থের প্রয়োজন সামাদের। সেই অর্থ জোগাড় করতে বন্ধুদের সহায়তা চায় সে। একসময় সবাই মিলে ছিনতাইয়ের পরিকল্পনা করে। ছিনতাই করার সময় ভুলবশত খুন হয়ে যায় এক নারী। সব ওলটপালট হয়ে যায়। প্রতিশোধ নিতে তাদের পিছু নেয় সেই নারীর স্বামী। পুলিশও খুঁজতে থাকে তাদের। এমন গল্পে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ফ্যাঁকড়া। সাত পর্বের সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নেয়ামত উল্লাহ মাসুম ও আহাম্মদ সাদ।
ফ্যাঁকড়া সিরিজে সামাদ চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ ও গোলাপী চরিত্রে নিদ্রা দে নেহা। এতে আরও রয়েছেন শ্যামল মাওলা, মীর রাব্বি, নিশাত প্রিয়ম, আব্দুল্লাহ আল সেন্টু, কাজী আবরার, সারাহ আলম, এ কে আজাদ সেতু, হাসনাত রিপন প্রমুখ।
ফ্যাঁকড়া সিরিজ নিয়ে নির্মাতা আসিফ চৌধুরী বলেন, ‘সিরিজের গল্পটা খুব স্ট্রং। গল্পই দর্শককে পুরো সময় ধরে রাখবে বলে আমার বিশ্বাস। সেই সঙ্গে যাঁরা অভিনয় করেছেন, তাঁরা প্রত্যেকে গুণী অভিনয়শিল্পী। সবাই নিজের চরিত্রকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। সামাদ ও গোলাপী চরিত্র ঘিরে গল্প শুরু হলেও এর প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ। সবাই ভালো করেছেন।’
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, ‘আগস্ট মাসের চ্যালেঞ্জিং একটা সময়ে শুটিং হয়েছে। নানা ধরনের বাধার মুখে পড়তে হয়েছে। সে সময় দেশজুড়ে ডাকাতির ঘটনাও ঘটছিল। রাতে হাইওয়েতে শুটিংয়ের সময় অনেকে আমাদের সন্দেহ করছিলেন। শুটিং আটকে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। অবশেষে আমাদের কষ্ট সার্থক হচ্ছে। দর্শকদের জন্য উন্মুক্ত হচ্ছে সিরিজটি।’
ব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৩ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৩ ঘণ্টা আগেগত বছর প্রয়াত হয়েছেন দুই সংগীত তারকা শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল। তাঁদের স্মরণে ‘স্মৃতিতে সুরের সারথি’ নামের অনুষ্ঠান আয়োজন করা হয় গতকাল শনিবার।
১৩ ঘণ্টা আগে