Ajker Patrika

চরকিতে আগামীকাল আসছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ‘৭২ ঘণ্টা’

চরকিতে আগামীকাল আসছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ‘৭২ ঘণ্টা’

একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ান আত্মহত্যা করে। এর জের ধরেই ৭২ ঘণ্টার মধ্যে ঘটে যায় ৬টি ঘটনা। প্রতিটি গল্পেই জড়িয়ে আছে দুজন মানুষের সুখ, অশান্তি, আশা, হতাশা আর পাওয়া-না-পাওয়ার দ্বিধাদ্বন্দ্ব।

৬টি গল্প আর ১২ জন মানুষ; তাদের নিয়েই তৈরি হয়েছে ওয়েব সিনেমা ‘৭২ ঘণ্টা’।

অতনু ঘোষ পরিচালিত ‘৭২ ঘণ্টা’ সিনেমার দৃশ্যসৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রয়াণ দিবসে ছবিটির অফিসিয়াল পোস্টার উন্মোচন করা হয়। আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় চরকিতে মুক্তি পেতে যাচ্ছে অতনু ঘোষ পরিচালিত এ ছবি।

অতনু ঘোষ পরিচালিত ‘৭২ ঘণ্টা’ সিনেমার দৃশ্য‘৭২ ঘণ্টা’ সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তীকে। আরও আছেন ঢালিউডের জনপ্রিয় মুখ ইন্দ্রানী হালদার, অনন্যা চট্টোপাধ্যায়, নীনা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, রণদীপ বসু, রিয়া বণিক, পরাণ বন্দ্যোপাধ্যায় ও খরাজ মুখোপাধ্যায়।

অতনু ঘোষ পরিচালিত ‘৭২ ঘণ্টা’ সিনেমার দৃশ্যছবির পরিচালক অতনু ঘোষ বলেন, ‘এই অ্যান্থলজি ফিল্মের ছয়টি গল্পের প্রতিটিতেই ৭২ ঘণ্টার ব্যবধানে দুজন অপরিচিত ব্যক্তির সাক্ষাৎ হয়। কিন্তু পরিস্থিতি ও প্রেক্ষাপট দুটোই ভিন্ন। আশা–হতাশার বেড়াজালকে অতিক্রম করে মানবতা আর সহমর্মিতা খুঁজে পাওয়াই হলো এই গল্পের লক্ষ্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত